Payza,পেজা অন্যতম অনলাইন পেমেন্ট পদ্ধতি।এখানে পেজা একাউন্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে।
পেজা একাউন্ট তৈরি হয়ে গেল।
পেজা একাউন্ট নম্বর: যে ইমেইল দিয়ে সাইন আপ করবেন সেটি পেজা একাউন্ট নম্বর।
অনেক সময় অনলাইনে কোন সাইটে পেমেন্ট(পন্য ক্রয়,আপগ্রেড,ইনভেস্ট etc) দিতে পেজাতে ডিপোজিট করতে হয়।কেডিট কার্ড(মাস্টার ও ভিসা),ব্যাংক ট্রান্সফার,ব্যাংক ওয়ার ইত্যাদির মাধ্যমে ডিপোজিট করা যায়।কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ থেকে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করা যায় না।আর কেডিট কার্ড কজনেরই বা আছে।তবে কেডিট কার্ড থাকলে খুব সহজেই ডিপোজিট করা যায়।যাই হোক হতাশ হবার কিছুই নেই।বর্তমানে ফেসবুকে অনেক গ্রুপ বা পেজ আছে যেখানে ডলার বেচা কেনা হয়।সেখান থেকে ডলার কিনে নিয়ে ডিপোজিট করতে পারবেন।ফেসবুকে সার্চ দিলেই এ রকম গ্রুপ পাওয়া যাবে।
পেজা থেকে সকল সুবিধা পেতে একাউন্টটি ভেরিফাই করতে হবে।ভেরিফাই করতে-
আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন।
সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন।
ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন।
পনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে।
তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি।
একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :
আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে।
আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে।
আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে।
প্বেইজা কার্ড দিয়ে বুষ্ট করা সহ দেখুন ভিডিও তে
আমি খাদিজা নাজমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।