প্রথমে আমার সালাম নেবেন।
আশা করি ভালো আছেন।
কারণ আমাদের সাথে থাকলে সবাই ভালো থাকে।আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস।
আর কথা বাড়াবোনা কাজের কথায় আসি।
হয়তো অনেকেই হাসবেন এটা ভেবে যে, বর্তমানে এন্ড্রয়েড মোবাইলেরর যোগ আর আমি জাভা নিয়ে টিউনি করছি,
আসলে আমি এখন জাভা মোবাইল ব্যবহার করি, তাই জাভা মোবাইল গোপনীয় বিষয় গুলো বাহির করে আপনাদের মাঝে শেয়ার করতেছি,
আপনার যদি জাভা মোবাইল থাকে আর কোন সফ্টওয়ার এর প্রয়োজন হয় তাহলে টিউমেন্ট করবেন যত টুকু পারি চেস্টা করবো,,
তাহলে চলুন মূল কাজে যায়,,
প্রথমে আপনার Nokia মোবাইলটি হাতে নিন তার নিচের ধাপ গুলো অনুসরণ করুন
1.মোবাইলের Settings এ যান।
2.এখন সিলেক্ট করুন Security
Settings।
3.Security Settings এ
গিয়ে আপনি Security
Level>>>
Phone Security এ দেখতে পাবেন।
4.Security Level এতে থাকবে Phone,
None & Memory এবং
5.আপনি Phone এ Ok করবেন।
আর
Phone Security
তে থাকবে On&Off এবং
6.আপনি On & Ok করে দিন যদি কোন পাসওয়ার্ড চায় তাহলে 12345 দিবেন ননা হলে কীপ্যাড লকে যে পাসওয়ার্ড দেয়া সেটা দিন।
ব্যাস কাজ শেষ।
জাভা User ra একটু কস্ট করে টিউমেন্ট করুন আমি দেখতে চায় এই সাইটে জাভা ইওজার আছেন কিনা থাকলে সামনে আরো জঠিল জঠিল জাভা মোবাইলেরর টিপস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন এবং সব সময় নিত্য নতুন টিপস এবং ট্রিক্সস পেতে Newtips24.us বিসিট করুন।
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
কারো কাছে আমি মহৎ, কারো কাছে আমি তুচ্ছ! যার মানসিকতা যেমন, তার কাছে আমিও তেমন!