কম বাজেটের স্মার্ট ফোন ওয়াল্টন প্রিমো ৬ ইনফিনিটি

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

কেমন হতে পারে ওয়ালটন প্রিমো ৬ ইনফিনিটি ফোনটা?

নিজের দেশিয় ব্র‍্যান্ড ওয়াল্টন, কিন্তু তাদের ডিভাইজ গুলা খুব যে খারাপ তাও না, আবার খুব যে ভাল তাও কিন্তু না। তবে যে ডিভাইজটা আসছে, সেটা নিয়েই আজকের আলোচনা।

তাহলে চলুন আলোচনায় চলে যাই।

প্রথমেই থাকবে ডিজাইন নিয়ে।
পিকে দেখুনত কেমন দেখতে হবে ফোনটা?
নিশ্চয় খারাপ নয়?
যারা হেট করেন তারা নাহয় হেইট ই করে যান।
ব্যাপার নাহ, তো যাইহোক। ডিজাইন্টা কিন্তু দারুণ।
স্লিম একটা ফোন
চোখ ধাধানো ডিজাইনে তৈরি হচ্ছে ফোনটা। বেশ পাতলা ফোনটা রয়েছে 148 x 71.5 x 8.1 mm cube Dimension।
ক্যামেরা দিকে থেকে কিছু বলবো না
কারণ ক্যামেরা প্রতিবারের মত এবারো খারাপ নয়, তবে কিছুটা উন্নত করার ব্যার্থ প্রচেষ্টা করবে। কারণ যে দাম ঘোষনা আসবে সে দামে ক্যামেরা ক্ষ্যাত ছাড়া ভাল হবে না জানি।

ক্যামেরার কথা উল্লেখ করা হয়েছে Camera : 13MP + 5MP বেশ মজার ব্যাপার তাই না?
তবে যাই হোক অবশ্যই কিছুটা উন্নত করার চেষ্টা করেছে।

এবার বাকি গুলা দেখি।

OS : Android Oreo 8.0
ওএস বাড়িয়ে কোনো লাভ হবে? কাজের জিনিশ নেই। তারপরেও তো ওরিয়ো ভার্সন দিছে। আলহামদুলিল্লাহ।
Display : 5.5″ In-Cell HD+ Full-View IPS (~292 ppi)
আহ কি যে ডিসপ্লে, তাকালে কান্না পায়।
চোখ গুলো ওদের জন্যই নষ্ট হয়। এতো পিক্সেল ডেন্সিটি দেওয়ার দরকার আছে বলে মনে হয় না।
তারপরেও যা দিছে অনেক ভাল।
CPU : 64-Bit 1.3 GHz Quad Core
৬৪ বিট! কি মনে করেন? কিছু নাই? কোয়াড কোরএর ডিভাইজ এটা, আবার ভেবে নিয়েন না যে কোয়ালকম এর প্রসেসর, তাইলে মাথা খারাপ হয়ে যাবে।

GPU: Mali-T720
আহ, কি জিপিউ, চার্জ তো খাবেই এই যদি জিপিউ তাইলে চার্জারের সাথে ২৪ ঘন্টার ১২ ঘন্টাই লাগিয়ে রাখতে হবে। যাক, তাও তো ৭২০ মালিতে উঠছে। খারাপ নাহ কি বলেন?

RAM : 3GB
এত র‍্যাম দিয়ে কি করবো? ক্যামেরাটা ভাল করা যেতো না?

ROM : 32GB
হুদাই দিছে, জিপিউটা একটু ভাল মানের দিলে খুব চলতো।

Expandable Memory : Up to 256GB
এটার দরকার আছে।

Connectivity : 2G, 3G, 4G, Wi-Fi, Bluetooth
২১ তারিখে ফোরজি আসবে, ফোরজি তো লাগবেই তাইলে, কিনে নিয়েন এটা।

Battery : 3000mAh Li-Po
ব্যাটারি ৩০০০ হাজার? এর চাইতে বাড়িয়ে দিলে ক্ষতি হইতো নাকি?
Sensor : Fingerprint, Accelerometer(3D), Gravity(3D), Light, Proximity, Magnetic Field, Orientation, Hall, GPS, A-GPS

ফিঙ্গার প্রিন্ট সেন্সরে যে কি লাগাইছে আল্লাহ জানে।
কয় দিন পর যে কাজ করবে কে জানে। তবে হয়তো একটু উন্নত করবে এবার। কারণ দেশিয় ব্র‍্যান্ডের ফোনত তাই হয়তো চেষ্টা করতে পারে।

যাই হোক ফোনটা কিনবেন আশা করি। বাজের কম থাকলে সেটা ব্যাপার না, একেবারেই খারাপ না। মানুষ সমাজে চলার মত করেছে শুধু। এতো টুকুই বললাম।
জানি না ব্র‍্যান্ড গুলা কবে উন্নত করবে।

যাইহোক আজকের মত আসি, দেখা হবে আগামী টিউনে। ভাল থাকবেন। আল্লাহ হাজিফ।

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস