আগের টিউন গুলোতে জানিয়েছিলাম ভাঁজ করা যাবে এমন স্মার্টফোন Galaxy Note X নিয়ে। আর আজকে জানাবো নোকিয়ার স্মার্টফোন নিয়ে।
নোকিয়া ফ্যানদের চমকে দিতে নোকিয়া আবারো বাজারে নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি ফ্ল্যাগশীপ স্মার্টফোন। এই ফোনটির মডেল হবে Nokia 9. শুরু থেকেই এই স্মার্টফোনের নাম শোনা যাচ্ছিলো, এমনি নোকিয়া এইটের আগেও নোকিয়া নাইনের কথা শোনা যাচ্ছিলো। এবার নোকিয়া ফাইনালি বহুল আলোচিত এই ট্রু ফ্ল্যাগশীপ স্মার্টফোন রিলিজ করতে পারে। বিভিন্ন লিক থেকে অসাধারন অনেক ফিচার জানা যাচ্ছে এর ব্যাপারে, আজকের টিউনে আপনাদের জানাবো নোকিয়া নাইনের সেসব অসাধারন ফিচার নিয়ে।
১. ডিসপ্লে
ডিসপ্লে সেকশনে নোকিয়া এবার ৫.৫" বা ৫.৭" স্ক্রিন ব্যবহার করতে পারে। এটিতে গ্যালাক্সি স্মার্টফোন গুলোর মত বাঁকানো ডিসপ্লে ব্যবহার করা হবে। উপরে এবং নিচে বেজেল হবে অনেক কম।
২. ক্যামেরা
অনেক লিক থেকে জানা যাচ্ছে নোকিয়া এখানে ২২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ব্যবহার করবে। আর ফ্রন্টে থাকবে ১৩ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। আর নোকিয়া এইটের মতই আপনি এখানে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা একসাথে ইউজ করতে পারবেন।
৩. প্রসেসর
নোকিয়ার এই ফোনে দেখা মিলতে পারে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। তবে শেষ মুহুর্তে হয়ত স্ন্যাপড্রাগন ৮৩৫ও দিতে পারে।
৪. র্যাম
নোকিয়া এখানে রাখতে পারে ৬ জিবি এবং ৮ জিবি এমন দুটি র্যামের অপশন।
৫. সেনসর
অন্যসব সেনসরের পাশাপাশি এতে থাকতে পারে আইরিশ স্ক্যানার, সেই সাথে পেছনে থাকবে ফিংগার প্রিন্ট সেন্সর।
৬. ব্যাটারি
এটিতে ব্যবহার হতে পারে ৩৮০০ থেকে ৪৫০০ mph ব্যাটারি।
অন্যসব স্মার্টফোনের দেখাদেখি নোকিয়া তাদের এই স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক সরিয়ে ফেলেছে 🙁
তবে এটার সুবিধা হল ফোনটি আরো বেশি ওয়াটার প্রুফ এবং ডাস্টপ্রুফ হবে। ধারনা করা হচ্ছে এটি আইপি ৬৮ রেটিং পেতে পারে।
নোকিয়া নাইনের লেটেস্ট সব লিক হওয়া নিউজ, ফটো এবং ভিডিওর সমন্বয়ে তৈরি করেছি ৩ মিনিটের ছোট্ট এই ভিডিওটি। ভিডিওতে আরো বিস্তারিত অাছে নোকিয়া নাইনের ব্যাপারে।
ভিডিও লিংক : https://youtu.be/FlL1sWhjZxc
সবাইকে ধন্যবাদ 🙂
আমি ফাহিম আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযুক্তি সম্পর্কে জানতে ও লিখতে পছন্দ করি।