আপনার স্মার্টফোন দিয়ে ছবি তোলা ছাড়াও আরো যে ছয়টি কাজ আপনি করতে পারেন

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আমরা অনেকে মনে করি আমাদের স্মার্ট ফোনে যে দুটি ক্যামেরা রয়েছে -ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা, সেগুলো দিয়ে শুধু সেলফি এবং ছবি তোলার জন্য ব্যবহার করা যায়। কিন্তু আপনি জানেন না এমন অনেক কাজ আছে যেগুলো আপনি আপনার ফোন ক্যামেরা দিয়েই করতে পারেন যা আপনার কাজকে আরো সহজ করে দেবে। যেমন হতে পারে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনেছেন যেটার গায়ে চাইনীজ, কোরিয়ান অথবা জাপানি ভাষায় প্রোডাক্টের বর্ণনা লেখা রয়েছে যা আপনি বুজতে পারছেন না, সে ক্ষেত্রে আপনার ফোনের কামেরার সাহায্য নিয়ে খুব সহজে সেটা পড়তে পারেন। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি ম্যাথ এর একুয়েশন গুলো খুব বেশি ভালো বোঝেন না। কিন্তু চাইলে শুধুমাত্র আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে এর সমাধান টা খুব সহজেই পেতে পারেন। এমন আরো অনেক কাজ করতে পারবেন শুধু মাত্র আপনার ফোনের ক্যামেরা দিয়েই।

১. ম্যাথ সল্যুশন: আপনি কোনো একটা ম্যাথ করতে গিয়ে সমস্যায় পড়েছেন, কিছুতেই সমাধান টা বের করতে পারছেন না। আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে Photo Math অ্যাপস টা ব্যবহার করে খুব সহজেই সমাধান টা পেয়ে যেতে পারেন। Photo Math অ্যাপস টি কি করে? এই অ্যাপসটি কোনো গণিতের বা Math এর ছবি তুলে তার সমাধান টা করে দেয়। গুগল প্লে স্টোর এ গিয়ে Photo Math অ্যাপসটা ইনস্টল করে ওপেন করুন। এখন যে ম্যাথ টার সমস্যার সমাধান করা দরকার আপনার ফোনের ক্যামেরা দিয়ে সেটার পিকচার নিন, দেখবেন অটোমেটিক্যালি ওই ম্যাথ টার সমাধান নিচে দিয়ে দিচ্ছে। আপনি যদি দেখতে চান কিভাবে এই ম্যাথ টার সমাধান করা হয়েছে সেটার এক্সপ্লেনেশন ও দেয়া থাকে। এভাবে আপনি যেকোনো জটিল ম্যাথ এর সমাধান খুব সহজেই আপনার ফোনের ক্যামেরা ও Photo Math অ্যাপস ব্যবহার করেই বের করতে পারছেন।

গুগল প্লে স্টোর এর চারটি গোপন ফিচার - কখনো ট্রাই করেছেন কি?

২. গুগল ট্রান্সলেট: আপনি স্মার্টফোন ক্যামেরা দিয়ে আর যে কাজটি করতে পারেন সেটা হলো যে কোনো ভাষা অনুবাদ। গুগল ট্রান্সলেটের এর কথা প্রায় সবাই শুনেছেন এবং আশা করি ব্যবহারও করেছেন। আমরা ডেক্সটপ বা মোবাইল ডিভাইস এ যে কোনো ভাষা কপি করে গুগল ট্রান্সলেট এ পেস্ট করলেই আমাদের কাঙ্খিত ভাষায় অনুবাদ হয়ে যায়। কিন্তু অনেক সময় এমন হয় না যে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন আর প্রোডাক্টের গায়ে চাইনীজ, কোরিয়ান অথবা জাপানিজ ভাষায় ওই প্রোডাক্টের এর বর্ননা লেখা রয়েছে। আপনি ইচ্ছে করলেও ওই প্রোডাক্ট এর গায়ে লেখা টেক্সট গুলো কপি করতে পারবেন না বা টাইপ করে ইন্সার্ট করতেও পারবেননা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো গুগল ট্রান্সলেট টা ওপেন করে ক্যামেরা অপশন এ ক্লিক করুন। এখন আপনি প্রোডাক্ট এর গায়ে লেখা টেক্সট এর উপর ক্যামেরা রেখে ক্লিক করুন। ক্লিক করার পর ওই টেক্সট এর ছবি উঠে যাবে এবং গুগল ট্রান্সলেট সেটা স্ক্যান করতে থাকবে। স্ক্যান কমপ্লিট হওয়ার পর আপনি আপনার ইচ্ছে মতো লাঙ্গুয়েজে এ ট্রান্সলেট করে নিতে পারেন। এভাবে আপনি যেকোনো ভাষা খুব সহজেই বুজতে পারবেন গুগল ট্রান্সলেটর মাধ্যমে।

৩. বারকোড স্ক্যানার: আপনি যখন কোনো প্রোডাক্ট কিনছেন তখন নিচ্ছয় লক্ষ করেছেন প্রত্যেকটা প্রোডাক্ট এর গায়ে একটা বারকোড থাকে। কিন্তু খালি চোখে দেখে কখনোই বুজতে পারবেননা ওই কোডের মানে কি। একটা বারকোড কিন্তু ওই প্রোডাক্টের সমস্ত তথ্য লিপিবদ্দ থাকে। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো গুগল প্লে স্টোর থেকে barcode scanner অ্যাপসটি ইনস্টল এবং ওপেন করে আপনার ফোনের ক্যামেরা দিয়ে বারকোডটি স্ক্যান করুন। স্ক্যান শেষ হওয়ার পর ওই প্রোডাক্টের নম্বর এবং ওয়েবলিংক ফলো করে অনলাইন থেকে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

৪. কালার ডিটেকশন: আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনি আরো প্রয়োজনীয় একটা কাজ করতে পারেন সেটা হলো যেকোন রঙের নাম এবং কোড বের করা। অনেক সময় এমন হয়েছে কোনো একটা কালার আপনার পছন্দ হয়েছে কিস্তু ওই কালার এর নাম বা কোড টা ইনস্টেনলি আপনি নির্ণয় করতে পারেন না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো প্লে স্টোর থেকে color ditector অ্যাপস টি ইনস্টল করতে পারেন। ইনস্টল এবং ওপেন করার পরের যে কালার টার সম্পর্কে আপনি জানতে চান তার উপর আপনার ফোনের ক্যামেরা ফোকাস করুন। আপনি যেই কালার এর উপরে ক্যামেরার ফোকাস রাখবেন ওই কালার এর নাম এবং কোড ইনস্টেনলি দেখাবে।

কিভাবে পেপ্যাল ফোন ভেরিফিকেশান বাইপাস করবেন?

৫. উচ্চতা এবং দুরুত্ব নির্ণয়: কোনো মেজারমেন্ট টুলস ছাড়া কোনো কিছুর দুরুত্ব ও উচ্চতা মাপতে চান? কোনো বিল্ডিং বা গাছের উচ্চতা অথবা আপনার কাছ থেকে ওই বস্তুটার দূরত্ব কতটুকু আপনার ফোনের ক্যামেরা আর ছোট্ট একটা অ্যাপস এর সাহায্যে খুব সজজে সেটা মাপতে পারেন। গুগল প্লে স্টোর থেকে auto distance অ্যাপসটা ইনস্টল করে ওপেন করুন। এখন আপনি যেটার দূরত্ব অথবা উচ্চতা মাফতে চান ফোনের ক্যামেরা দিয়ে সেটার ফোকাস নিন। ফোনের স্ক্রিন উপর অটোমেটিক্যালি দূরত্ব ও উচ্চতা কতটুকু সেটা দেখাবে।

৬. হার্ট রেট মনিটর: সবশেষে আপনি ফোনের ক্যামেরা দিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সেটি হলো আপনার হার্ট রেট মাপতে পারেন। ধরুন আপনি আপনার বাসার সিঁড়ি বেয়ে উপরে উঠলেন, উঠার পর আপনার মনে হলো হার্ট রেট বা হৃদস্পন্দন বেড়ে গেছে, আপনার হৃদস্পন্দন ঠিক কতটুকু বেড়ে গাছে আপনি সেটা খুব সহজেই আপনার ফোনের ক্যামেরা আর ছোট্ট একটা অ্যাপস দিয়ে জানতে পারেন। গুগল প্লে স্টোর থেকে instant heart rate monitor অ্যাপস টি ইনস্টল করে ওপেন করুন। ওপেন করার পর আপনি দেখবেন ফোনের পেছনে যে ফ্ল্যাশ লাইট টি আছে সেটা অটোমেটিক্যালি জলে উঠবে। তখন আপনি আপনার যেকোনো একটা আঙ্গুল ক্যামেরার লেন্সের উপর কিছুক্ষন ধরে রাখুন। ইনস্ট্যান্ট হার্ট রেট মনিটর অটোমেটিক্যালি আপনার হার্ট রেট মেফে ফেলবে।

কোন ভুল তথ্য থাকলে দয়া করে টিউমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন সবাই। আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি আমার ব্লগ থেকে ঘুরে আস্তে পারেন অথবা facebook এ আমাকে follow করতে পারেন।

Level 0

আমি sopnilsohan.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস