সাপোর্ট S60v3 and v5
জারা Symbian ফোন use করে আর এ প্রোগ্রাম এর নাম জানেনা এমন লোক এর খোজ পাওয়া মুশকিল
Supported Devices:
Nokia: E5-00, E50, E51, E52, E55, E60, E61, E62, E63, E65, E66, E7, E70, E71, E72, E73, E75, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N8, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N95, N96, N97, 3250, 5228, 5230, 5235, 5250, 5320, 5500, 5530, 5630, 5700, 5730, 5800, 6110, 6120, 6124, 6210, 6220, 6290, 6650, 6710, 6720, 6730, 6760, 6788, 6790, X5, X6, C5, C6, C7
নোট - জদি কারো n70/6680/6630/6600…ইত্যাদি(s60v2nd) জন্যে X-plore দরকার হয়, তাহলে set model লিখে পোষ্ট করুন, আর হে ৫ টির বেসই post হতে হবে (শুধু মাত্র s60v2 X-plore এর জন্য) Bcoz-s60v2 model গুলি আর বাজার পাউয়া জায়না দু-এক জন user এর জন্যে পোষ্ট করে কোন লাভ নাই।
বরাবর,
টেকটিউস সাপোর্ট টিম
বিবাহ ও পরিবার অধিদপ্তর
প্রসঙ্গঃ 'ওয়াইফ ১.০' আন-ইনস্টল প্রসঙ্গে।
জনাব,
আমি গভীর বিপদে পড়ে আপনাদের শরনাপন্ন হয়েছি। অতি সম্প্রতি আমি আমার 'গার্লফ্রেন্ড ৭.০' কে 'ওয়াইফ ১.০' - এ আপগ্রেড করেছি। আর এর পর থেকেই আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে। নতুন এ প্রোগ্রামটি অযথা ঝগড়া সৃষ্টিতে ততপর ও প্রচুর স্পেস নিচ্ছে। কিন্তু প্রোডাক্ট ম্যানুয়ালে তো এসবের উল্লেখ ছিল না।
এ ছাড়াও 'ওয়াইফ ১.০' নিজে নিজে অন্য প্রোগ্রামেও ইনস্টল হয়ে সিস্টেমের অন্য কাজও মনিটর করছে। এ প্রোগ্রামটি ইনস্টলের পর আমার প্রিয় কিছু প্রোগ্রাম আর রান করছে না, যেমন, 'আড্ডা ২.৫' ও 'গলফ ৫.০'। প্রিয় এই প্রোগ্রামগুলো সিলেক্ট করলেই তা ক্রাশ করে। শুক্রবারের 'খেলা ৬.৩' অপারেট করা যাচ্ছে না কিন্তু 'শপিং ৭.১' দিব্যি চালু আছে। এ অবস্থায় আমার পক্ষে 'ওয়াইফ ১.০' প্রোগ্রাম রান করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমি আন-ইনস্টলের চেষ্ঠাও করেছিলাম, কিন্তু পারছি না।
অতএব, বিনীত আরজ এই যে, আমি আমার আগের 'গার্লফ্রেন্ড ৭.০' প্রোগ্রামে ফিরে যেতে চাই। এ ব্যাপারে সাহায্য কামনা করছি।
বিনীত নিবেদক,
পিয়াস
আমি piashx। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
super affiliate coaching club
আমিই প্রথম Reply করি। শর্ত একটাই আমি ভাই s60v2 ব্যবহার করি (এন ৭২)। আমি এটার ১.৫২ ব্যবহার করছিলাম। কিন্তু ফাইলটি হারিয়ে যাওয়ার পর আর পাইলাম না। আর ৫ সেকেন্ড তো অপেক্ষা করতে হয়। এখন যদি আপনার মর্জি হয় তাহলে কিছু একটা করবেন। আর হ্যা lcg juckbox 2.72 এর কোন কী বা ক্রাক দিলে সবচেয়ে উপকৃত হতাম (এন ৭২ এর জন্য)।