বর্তমান সময়ে এত এত অ্যাপস আর তার বাহারি বৈশিষ্ট্য যে কোনটা রেখে কোনটা ব্যবহার করি সেটি নিয়েই দ্বন্দ্বে পড়ে যাই। কিন্তু কিছু অ্যাপস আছে যা সবথেকে আলাদা ও আপনার ফোন ও বাস্তব জীবনকে আরো সহজবোধ্য করে তুলবে। যা ব্যবহার না করলেই নয় যেন।
হ্যালো টেকলাভাররা কেমন আছেন সবাই? বহুদিন পর আমি আবারও নতুন কিছু নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি।
স্মার্টফোনকে ঘিরেই প্রযুক্তি বাজারে অবমুক্ত হচ্ছে নতুন নতুন সব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য রয়েছে অনেকগুলো স্টোর, এর মধ্যে গুগলের প্লে স্টোর অত্যন্ত জনপ্রিয় অবস্থানে রয়েছে। প্লে স্টোরে অবমুক্ত হওয়া দারুণ কিছু অ্যাপ নিয়েই আজকের এই লেখাটি।
স্মার্টফোনগুলোতে ডাটা বা এমবি কিংবা ওয়াই-ফাই-কে কেন্দ্র করে কাজ করে এমন শ’খানেক অ্যাপ পাওয়া যাবে প্লে স্টোরে। এমনি একটি অ্যাপ হলো এই ডাটালি, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ডেভেলপার গুগল নিজেই। আমাদের সবারই একটা সমস্যা মোবাইলের ডাটা বা এমবি নিজের অজান্তেই শেষ হতেই ফোনে থাকা মূল ব্যালেন্সের সব টাকা উধাও। আর ব্যবহারকারীর এই সমস্যা সমাধান করতেই গুগল এই অ্যাপটি ডেভেলাপ করেছে।
অ্যাপটির প্রধান কাজ হলো ফোনের ডাটা বা এমবি ব্যবহারকে নিয়ন্ত্রণ করা এবং আশে পাশের আপনার ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কে সরাসরি আপনাকে যুক্ত করা। এর সাহায্যে আপনি দৈনিক বা মাসিক নির্দিষ্ট পরিমাণ ডাটা বা এমবি লিমিট তৈরি করে রাখতে পারবেন। মোবাইল কোম্পানিগুলোর ডাটা বা এমবি প্যাক শেষ হবার সঙ্গে সঙ্গে মূল ব্যালেন্সের টাকা কাটতে শুরু করে। এই সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে এই Datally।
এছাড়াও আপনার স্মার্টফোনে ইন্সটলকৃত কোন অ্যাপগুলোর ডাটা বা এমবি ব্যবহার করতে বন্ধ বা চালু করতে পারবনে। দেখা গেলো, আপনি কেবলমাত্র মেসেঞ্জার ব্যবহার করতে দশ মেগাবাইট ডাটা প্যাক কিনলেন, কিন্তু স্মার্টফোনের বাকি সকল অ্যাপ নিমিষেই এই ডাটা প্যাক শেষ করে ফেললো। এই সমস্যা এড়াতে ডাটালির বিকল্প নেই। আর এটি করতে পারবেন একদম কোন রুট পারমিশন ছাড়াই।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
হয়ত ধরুন আপনি নতুন কোন অচেনা জায়গায় বেড়াতে গিয়েছেন। একটু অসাবধান হলেই আপনার সাথে ঘটে যেতে পারে অনেক অনাকাংখিত ঘটনা। আর এমন বিপদে সবচেয়ে বড় যে সমস্যা হয় তা হলো আপনার ফোন থাকতেও কাউকে জানাতে না পারা। আর সেটি মাথায় রেখেই গুগুল আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আর সেটি হলো, আপনি একটি অ্যাপস ইন্সটলের মাধ্যমে আপনার পূর্ব নির্ধারিত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বন্ধুকে বর্তমান ও পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত আপনার বর্তমান অবস্থান জানাতে পারা। তাই দেরী না করে ইন্সটল করে নিন এই কার্যকরী অ্যাপসটি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যদি অ্যাপসটি আনইন্সটল বা বন্ধও থাকে তবুও কাজ করে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ফাইল ম্যানেজমেন্টের জন্য প্লে স্টোরে File Manager অ্যাপের অভাব নেই। তবে স্মার্টফোনে প্রাথমিকভাবে থাকা ফাইল ম্যানেজার ব্যবহারেই মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আর এই ফাইল ম্যানেজারে তেমন কোন প্রযুক্তিগত উন্নয়ন আসেনি। আর তাই আপনি হয়ত থার্ড পার্টি অ্যাপস ব্যবহারে অভ্যস্ত যা আপনার চাহিদার কথা মাথায় রেখে আপনাকে পরিপূর্ণ ব্যবহারে আনন্দ দেয়নি। আমরা ফাইল শেয়ারিং এর জন্য সর্বাধিক ব্যবহৃত Share It অ্যাপসটিই ব্যবহার করি। এর গতি প্রতি সেকেন্ডে ১৫/২০ মেগাবােইট। কিন্তু গুগল এমন একটি ফাইল ম্যানেজার নিয়ে এসেছে যা দিয়ে আপনি প্রতি সেকেন্ডে ১১৫/১২৫ মেগাবাইট গতিতে ফাইল আদান-প্রদানে সক্ষম। চলতি মাসের শুরুর দিকে এই অ্যাপটির বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছিলো, তবে বর্তমানে স্থায়ী ভার্সন উন্মুক্ত করা হয়েছে। আরো সাথে রয়েছে অনেক নজর কারা বৈশিষ্ট্য। অ্যাপসটির নাম Files Go
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এসএমএস করার জন্য স্মার্টফোনের ডিফল্ট অ্যাপটিকেই সবাই ব্যবহার করে থাকে, দ্বিতীয় আর কোনো অ্যাপ ব্যবহারের কথা খুব একটা ভাবে না কেউ। তবে On Second Thought SMS অ্যাপটি খানিকটা ভিন্ন ধারার, এর একটি বিশেষ বৈশিষ্ট্য একে ভিন্ন করে তুলেছে। মাঝে মাঝেই দেখা যায় যে, ম্যাসেজ সেন্ড করে দেবার পর মনে হয় কিছু পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু তা আর সম্ভব হয় না, কেননা মুহূর্তের মাঝেই পৌঁছে গেছে ম্যাসেজটি। এই জটিলতা থেকে মুক্তি দেবার উপায় নিয়ে এসেছে অ্যাপটি। ম্যাসেজ লিখে সেন্ড বোতাম চাপার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি চাইলে সেটি ক্যান্সেল করে দিতে পারবেন, পরিবর্তন-পরিবর্ধন করে নিতে পারবেন আপনার ম্যাসেজটি।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
একাধিক ব্লগ পরে অনুপ্রাণিত হয়ে নিজের মত করে লিখা হয়েছে। সবার কেমন লাগল জানাবেন। কোন সমস্যা হলে টিউমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। আশা করি আগামীতে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। সবাইকে আল্লাহ্ হাফেজ।
আমি আছি- ফেইসবুকে
আমি কামরান পারভেজ ইভান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক নিয়ে আগ্রহ অনেক ৷ নতুন নতুন টেকটিউন জানতে এবং জানাতে ভালবাসি
মানসম্মত টিউন করেছেন, ধন্যবাদ।