৪জি উপলক্ষে ফ্রি ইন্টারনেট অফার

বাংলাদেশে ৪জি চালু হওয়া উপলক্ষে বিনামূল্যে ইন্টারনেট ডেটা অফার করছে গ্রামীণফোন, রবি ও এয়ারটেল। চলুন জেনে নিই অফারগুলোর বিস্তারিত। .

গ্রামীণফোন ফ্রি ৪জি ইন্টারনেট অফার

গ্রামীণফোন গ্রাহকরা ১১০ টাকা দিয়ে বিদ্যমান সিম রিপ্লেস করে ৪জি সিম নিলে ১.৫জিবি ডেটা ফ্রি পাবেন, যা ২জি-৩জি-৪জি যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।  এই ডেটার মেয়াদ ৭ দিন। গ্রাহকরা *121*1*4# ডায়াল করে তাদের ব্যালেন্স জানতে পারবেন।

রবি ফ্রি ৪জি ইন্টারনেট অফার

৪জি নেটওয়ার্কে থাকা রবি গ্রাহকরা ৪জি সিমযুক্ত ৪জি সেট থেকে একটানা ৪ দিন মোট ৪জিবি ফ্রি ৪জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রবিতে শুধুমাত্র ৪জি গ্রাহকরাই এই অফারটি পাবেন। এক্ষেত্রে পরপর ৪ দিন প্রতিদিন ১জিবি (প্রতিক্ষেত্রে ২৪ ঘন্টা মেয়াদ) ডেটা উপভোগ করা যাবে। অফারটি উপভোগ করার জন্য *123*44# নম্বর ডায়াল করতে হবে। ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য ডায়াল করুন *123*3*5# নম্বরে।

এয়ারটেল ফ্রি ৪জি ইন্টারনেট অফার

এয়ারটেল গ্রাহকরা বর্তমান সিম বদলে ৪জি সিম নিলে ২জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন, যার মেয়াদ ৭ দিন। সিম বদলানোর ৭২ ঘণ্টার মধ্যে বোনাস পাওয়া যাবে।  ব্যালেন্স জানতে ডায়াল করুন *123*3*5# নম্বরে।

এছাড়া এয়ারটেলে ৩০ টাকার বেশি যেকোনো রিচার্জে পাবেন ১ জিবি 4G ডেটা বোনাস যা শুধুমাত্র ৪জি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।  একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ জিবি 4G বোনাস-এর সুবিধা গ্রহণ করতে পারবেন। ব্যালেন্স জানতে ডায়াল করুন *8444*88# নম্বরে।

বাংলালিংকের ৪জি বোনাস ডেটা অফার

এছাড়া বাংলালিংকে শুধুমাত্র পোস্টপেইড সিম রিপ্লেস করে ৪জি পোস্টপেইড সিম নিলে ৭ দিন মেয়াদে ২জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। .

নায়িকা শ্রীদেবীর মৃত্যু, আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেল? শায়খ আহমাদুল্লাহ। 

পোস্টটি ভালো লাগলে আমার এই ইসলামিক চ্যানেলটি একবার ঘুরে আসুন, আসসালামু আলাইকুম।

Level 0

আমি মুহাম্মদ হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস