আপনার Touch (Symbian 5th) মোবাইলের জন্য ডাউনলোড করুন হরেক রকমের ভার্চুয়াল কিবোর্ড !!! (Updated)

আপনাকে কি আপনার টাচ মোবাইলের ডিফল্ট ভার্চুয়াল কিবোর্ডগুলিকে ভাল লাগে?? আমার কিন্তু মোটেও ভাল লাগে না। 🙁 কেননা সেটগুলির ডিফল্ট মুডের পোর্টরেইট কিবোর্ড দিয়ে তাড়াতাড়ি টাইপ করা বেশ কষ্টকর। আপনি নিশ্চই Opera Mini -এর portrait QWERTY keyboard ব্যবহার করেছেন। এই কিবোর্ডটিও ঠিক সেইরকম। নিচে আমি আপনাদেরকে কয়েকটি কিবোর্ড দিলাম যেগুলি আপনার মোবাইলের ডিফল্ট কিবোর্ডকে পরিবর্তন করবে। যাতে আপনি খুব সহজতর এবং দ্রুততর লিখতে পারেন।

প্রথমে পরিচিত হই DayHand Input Virtual Keyboard (English) এর সাথে :

DAYHAND INPUT কি?

এটি একটি চায়নিজ এপ্লিকেশন যা আপনার ওরিজিনাল কিবোর্ডকে অন্য একটি চায়নিজ কিবোর্ডে পরিবর্তন করতে সাহায্য করে।

আমরা তো চায়নিজ নই 🙁 তাহলে আমরা কি করতে পারি?

যখন এটি চায়নিজ ভাষায় তৈরী করা হয়েছিল তখন এটিতে চায়নিজ ভাষার পাশাপাশি ইংরেজি সাপোর্ট করত এবং টোটালি কাস্টমাইজেবল ছিল। 🙂 । তাই এই সুবিধার সৎব্যবহার করে Mr. Milk নামের একজন ব্যক্তি এটির Chinese characters গুলোকে পরিবর্তন করে সম্পূর্ণ English/International keyboard -এ রূপান্তর করেছেন।

কি কি সুবিধা?

আমি মনে করি এই কিবোর্ডটি নোকিয়া/স্যামসাং সেটগুলির জন্য শ্রেষ্ঠ। এটির এক একটি সিঙ্গেল কি সবোর্চ্চ ৫টি পর্যন্ত অক্ষর থাকতে পারে (এক্সট্রা অক্ষরগুলি আপনি বাটগুলিতে tapping অথবা dragging করলে পাবেন)।

এটিতে আপনি-

  • copy,
  • cut,
  • paste,
  • home,
  • end,
  • symbols table,
  • T9 dictionary in qwerty mode,
  • enables type-ahead in qwerty,
  • international chars keyboard (customized),
  • lets you type faster
  • landscape এবং portrait দুইভাবেই ব্যবহার করতে পারবেন।

তাছাড়াও এটিতে আরও ৭টি ভিন্ন ভিন্ন কিবোর্ড পাবেন (selectable from a button) ঃ

  • english qwerty,
  • international qwerty,
  • abc keypad,
  • numeric mode,
  • edit mode,
  • symbols table,
  • dictionary selection

কিভাবে ইন্সটল করবেন?

এটি ইন্সটল করার আগে আবশ্যই আগে আপনাকে সাইন করে নিতে হবে। ডাউনলোড করার জন্য নিচের লিংকটিতে যান।

http://www.mediafire.com/download.php?92sq5cuzqky75gq

কিভাবে ব্যবহার করবেন?

সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর সেটটিতে রিস্টাট করুন। এখন আর আপনাকে কিছুই করতে হবে না। সেটটিকে রিস্টার্ট করার পর সয়ংক্রিয়ভাবে কিবোর্ড এ্যাকটিভ হয়ে যাবে। আপনি এটিকে টেস্ট করার জন্য মেসেজ মেনু থেকে একটি নতুন মেসেজ লিখতে পারেন।

কিভাবে আদালা কিবোর্ডগুলি ব্যবহার করবেন?

আপনি যখন সফট্ওয়ারটি ইন্সটল করবেন তখন তা অটোমেটিক ওপেরা মিনির কিবোর্ড -এর মত হয়ে যাবে। আর যদি আপনি iPhone বা original কিবোর্ডটি আবার চালু করতে চান তাহলে নিচের স্কিনশর্ট টি অনুসরণ করুন।

****************************************************************************************

এবার আসি আরেকটি ভিন্ন ধরনের কিবোর্ড -এ--

Virtual Navigation -

আপনি যদি আগে কখনো নন-টাচ (Non-Touch) হ্যান্ডসেটগুলি ব্যবহার করে থাকেন তাহলে নিচ্শই আগের D Pad Navigation -কে মিস করছেন। কিন্তু এখন আপনি নিচের থার্ড পার্টি এ্যাপ্লিকেশনটির সাহায্যে এটিকে পূনরায় ব্যবহার করতে পারেন। নিচের স্কিনশর্টটি দেখলেই বুঝতে আশা করি বুঝতে পারবেন-

এই ভার্চুয়াল নাভিগেশন কিবোর্ডটিকে ডাউনলোড করুন নিচের লিংকটি থেকে।

http://www.mediafire.com/download.php?5jn4slgq0ghymmu

টিউনটি কেমন লাগল জানাবেন।

আমার করা সবগুলো টিউন দেখতে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

এবং আমার পরবর্তী লেখা গুলি আপনার ই-মেইল-এ পেতে “আমার টিউন আর.এস.এস” এ সাবস্কাইব করতে পারেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ টিউন ! আপনি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে টিউনগুলো করেন বোঝাই যায়…… অনেক ধন্যবাদ আপনাকে। দুর্ভাগ্যজনক ভাবে আপনার দেয়া ইমেজগুলো দেখা যাচ্ছে না 🙁 যদি backup থাকে ইমেজ গুলো আবার আপলোড করে দিন। 😀

    ধন্যবাদ ভাইয়া। এখন Imageshack বাদ দিয়ে টিকটিউনস্-এ নিজের সার্ভারে আপলোড করলাম। আশা করি এখন ঠিক আছে। আর যদি কোন সমস্যা দেখতে পান তাহলে দয়া করে জানাবেন।

    imgur এ আপলোড করিয়েন, এটা ইউজ সহজ একদম।

Level 0

Imageshack site a kono problm hoise parle tinypic a upload den pic gula, Thanks 🙂

    Level 0

    tinypic a o problem ase

    ধন্যবাদ ভাইয়া। এখন Imageshack বাদ দিয়ে টিকটিউনস্-এ নিজের সার্ভারে আপলোড করলাম। আশা করি এখন ঠিক আছে। আর যদি কোন সমস্যা দেখতে পান তাহলে দয়া করে জানাবেন।।

    Level 0

    না ভাই এখন পুরাই ঝকঝকে চকচকে । ধন্যবাদ 🙂

আমি সুন্দর দেখতে পাছ্ছি। স্কিন সট গুলো নেন কি ভাবে। আসাধারন টিউন ধন্যবাদ।

ভাই আপনি একটা জটিল জিনিস, বুঝা যায়, সফটওয়ার গুলোর পিছনে অনেক সময় ব্যয় করেন,আমার নিজের ও খুব ইচ্ছে হয়, কিন্তু সময় হয়ে উঠে না.., চালিয়ে যান, অনেক ধন্যবাদ আপনাকে, শুভ কামনা রইল……….

Level 0

Hmmm ata amar Nokia X6 (C6 CFW) a deoa ase.Thanks for tune

nice one ! thank you

Level 0

সাইফুল ভাই টিউন টা জোস।অনেক উপকার করলেন ভাইয়া…অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅনেক ধন্যবাদ।

খুব সুন্দর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এই কিবোর্ডগুলো দেখতে পারেন এগুলোও মোটামুটি ভালো।

http://gallery.mobile9.com/c/nokia-5233-softwares_2932/1/?kw=keyboard

http://gallery.mobile9.com/f/1737953/

ধারুন জিনিস শেয়ার করলা,
তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তোমার কাছ থেকে আমি আমার মোবাইলের অনেক সফট পেয়েছি তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ।

    ধন্যবাদ আতাউর ভাইয়া।
    আপনার কাছ থেকে আমি আমার প্রায় প্রতিটি টিউনের মন্তব্য পেয়েছি তাই আপনারও কাছে আমিও কৃতজ্ঞ।

Level 2

ইনস্টল করলাম, আনইনস্টল করা দরকার, হচ্ছে না, কিভাবে করব?

    কেন হবেনা ভাইয়া। যেভাবে আনইন্সটল করতে হয় সেভাবে করলেই তো আনইন্সটল হয়ে যায়। আপনি কি আনইন্সটল করার আগে সেটটিকে একবার অফ/অন করে নিয়েছিলেন?

Level 2

অফ/অন করে নিয়েছি, হ্য় না !

আপনাকে অশেষ ধন্যবাদ সাইফুল ভাই……