নতুন দিনের মার্কেটিং, নতুন ধাঁচের ওয়েবসাইট
আধুনিক যুগে যেকোনো ব্যবসার জন্য একটা ভার্চুয়াল অস্তিত্ব থাকার প্রয়োজনিতা অপরিসিম। মানুষকে নিজের ব্যবসার কথাটা জানানো যতোটা প্রয়োজন, তার চেয়ে আরও বেশি দরকার নিজের ব্যবসাকে আধুনিক জগতে স্থান দেওয়া। এর জন্য কোম্পানির ওয়েবসাইট থাকা আবশ্যক। আর ওয়েবসাইটে যদি নতুন ধাঁচের মার্কেটিং এর সকল বৈশিষ্ট্য থাকে, তাহলেতো আর কথাই নাই।
কি কি সুবিধা আছে
কোম্পানির ওয়েবসাইট থাকা মানে তা মার্কেটিং করার ক্ষেত্রে একটা সহজ উপায়। ওয়ে্বসাইট থাকলে যে সকল সুবিধা পাওয়া যায় তা হলো -
সহজে কোম্পানির ব্যপারে জানানো।
কোম্পানির পণ্য কি কি তা ঘরে বসেই নিমিশে জানতে পারবে গ্রাহকরা।
কোনো বিশেষ অফার সহজে জানানো।
ভবিষ্যতে হয়তহ ক্রয় করবে এমন কোনো পণ্য পছন্দ হলে সেই কোম্পানির ওয়েবসাইট বুকমার্ক করে রাখার সুবিধা।
গ্রাহক যাতে সহজে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে এর জন্য কোম্পানির ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা ওয়েবসাইটে প্রদান করা সম্ভব।
কোম্পানির ঠিকানা ওয়েবসাইটে মানচিত্র সহ এবং রাস্তার দৃশ্য সহ সহজে দেওয়া যায়। গ্রাহক এখন জেনে যেতে পারবে তার অবস্থান থেকে কোম্পানির অবস্থান কতো দূরে।
ওয়েবসাইট দিয়ে গ্রাহকদের কোনো মতামত ও জিজ্ঞাসা থাকলে তা সহজে জানা যায় এবং দ্রুত তা সমাধান করা সম্ভব।
কোম্পানিতে কোনো পদ খালি থাকলে তার জন্য ওয়েবসাইটের মাদ্ধমে সহজে বিজ্ঞাপণ দেওয়া সম্ভব।
কোম্পানির ইনভেন্টরিতে কত পরিমাণ পণ্য আছে তা ওয়েবসাইটের “Inventory management integration”- সফটওয়্যারের মাদ্ধমে সহজে জানা যায়।
ব্যবসার উন্নতির জন্য সেলস ও মার্কেটিং- এর মিলন ঘটানো প্রয়োজন হয়ে থাকে আর সেটা ওয়েবসাইটে “Sales and Marketing Integration”- সফটওয়ার দারা সম্ভব।
কোম্পানির বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গায় না রেখে ওয়েবসাইটের একটা প্যানেলের ভিতরে তা রাখা এবং তা পরিচালনা করা সম্ভব। প্রজেক্ট সংশ্লিস্ট যে কোনো আলোচনা ওয়েবসাইটের ওই প্যানেলে করা যাবে।
ওয়েবসাইটের মাধ্যমে 360 ডিগ্রী ভিডিও উপস্থাপনা করার সুবিধা।
ওয়েবসাইটের মাদ্ধমে এই সকল সুবিধা পাওয়ার জন্য কিছু অ্যাপ ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে হয়। এর জন্য রয়েছে বাজারে বিভিন্ন এজেন্সি। আমরা Roopokar -এ এই বিষয় নিয়ে কাজ করে থাকি। আপনি যদি ওয়েবসাইটের ব্যাপারে আরো জানতে আগ্রহি হয়ে থাকেন, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে এই ওয়েবসাইটে http://www.roopokar.com/।
আমি আহমেদ মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার টিপস, ব্লগস্পট টিউটোরিয়াল, টেকনোলজী, ইন্টারনেটে আয়, সফটওয়্যার রিভিউ নিয়ে নতুন একটি ব্লগ সাইট চালু হল। আপনিও আমাদের সাইটে লিখতে পারেন ও ভিজিট করুনঃ https://goo.gl/DHeEFB