সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের মাঝে এমন একটা বিষয় শেয়ার করবো তা হয়তে অনেকেই জানেন, আবার আনেকেই জানেন না। এই টিউনটি তাদের জন্য যারা জানেন না।
আমাদের সাধের ফোনটি পানিরোধি যদি না হয়, তাহলে পানিতে ডুবে গেলে,বৃষ্টিতে ভিজে গেলে, মোবাইল ফোনসহ মনের ভুলে গোসল করতে গেলে, এমনি কি চা-কফিও ভূলে মোবাইলে পড়ে যার ফলে ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে আমাদের অনেক যামেলা পোহাতে হয়। শুধু যামেলাই নয় বেশির ভাগ সময় ফোনটি ৮০% ডামেজ হয়ে যায়।
তাই ভয় পাওয়ার কিছু নাই। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে ফোনটি চালু করলেই আবার ফিতে পেতে পারেন আপনার সাধের ফোনটি।
😆 ব্যাটারি পরীক্ষা করুন :
পানিতে ভিজে গেলে ফোন চালু না করে সবার আগে মোবাইলের ব্যাটারি খুলে ভালো ভাবে পরীক্ষা করুন যে, ব্যাটারিতে পানি লেগেছে কি না। ব্যাটারিতে সাদা রঙ্গের স্টিকার থাকে আর্দ্রতা পেলে তা লাল ও গোলাপি রং ধারণ করে।
😈 দ্রুত ফোন বন্ধ করুন :
ফোন পানিতে পড়ে গেলে তা খুব দ্রুত বন্ধ করুন। তারপর দ্রুত নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এরপর দ্রুত সিম আর ব্যাটারি খুলে ফেলুন এবং সাবধানে তা শুকাতে দিন। তবে সরাসরি রোদে শুকাবেন না। ফোনটি ভালো ভাবে শুকান।
🙂 লেগে থাকা পানি মুছে ফেলুন :
ফোনের বাহিরে লেগে থাকা পানি মুছতে ব্যবহার করুন টিস্যু পেপার, তোয়ালে ও নরম শুকনা কাপর। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ও শুকাতে পারেন আপনার সাধের মোবাইলটি। তবে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করার আগে জানতে হবে যে, এ যন্ত্রের কাছে ভেজা মোবাইল ধরবেন না। মোবাইল ফোন শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
🙂 চালের মধ্যে ফোনটি রাখুন :
এবার আপনার ফোনটি একটি শুকনো প্লাস্টিকের ব্যাগ বা বাতাস চলাচল করে না এমন কনটেইনারের মধ্যে রাখুন। তারপর পাত্র ভর্তি চালের মেধ্যে ফোনটি ৮ ঘন্টা রেখে দিন। এ সময় ফোন চালু বা ব্যাটারি লাগাবেন না। ৮ ঘন্টা পর ফোনটি রিস্টট দেওয়ার আগে ফোনটি ভালো ভাবে শুকিয়েছে কিনা তা খেয়াল করুন।
সবাই ভালো থাকবেন।
আমার টেকনোলজি সাইট
SUBSCRIBE MY YOUTUBE CHANNEL
আমি মিজান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।