Unlock Ovi Contents Form Your Pc (Easiest Way)

Ovi সাইট থেকে কম্পিউটার মাধ্যমে কিভাবে সকল ধরনের এপ্লিকেশন ডাইনলোড করবেন??

সবাইকে শুভেচ্ছা জানাই, আমরা যারা মাল্টিমিডিয়া মোবাইল চালাই তারা সবাই ওয়াপ বা নেট থেকে এপ্লিকেশন নামিয়ে ব্যবহার করি। যারা ovi সাইটে ঢুকেছেন তারা জানেন কত সুন্দর সুন্দর এপ্লিকেশন সেখানে রয়েছে। কিন্ত সমস্যাও আছে।যেমন: মোবাইল ছাড়া ডাউনলোড করা যায় না।আপনি পিসি থেকে শুধু লিংক মোবাইলে পাঠাতে পারবেন কিন্তু ডাউনলোড় করতে পারবেন না। আমি অনেক দিন ধরেই পিসি থেকে চেষ্টা করছিলাম। অবশেষে আজকে সফল হলাম।

তাহলে শুরু করি প্রক্রিয়াটি

  • ১.১ম এ http://www.ovi.com এ যান।
  • ২,তারপর আপনার একাউন্ট দিয়ে সাইন করুন।
  • ৩.এরপর আপনি যে এপ্লিকেশন বা গেমস বা থিম বা অন্যন্যা যে কোন কনটেন্ট নামাতে চান তার উপর ক্লিক করুন।
  • ৪.এরপর যে পেজ আসবে সেখানে ২টি অপশন পাবেন। একটি Mobile sent অপরটি Friend sent। এখান থেকে আপনি Friend sent এ ক্লিক করুন।
  • ৫.Friend sent এ ক্লিক করার পর আপনার ব্রাউজারের উপরে যেখানে আপনি URL লিখেনে সেখানে যে ঠিকানাটি শো করবে তা হবে এরকম:
  • http://store.ovi.com/content/78931/send-to-friend
  • ৬.এবার আপনার কাজ হলো (send-to-firend) লেখাটি কেটে সেখানে লিখবেন Download.
  • ৭.তারপর Enter press করবেন। দেখবেন ডাউনলোড় শুরু হয়ে গেছে।

ছবি গুলো দেখুন:

২য় ধাপে আসা যাক

আপনি আপনার কাংখিত কনটেন্ট ডাউনলোড় করার পর যেগুলো JAD এবং SIS সেগুলো মোবাইলে সরাসরি ইনসটল করতে পারবেন না। তবে ভিডিও,থিম সহ অন্যন্য কনটেন্টগুলো সরাসরি ব্যবহার করতে পারবেন।

JAD  এবং SIS ফাইলটি মোবাইলে ইনসটল করার জন্য আপনাকে Notepad++ ব্যবহার করতে হবে।

Notepad++ সফটটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে:

http://notepad-plus-plus.org/download

এরপর যা করতে হবে তা হলো:

উপরের মূল কাজটি হলো যে JAD বা SIS কনটেন্টটি আপনি নামায়িছেন তা Notepad++ দ্বারা ওপেন করুন।

যদি এপ্লিকেশনটি JAD হয় তবে নিচের টেক্সটি খুজে বের করুন:-

Find this text: ‘MIDlet-Jar-URL:’, https://d.ovi.com/p/g/store/902281/BabelPhone_Chinese.jar?q=cpce1LHAftZFPqpNSJ75uRufO%20%20ogCsyjJ&c=ovi_store&eid=cef5052b-2a7c-410e-b023-7d95ad64865f

এরপর MIDLET-jar-URL এ যে লিংকটি পাবেন তা ব্রাউজারে কপি করুন তারপর ইন্টার দিলে মোবাইলের জন্য উপযোগী ফাইটি ডাউনলোড় হবে । এরপর ফাইটি মোবাইলে নিয়ে ইন্টসটল করতেপারবেন।

যদি ফাইটি sis হয তবে নোটপ্যাড় ++ দ্বারা খুলে নিচের ৩টি লাইন খুজুন এবং স্পেস সহ রিমুভ করে দিন।

–boundary-1

Content-Type: x-epoc/x-sisx-app

Content-Transfer-Encoding: binary

সবশেষে ফাইটি *.sis or *.sisx নামে রিনেম করে দিন। কাজ শেষ এবার মোবাইলে ট্রান্সফার করে ইনস্টল করুন।

যারা কষ্ট করে পড়লেন তাদের ধন্যবাদ******************

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Excellent….ভাই চালিয়ে যান…Thanks for nice tunes…

খুবই ভাল। ভাই আমারে একটা হেল্প করুন, অভি স্টোরে আমার সেট এর মডেল নেই। কি করি?
আমার সেট নোকিয়া এন ৭২।

ট্রিকস এর জন্য অনেক অনেক ধন্যবাদ । চালিয়ে জন। এমনি চাই।

ধন্যবাদ।
যদি ফাইলটির এক্সটেনশন sis.dm হয়, তাহলে??
কোন সহজ উপায় জানা আছে কি?

    জাষ্ট ".dm" রিমুভ করে উপরের পদ্ধতি অনুসরণ করুন।

    হবে না boss। আপনি নিজে একবার ট্রাই করে দেখিয়েন।

Level 2

thankssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

Level 0

Bhaiya khub valo tune. Many many thank you!.
Pls give more………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Level 2

অনেক ধন্যবাদ………..কাজ হয়েছে

Level 0

*.sis.dm file উপরের নিয়মে ইনস্টল হয়না

Level 0

akbaray fatafati jinis………thanks bro onek agay prio tay rekaysilam ajkay prothom sestai success