সাধারনত মোবাইল ফোন চুরি হলে কিছু করার থাকেনা । কিন্তু যারা S60v3 মানে হ্যান্ডসেট যেমন নকিয়া এন ৭৩ জাতীয় সেট ব্যবহার করছেন তারা একটু আশার আলো দেখতে পারেন। (Robayeth--Techtunes) আপনারা জানেন যে Samsung ইতিমধ্যে Mobile Tracker নামে যে Built In সফটওয়্যার ছেড়েছে তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। Guardian-Mobile তেমনি এক ধরনের সফটওয়্যার যা মোবাইল চুরি হলে চোরের মোবাইল নাম্বার আপনাকে জানিয়ে দিবে। তেমনি আর ও কিছু সুবিধা দিচ্ছে যা আপনি কল্পনা করতে পারবেননা। তা হল
(মোবাইল এর সিম বদলালে আপনাকে জানিয়ে দিবে ,চোরের নাম্বার) Guardian-Mobile Install করার পর ছবি অনুসারেঃ
Authorized Sims Menu তে আমি আমার বাবা, মা, ভাই এর নাম্বার দিলাম যাতে সবাই চোরের তথ্য গুলো পাই। (Robayeth--Techtunes) এখন চোর যখনই আমার সিম বদলাবে তখন আমার বাবার নাম্বারে চোরের নাম্বার পৌছে যাবে,--- নিচের ছবির মত
( চোর যাতে করে সফটওয়্যার টি Uninstall করতে না পারে সেই জন্য Password Protection রয়েছে।)
(এর মাধ্যমে চোর কোথায় অবস্থান করছে আপনি তা জানতে পারবেন।) চোরের অবস্থান জানার জন্য আমি আমার বাবার মোবাইল থেকে চোরের নাম্বারে sms করলাম *12345*localize* লিখে [উপরের চিত্ত্রে দেখুন, বিঃদ্রঃ এখানে 12345 হল আমার password বা Secret Code(১ নং দেখুন)] আজব কারবার ! আমার বাবার মোবাইলে SmS আসলো Google Map এর লিংক। এইবার চোরের অবস্থান জানুন ঐ লিংক দিয়ে…… হি! হি! পালাবি কোথায়?? (Robayeth--Techtunes)
২ নং নিয়ম অনুসরন করে আপনি ,চোর কাকে কাকে Call করেছে জানতে পারবেন। আপনার Message, Contact গুলু Recover করতে পারবেন। এজন্য নিচের ছবি লক্ষ্য করুন --- উল্লেখিত Code গুলো send করুন চোরের নাম্বার এ। চোরের নাম্বার বলতে ১নং এ পাওয়া চোরের নাম্বারটিতে। আরও অনেক সুবিধা রয়েছে যা সময়ের সল্পতার কারনে বলতে পারলাম না। এজন্য Download Link a আমি দুটি PDF ফাইল দিয়ে দিলাম। (Robayeth--Techtunes) ডাউনলোড এখান থেকে Guardian Unsigned Install করবেন। এখন কথা হল Install হবে না । কি…মাইন্ড করছেন? চিন্তার কিছু নেই। প্রবলেম লেনেকা নেহি, দেনেকা আমি যে Version টা দিয়েছি তা হল Cracked ভার্সন এবং UNSIGNED. এটি Install করতে হলে আপনার Phone Hack করতে হবে। তা করার জন্য এই টিউন গুলো দেখুন। নিচের যে কোন একটা পদ্ধতি Follow করুন।
সাইন (sign) করেই সফট্ওয়ার ঢুকান নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে!!
কম্পিউটারে এ্যাপ্লিকেশন সাইন করার ২টি সহজ পদ্ধতি
Dollar দিয়ে কেনার প্রয়োজন নেই। এইটা full version। যোগাড় করতে কষ্ট হয়েছে অনেক। ভাবছেন, এতো ঝামেলা? তারপর ও , দামি মোবাইল টা যদি পাওয়া যাই কার ই না ভাল লাগে। উপরিউক্ত পদ্ধতি টি NOKIA N73 মোবাইলে পরিক্ষিত। S60v3 অথবা এর পরের সংস্করনেও Install হবে। যেমনঃ S80 ………………………………………………………………………………………………………… Compatible NOKIA Phones: Nokia 3250 Nokia E52 Nokia N78 Nokia 5320 XpressMusic Nokia E55 Nokia N79 Nokia 5500 Sport Nokia E60 Nokia N80 Nokia 5630 XpressMusic Nokia E61 Nokia N81 Nokia 5700 XpressMusic Nokia E61i Nokia N81 8Gb Nokia 5730 XpressMusic Nokia E62 Nokia N82 Nokia 5800 XpressMusic Nokia E63 Nokia N85 Nokia 6110 Navigator Nokia E65 Nokia N86 Nokia 6120 Classic Nokia E66 Nokia N91 Nokia 6121 Classic Nokia E70 Nokia N91 8Gb Nokia 6124 Classic Nokia E71 Nokia N92 Nokia 6210 Navigator Nokia E72 Nokia N93 Nokia 6220 Classic Nokia E75 Nokia N93i Nokia 6290 Nokia E90 Communicator Nokia N95 Nokia 6650 Nokia N71 Nokia N95 8Gb Nokia 6710 Navigator Nokia N73 Nokia N96 Nokia 6720 Classic Nokia N75 Nokia N97 Nokia E50 Nokia N76 Nokia E51 Nokia N77 Compatible LG Phones: LG KS10 Joy LG KT615 LG KT610 LG KT770 Compatible SAMSUNG Phones: Samsung SGH-i400 Samsung SGH-i550 Samsung i7110 Samsung SGH-i450 Samsung SGH-i560 Samsung i8510 INNOV8 Samsung SGH-i520 Samsung SGH-L870 Samsung i8910 Omnia HD …………………………………………………………………………………………………………………………………. S60v2 এবং জ়াভা Platform এর সেটের জন্য ভাল মানের Antitheft সফটওয়্যার খুজে পেলাম না।
বিঃ দ্রঃ টিউন টি শুধুমাত্র Techtunes এর জন্য লিখিত। সেহেতু এটি Techtunes এর সম্পদ। তাই অন্য কোন ফোরাম না ব্লগে টিউন টি Copy-Paste না করার জন্য অনুরোধ রইলো। তবে টিউন টির লিংক Paste করতে পারেন।
অফিসিয়াল সাইটঃ http://www.guardian-mobile.com/
আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।
আপনার টিউনটি ব্যাপক ভাল লেগেছে। দেখি আমি অরিজিনাল সফটওয়্যারটা নামাতে পারি কিনা। মনে হয় পারবো। খুব ভাল একটা টিউন। এটা অনেক দিন থেকে খুজছিলাম। শুধুমাত্র নামটা জানা ছিলনা বলে পাচ্ছিলাম না। তবে আপনার দোয়ায় আজ পাবো। হা হা হা। ধন্যবাদ এত কষ্ট করে এতবড় একটা টিউন দেওয়ার জন্য।
ageeeee jantam…but process ta bujtam na…bangla howate shubidha hoyeche…….FB te dilam link ta…thanks
ঝাক্কাস তো্্্্্ এ যাবত কালের সেরা টিউন :-d