Symbian OS এর জন্যে অসাধারন এক ফাইল এক্সপ্লোরার

Symbian OS এর জন্যে অসাধারন এক ফাইল এক্সপ্লোরার  LCG X-plore 1.52 (১২-১-২০১১)

সাপোর্ট S60v3 and v5

জারা Symbian ফোন use করে আর এ প্রোগ্রাম এর নাম জানেনা এমন লোক এর খোজ পাওয়া মুশকিল

প্রধান বৈশিষ্ট্যগুলি হল

  • সকল ড্রাইভ / ফোল্ডার / ফাইল Show করে
  • সকল রকম এর ছবি প্রদর্শন করে
  • সকল রকম ফাইল এর details প্রদর্শন করে
  • ফাইল এডিট (hidden, read-only, etc)
  • ফাইল Rename এন্ড delete
  • ফোল্ডার তৈরী
  • ফোল্ডার ও ফাইল কপি এন্ড মভ
  • ফাইল সেন্ড করুন via Bluetooth ওর infrared
  • Extract files from Zip, Rar, Jar archives
  • Zip ফাইল তৈরী
  • Word documents প্রদর্শন
  • হার্ডওয়্যার ডিভাইস info
  • View processes এন্ড tasks
  • Built-in প্রোগ্রাম আপডেট
  • মেসেজ এর সকল ফাইল সেভ করা
  • Hex viewer এন্ড editor
  • Search ফাইল
  • ফোল্ডার হট-কি
  • সাধারণ অডিও প্লেয়ার
  • সাধারণ ভিডিও প্লেয়ার

Supported Devices:
Nokia: E5-00, E50, E51, E52, E55, E60, E61, E62, E63, E65, E66, E7, E70, E71, E72, E73, E75, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N8, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N95, N96, N97, 3250, 5228, 5230, 5235, 5250, 5320, 5500, 5530, 5630, 5700, 5730, 5800, 6110, 6120, 6124, 6210, 6220, 6290, 6650, 6710, 6720, 6730, 6760, 6788, 6790, X5, X6, C5, C6, C7

Install করার নিওম

  • ১. Uninstall করুন old X-plore ভার্সন
  • ২. Install করুন আমার X-plore (install finish)
  • ৩. ২টা আইকন দেকতে পাবেন (X-Plore & X-plore)
  • ৪. X-plore আইকন use করুন
  • ৫. যদি কোনও কারণ এ  X-plore ক্রাশ(crash) করে PLZ CALL ME

নোট - জদি কারো n70/6680/6630/6600…ইত্যাদি(s60v2nd) জন্যে X-plore দরকার হয়, তাহলে set model লিখে পোষ্ট করুন, আর হে ৫ টির বেসই post হতে হবে (শুধু মাত্র s60v2  X-plore এর জন্য) Bcoz-s60v2 model গুলি আর বাজার পাউয়া জায়না  দু-এক জন user এর জন্যে পোষ্ট করে কোন লাভ নাই।

<<<<Download>>>>

Joke

বরাবর,

টেকটিউস সাপোর্ট টিম

বিবাহ ও পরিবার অধিদপ্তর

প্রসঙ্গঃ 'ওয়াইফ ১.০' আন-ইনস্টল প্রসঙ্গে।

জনাব,

আমি গভীর বিপদে পড়ে আপনাদের শরনাপন্ন হয়েছি। অতি সম্প্রতি আমি আমার 'গার্লফ্রেন্ড ৭.০' কে 'ওয়াইফ ১.০' - এ আপগ্রেড করেছি। আর এর পর থেকেই আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে। নতুন এ প্রোগ্রামটি অযথা ঝগড়া সৃষ্টিতে ততপর ও প্রচুর স্পেস নিচ্ছে। কিন্তু প্রোডাক্ট ম্যানুয়ালে তো এসবের উল্লেখ ছিল না।

এ ছাড়াও 'ওয়াইফ ১.০' নিজে নিজে অন্য প্রোগ্রামেও ইনস্টল হয়ে সিস্টেমের অন্য কাজও মনিটর করছে। এ প্রোগ্রামটি ইনস্টলের পর আমার প্রিয় কিছু প্রোগ্রাম আর রান করছে না, যেমন, 'আড্ডা ২.৫' ও 'গলফ ৫.০'। প্রিয় এই প্রোগ্রামগুলো সিলেক্ট করলেই তা ক্রাশ করে। শুক্রবারের 'খেলা ৬.৩' অপারেট করা যাচ্ছে না কিন্তু 'শপিং ৭.১' দিব্যি চালু আছে। এ অবস্থায় আমার পক্ষে 'ওয়াইফ ১.০' প্রোগ্রাম রান করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমি আন-ইনস্টলের চেষ্ঠাও করেছিলাম, কিন্তু পারছি না।

অতএব, বিনীত আরজ এই যে, আমি আমার আগের 'গার্লফ্রেন্ড ৭.০' প্রোগ্রামে ফিরে যেতে চাই। এ ব্যাপারে সাহায্য কামনা করছি।

বিনীত নিবেদক,

পিয়াস

Level 0

আমি piashx। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

super affiliate coaching club


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিই প্রথম Reply করি। শর্ত একটাই আমি ভাই s60v2 ব্যবহার করি (এন ৭২)। আমি এটার ১.৫২ ব্যবহার করছিলাম। কিন্তু ফাইলটি হারিয়ে যাওয়ার পর আর পাইলাম না। আর ৫ সেকেন্ড তো অপেক্ষা করতে হয়। এখন যদি আপনার মর্জি হয় তাহলে কিছু একটা করবেন। আর হ্যা lcg juckbox 2.72 এর কোন কী বা ক্রাক দিলে সবচেয়ে উপকৃত হতাম (এন ৭২ এর জন্য)।

Level 0

পিয়াস ভাই আপনার ফাইল তো পাসওয়ার্ড দেয়া।

    Level 0

    pass ame nijy vuly gasy !!!! he ha….
    link update korse download again……..
    no pass add!!!!

Download তো করলাম কিন্তু open তো হয় না

শেয়ার করলেন, তার জন্য ধন্যবাদ। সাথে পাসওয়ার্ড টা ও দিয়ে দিলে ভালো হতো না?

Level 0

অনেক ধন্যবাদ। আমার প্রিয় মোবাইল সফটওয়ার হল এই X-plore। খুব ই ভালো একটি সফটওয়ার

Level 0

pass ame nijy vuly gasy !!!! he ha….
link update korse download again……..
no pass add!!!!

Level 0

password- 01719

আমার সেট নকিয়া ৫২৩৩ s60v5 কিন্তু আমি আপনার দেওয়া সফট টি ব্যাবহার করতে পারছি না। ইনেস্টলের সময় "Application not compatible phone" এবং শেষে "reqiested applicaation access not granted" লিখছে।