আশা করি সবাই ভালোই আছেন । আজ আপনাদেরকে খুবই সহজ কিন্তু পাউয়ারফুল একটি Tricks শেখাবো ।
ভাবুন আপনার ফোনটা না ছুঁয়েই কেউ আপনার ফোন ফরম্যাট করে দিলো । অথবা ফোন লক করে দিলো , বা আপনার সঠিক অবস্থান জেনে নিলো ।
হ্যাঁ, এটা সম্ভব খুবই সহজ পদ্ধতিতে
কি কি লাগবে ?
1. আপনি যার ফোন রিমোটলি access করতে চান তার ফোনে আপনার Google id-টা log in করে দেন ।
2. ইন্টারনেট/ডেটা on থাকা দরকার ।
এই স্টেপগুলো করতে হবে
1. আপনার ফোনে এই লিংকটি ওপেন করুন।
2. এবার আপনাকে আপনার Google id-তে Log in করতে হবে। (যদি log in করাই থাকে তাহলে এই স্টেপটা Skip করুন)
3. এবার আপনাকে সেই সব ডিভাইস দেখাবে যে সব ডিভাইসে আপনার Google id লগ ইন আছে ।
যেমন নিচের Screenshot-এ দেখাচ্ছে যে রেডমি 3s ফোনের নাম show-করছে । কারন এই ডিভাইসে আমার Google id লগইন করা আছে ।
4. এবার আপনি কিছু option দেখতে পাবেন যেমন Play sound,Lock এবং Erase এবার আপনি এই option ব্যবহার করে রিং করাতে পারেন, লক করে দিতে পারেন এবং ফরম্যাট করে দিতে পারেন ।
এই পোষ্টটি সম্পুর্ন ভাবে শিক্ষামুলক উদ্দেশ্য নিয়ে পোষ্ট করলাম। এই পোষ্ট পড়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন । দয়া করে কেউ এটিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না । যদি করে থাকেন তবে সেটা আইনের বিরুদ্ধে যাবে । আমি কোনও রকম বেআইনি কাজ কোনও ভাবেই সমর্থন করি না ।
আমি কৌশিক পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://youtu.be/ooBJjcAyCoQ
আপনি কি 3D তে অঙ্কন করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সবচেয়ে সহজ ভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এক মিনিটেই অঙ্কন করতে পারবেন আপনার ইচ্ছ মতো 3D আ্যাট।এবং পাঠিয়ে দিতে পারবেন আপনার বন্ধুর নিকট। আর অবাক করে দিন আপনার বন্ধুকে।
https://youtu.be/ooBJjcAyCoQ