অ্যান্ড্রয়েড এর বাজারে জনপ্রিয়তা এবং ব্যবহারের দিক থেকে স্যামসংয়ের পরেই হুয়াওয়েই স্থান! আর বর্তমান যুগের হুয়াওয়েই ফ্ল্যাগশীপ ফোনগুলোতে স্ট্যান্ডার্ড এবং প্রো সংস্করণ নামের দুটি করে আলাদা একই ফোনের আলাদা সংস্করণ তারা বাজারে ছেড়ে আসছে। কিন্তু এবার হুয়াওয়েই তাদের নতুন ডিভাইস Huawei Mate 10 এর তিনটি সংস্করণ বাজারে এনেছে। Huawei Mate 10, Huawei Mate 10 Pro এবং উচ্চমূল্যের ডিজাইন সম্পন্ন Huawei Mate 10 Porsche Design!
মূলত এই নতুন হুয়াওয়েই ডিভাইসে রয়েছে অ্যান্ড্রয়েড ৮ (অরিও), কিরিন ৯৭০ প্রসেসর এবং ডিভাইসের নিজিস্ব AI, লেসিকা ব্র্যান্ডের ডুয়েল লেন্স ক্যামেরা এবং ডুয়েল ৪জি এলটিই সীম সার্পোট সহ বিভিন্ন ফিচার রয়েছে এতে।
হুয়াওয়েই মেইট ১০ প্রো একটি বড় সড় ডিভাইস। ৬ ইঞ্চির ডিসপ্লের সাথে প্রায় বেজেলমুক্ত ফিচারের কারণে ডিভাইসটিকে বেশ বড়সড় আকৃতির দেখায়। এই ডিভাইসের স্ক্রিণের ডান এবং বামদিকে বেজেলমুক্ত করে এবং উপরে এবং নিচে অল্প বেজেল দিয়ে সেটটির ডিজাইন করা হয়েছে। হুয়াওয়ে এই ডিজাইনটির নাম দিয়েছে FullView, ডিভাইসটি লম্বায় ১৫৪.২মিমি, চওড়ায় ৭৪.৫মিমি এবং প্রস্থে ৭.৯মিমি আর ডিভাইসটির ওজন ১৭৮ গ্রাম। ডিভাইসটিতে গ্লাসের পরিবর্তে প্লাসস্টিক শেল ব্যবহার করায় গ্রিপের ক্ষেত্রে সুবিধে হলেও ওজনের ক্ষেত্রে বেড়ে গিয়েছে।
হুয়াওয়েই মেইট ১০ প্রো ডিভাইসে রয়েছে IP67 সার্টিফাইড ডাস্ট এবং ওয়াটার প্রুফ সিস্টেম। ডিভাইসটির খারাপ দিক বলতে আমি শুধু ৩.৫মিমি অডিও জ্যাকের কথাটাই বলবো। হুয়াওয়েই এক্ষেত্রে আপনাকে USB-C হেডসেট এবং USB-C-to-3.5mm জ্যাক এডাপ্টার দিবে। কিংবা হেডফোনের ক্ষেত্রে আপনি ওয়্যারলেস হয়ে যেতে পারেন। অন্যদিকে শুধু মেইট ১০ সেটটিতে হেডফোন জ্যাক রয়েছে কিন্তু এটায় IP67 রেটিংটি নেই।
এলজি জি৬ এবং স্যামস্যং গ্যালাক্সি এস৮ ডিভাইসগুলোর মতোই এই হুয়াওয়েই মেইট ১০ প্রো ডিভাইসের ৬ ইঞ্চি স্ক্রিণের Aspect Ratio হচ্ছে ১৮:৯ যা স্মার্টফোনের ক্ষেত্রে প্রায় rare একটি জিনিস। আর বড়সড় ডিভাইস হওয়া সত্বেও ডিভাইসের নিচে অ্যান্ড্রয়েড শর্টকাট বাটনগুলো নেই। তবে sweep up ডিসপ্লে শর্টকাটে এই ফিচারটিকে দিয়ে দেওয়া হয়েছে।
ডিভাইসটির বামদিকে দুটি ৪জি সীম ব্যবহারের সুযোগ রয়েছে। মেইট ১০ প্রো ডিভাইসে এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুযোগ নেই তবে মেইট ১০ ডিভাইসে এই ফিচারটি আপনি পাবেন ২য় সীম কার্ডের ডিভাইসে। তবে হুয়াওয়ের উচিৎ ছিলো ডিভাইসে এক্সটারনাল কার্ড ব্যবহারের ফিচারটি যুক্ত করার। কারণ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ১০৮ জিবি আপনি ব্যবহার করতে পারবেন। আর বাজারে মেমোরী কার্ড তুলনামূলক সস্তা হওয়ায় ডিভাইসে এক্সট্রা মেমোরী যোগ করা তেমন কস্টকর হতো না।
হুয়াওয়েই এই ডিভাইসে Kirin 970 প্রসেসর দিয়েছে, সাথে দিয়েছে ৬ গিগাবাইটের র্যাম। আর ডিভাইসের বিল্ট ইন AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নিয়ে হুয়াওয়ের বাজার মাতানোর লক্ষ্য রয়েছে। ৬ ইঞ্চির ডিসপ্লের ডিভাইসের আপনি পাচ্ছেন ৪০০০mAh পরিমাণের ব্যাটারী লাইফ। যা দিয়ে আপনি সম্পূর্ণ ১দিন কিংবা ২দিনও এক চার্জে ডিভাইসটি চালাতে পারবেন। অন্যদিকে হুয়াওয়েই সুপারচার্জ ক্যাবলের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ডিভাইসটির ৬০% চার্জ আপনি দিয়ে নিতে পারবেন। ডিভাইসে রয়েছে দুটি রেয়ার ক্যামেরা যেখানে আপনি পাচ্ছেন ২০ মেগাপিক্সেলের মনোক্রোম এবং ১২ মেগাপিক্সেলের RGB সেন্সর। দুটিতেই রয়েছে f/1.6 লেন্স। আর অন্যদিকে সামনের ক্যামেরায় পাচ্ছেন f/2.0 লেন্সের ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
হুয়াওয়েই মেইট ১০ প্রো ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৮ অরিও অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের নিজস্ব ওয়ারলে EMUI 8.0 সংস্করণে চলবে। এই সংস্করণের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে স্ক্রিণটি যদি আপনার জন্য বেশি বড় হয়ে যায় তাহলে আপনি ডিভাইসের স্ক্রিণকে ভার্চুয়ালি আপনার ইচ্ছেমতো ছোট করে নিতে পারবেন!
আমি টিউনের শুরুতেই বলেছিলাম এই মেইট ১০ ডিভাইসের তিনটি সংস্করণ বাজারে ছেড়েছে হুয়াওয়েই। নিচে সকল সংস্করণের বিস্তারিত টেকনিক্যাল ডিটেইলস দেওয়া হলো:
ALP-L09 (Single SIM), ALP-L29 (Dual Sim), ALP-AL00 (China)
ডাইমেনশন:
১৫০.৫ x ৭৭.৮ x ৮.২ মিলিমিটার (৫.৯৩ x ৩.০৬ x ০.৩২ ইঞ্চি)
ওজন:
১৮৬ গ্রাম
বিল্ড:
ফ্রন্ট এবং ব্যাক গ্লাস সিস্টেম এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম
সিম:
সিঙ্গেল ন্যানো সীম অথবা হাইব্রিড ডুয়েল ন্যানো সীম।
ডিসপ্লে:
৫.৯ ইঞ্চি, ১৪৪০ x ২৫৬০ পিক্সেল, ১৬:৯ রেশিও (৪৯৯ ppi ডেনসিটি), কর্নিং গরিলা গ্লাস
প্লাটফর্ম:
অ্যান্ড্রয়েড ৮.০ (অরিও),
প্রসেসর চিটসেট:
Hisilicon Kirin 970
সিপিইউ:
অক্টাকোর (৪ x ২.৪ GHz Cortex-A73 এবং ৪ x ১.৮ GHz Cortex-A53)
জিপিইউ:
Mali-G72 MP12
মেমোরী:
মাইক্রো এসডি কার্ড শ্লট, সীম ২ শ্লটে ব্যবহারযোগ্য
ইন্টারনাল ৬৪ জিবি মেমোরী।
র্যাম:
৪ গিগাবাইট
ক্যামেরা:
ডুয়েল লেন্স ব্যাক ক্যামেরা ২০ মেগা এবং ১২ মেগাপিক্সেল, f/1.6
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, f/2.0
ব্যাটারী:
নন রিমুভেবল Li-Po 4000 mAh
হেডফোন জ্যাক:
3.5mm
সংস্করণ:
BLA-L09 (Single SIM), BLA-L29 (Dual SIM), BLA-AL00 (China)
ডাইমেনশন:
১৫৪.২ x ৭৪.৫ x ৭.৯ মিলিমিটার (৬.০৭ x ২.৯৩ x ০.৩১ ইঞ্চি)
ওজন:
১৭৮ গ্রাম
বিল্ড:
ফ্রন্ট এবং ব্যাক গ্লাস সিস্টেম এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম
সিম:
সিঙ্গেল ন্যানো সীম অথবা হাইব্রিড ডুয়েল ন্যানো সীম।
ডিসপ্লে:
৬.০ ইঞ্চি, ১০৮০ x ২১৬০ পিক্সেল, ১৮:৯ রেশিও (৪০২ ppi ডেনসিটি), কর্নিং গরিলা গ্লাস
প্লাটফর্ম:
অ্যান্ড্রয়েড ৮.০ (অরিও),
প্রসেসর চিটসেট:
Hisilicon Kirin 970
সিপিইউ:
অক্টাকোর (৪ x ২.৪ GHz Cortex-A73 এবং ৪ x ১.৮ GHz Cortex-A53)
জিপিইউ:
Mali-G72 MP12
মেমোরী:
ইন্টারনাল ৬৪ জিবি, ১২৯ জিবি মেমোরী।
র্যাম:
৪ গিগাবাইট, ৬ গিগাবাইট
ক্যামেরা:
ডুয়েল লেন্স ব্যাক ক্যামেরা ২০ মেগা এবং ১২ মেগাপিক্সেল, f/1.6
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, f/2.0
ব্যাটারী:
নন রিমুভেবল Li-Po 4000 mAh
হেডফোন জ্যাক:
USB-C
ডাইমেনশন:
১৫৪.২ x ৭৪.৫ x ৭.৯ মিলিমিটার (৬.০৭ x ২.৯৩ x ০.৩১ ইঞ্চি)
ওজন:
১৭৮ গ্রাম
বিল্ড:
ফ্রন্ট এবং ব্যাক গ্লাস সিস্টেম এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম
সিম:
হাইব্রিড ডুয়েল ন্যানো সীম, ডুয়াল স্ট্যান্ড-বাই
ডিসপ্লে:
৬.০ ইঞ্চি, ১০৮০ x ২১৬০ পিক্সেল, ১৮:৯ রেশিও (৪০২ ppi ডেনসিটি), কর্নিং গরিলা গ্লাস
প্লাটফর্ম:
অ্যান্ড্রয়েড ৮.০ (অরিও),
প্রসেসর চিটসেট:
Hisilicon Kirin 970
সিপিইউ:
অক্টাকোর (৪ x ২.৪ GHz Cortex-A73 এবং ৪ x ১.৮ GHz Cortex-A53)
জিপিইউ:
Mali-G72 MP12
মেমোরী:
ইন্টারনাল ২৫৬ জিবি মেমোরী।
র্যাম:
৬ গিগাবাইট
ক্যামেরা:
ডুয়েল লেন্স ব্যাক ক্যামেরা ২০ মেগা এবং ১২ মেগাপিক্সেল, f/1.6
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, f/2.0
ব্যাটারী:
নন রিমুভেবল Li-Po 4000 mAh
হেডফোন জ্যাক:
USB-C
টিউনের শেষে এসে আমি বলতে পারি যে, ২০১৭ সালের ফ্ল্যাগশীপ অনুযায়ী হুয়াওয়েই মেইট ১০ প্রো ডিভাইসটি মোটামুটি বাজারে চলার মতো করে বানানো হয়েছে। তবে এবারের ডিজাইনেও হুয়াওয়েই ওয়্যারলেস চার্জিং ফিচারটি দেয় নি এবং একই সাথে এর সিগনেচার ডিজাইন মোড মেটাল ডিজাইন থেকে ফিরে এসে ডিভাইসের পেছনের দিকটা গ্লাসের এলুমিনিয়াম দিয়ে বানিয়েছে।
অন্যদিকে মেইট ১০ প্রো ডিভাইসে রয়েছে OLED স্ক্রিণ এবং ১৮:৯ ডিসপ্লে রেশিও এবং এটি HDR10 প্রযুক্তিটি সার্পোট করবে। আর মেইট ১০ ডিভাইসের রয়েছে IPS LCD ডিসপ্লে প্যানেল্ বেং ১৬:৯ ডিসপ্লে রেশিও।
আর সবার শেষে আসি দাম দিয়ে। যেহেতু এই সিরিজের ডিভাইস রয়েছে ৩টি তাই এখানে তিন ধরনের দাম রয়েছে। আপনার সাধ্যের মধ্যে পছন্দের ডিজাইনটি বেছে নিতে পারেন আপনি।
নরমাল হুয়াওয়েই মেইট ১০ পাওয়া যাবে ব্রাউন, গোল্ড, ব্ল্যাক এবং পিংক গোল্ড কালারে এবং এটার দাম পড়বে ৬৯৯ ইউরো বা ৮২৫ মার্কিন ডলার যেটা বাংলাদেশে আপনি ৭০ হাজার টাকায় পেতে পারেন।
হুয়াওয়েই মেইট ১০ প্রো সংস্করণটি পাওয়া যাবে ব্লু, গ্রে, ব্রাউন এবং পিংক গোল্ড কালারে এবং এটার দাম পড়বে ৭৯৯ ইউরো বা ৯৪৫ মার্কিন ডলার যেটা বাংলাদেশে আপনি ৮০ হাজার টাকায় পেতে পারেন।
আর Huawei Mate 10 Porsche Design সংষ্করণটি একটিই কালারে পাবেন সেটি হলো ডায়মন্ড ব্ল্যাক আর এটার দাম পড়বে প্রায় ১৩৯৫ ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকার মতো।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!