আপনার টাচ (Touch) মোবাইলের (Symbian OS v9.4, Series 60 rel. 5) ডিসপ্লেকে (360 x 640 pixels) পরিণত করুন 640 x 360 pixels -এ

আজকে আমি আপনারদেরকে শুধুমাত্র Symbian OS v9.4, Series 60 rel. 5 -এর সেটগুলোর ডিসপ্লেকে ল্যান্ডস্কেপে পরিণত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। এইরকম একটা অপশন টা সেটের মধ্যে দেয়াই আছে। কিন্তু সেই অপশনটা স্থায়ী না অর্থাৎ আপনি যখন সেটটিকে ল্যান্ডস্কিপ করবেন তখন ল্যান্ডস্কিপ হবে আর যখন পোর্টরেইট করবেন তখন পোর্টরেইট হবে। আর এই সফট্ওয়ারটির সাহায্যে আপনি সেটটিকে সবসময়ের জন্য ল্যান্ডস্কিপ (640 x 360 pixels) থাকবে। আপনি চাইলে আবার পোর্টরেইটও  (360 x 640 pixels) করতে পারবেন।

তাহলে প্রথমেই সফট্ওয়ারটি ডাউনলোড করুন নিচের লিংকটি থেকেঃ

http://www.mediafire.com/download.php?2ohzsl4zsaoslut

আর হ্যা ইন্সটল করার আগে অবশ্যই সাইন করে নিতে হবে।

আসুন তাহলে জানা যাক সফট্ওয়ারটির ব্যবহারঃ

সফট্ওয়ারটি আপনার সেটে ইন্সটল করে চালু করুন।

উপরের মত একটি স্কিনশর্ট প্রদর্শিত হবে এবং তাতে “Settings” এ ক্লিক করুন।

এবার আপনার সেটটিকে ঘুরিয়ে মানে আড়াআড়ি (ল্যান্ডস্কেপ) করে নিন।

তারপর “Rotation Mode” এ ক্লিক করুন। এবং “Custom List” এ ক্লিক করে “Ok” করুন।

এরপর "Settings" থেকে "Back" করুন।

এবং সবশেষে “Exit” এ ক্লিক করুন।

**********************************************************************************************

ব্যাস এবার আপনার মোবাইলকে কেমন মনে হচ্ছে??? কি N9? নাকি C6 ??? 😀

এখন আপনি মোবাইলটিকে পোর্টরেইট করলেও পোর্টরেইট হবে না। 🙂

উপভোগ করুন।

**********************************************************************************************

ও হ্যা বলাই তো হয়নি যে আবার কিভাবে পোর্টরেইট অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাবেন 🙁

আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তেমন কিছুই করতে হবে না। শুধু যেভাবে ল্যান্ডস্কিপ করলেন সেভাবেই পোর্টরেট করুন। তবুও আমি দেখাচ্ছি কিভাবে আবার পোর্টরেইট করবেন।

সফট্ওয়ারটি চালু করুন

তারপর "Settings" এ ক্লিক করুন।

এবার "Rotation Mode" এ ক্লিক করুন।

এখন "Full Auto-Rotation" এ ক্লিক করে "Ok" করুন। তারপর আপনার সেটটিকে পোর্টরেইট করে নিন।

এবার "Back" করুন এবং "Exit" করুন।

ব্যাস আশা করি সব ঠিকঠাকমত বুঝাতে পেরেছি।

*******************************************************

আমার করার সবগুলো টিউন দেখতে  "আমার টিউনার পাতা" তে ক্লিক করতে পারেন।

এবং আমার পরবর্তী লেখা গুলি আপনার ই-মেইল-এ পেতে "আমার টিউন আর.এস.এস" এ সাবস্কাইব করতে পারেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzboy

*******************************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেন জানি ভাল লাগল । ধন্যবাদ ।

thanks

কাজে লাগবে… 😀

    হুমম, কাজের লাগার জন্যই তো দেওয়া।
    ধন্যবাদ রাকিব ভাইয়া।

টিউনটি খুব সুন্দর এবং ভাল লাগল।

ভালো তবে ব্যাটারি কিলার। চার্জ অন্তত ২ ঘন্টা কম থাকবে এটা ব্যবহার করলে। আর আপনাকে ধন্যবাদ।
http://nokia-hack.blogspot.com এই সাইট এ নকিয়া হ্যাকিং এর সকল তথ্য রয়েছে।

    সম্ভবত আপনার ব্যাট্যারির চার্জের ধারণক্ষমতা কমে গেছে। তাই আপনার গবেষণায় ২ঘণ্টা চার্জ কম পেয়েছেন। আমার সেটের চার্জতো ঠিকই থাকে। আপনাকেও ধন্যবাদ।
    আর হ্যা এইভাবে মন্তব্যের মাধ্যমে স্পামিং না করে আপনার ওয়েবসাইট নিয়ে একটা টিউন করলেই পারেন।

Level New

nice post

আমার টাচ স্ক্রিন মোবাইল নেই… 🙁

    সবুর করো
    সবুরে Touch Screen মোবাইল ফলে।

    বাহ বাহ, তাই নাকি? তাহলে তো ভালই হয়, সবুর করতে থাকি, হাতে অটোমেটিক এসে পড়বে টাচ স্ক্রিন… 😆

হুমমমম। ভাইয়া ভালোই লিখেছ। মাঝে মাঝে হারিয়ে যাচ্ছ কেন? তোমার নিয়মিত টিউন আশা করছি। আর নোকিয়া সেট হ্যাকিং নিয়ে বিস্তারিত একটা টিউন যদি করতে পার তবে ভালো হয়। তোমার লিখার হাত ভালো। সবাই সহজেই বুঝতে পারে।

    ধন্যবাদ। মাঝে মাঝে অনিচ্ছাকৃত হারিয়ে যেতেই হয়। কারণ টিউন করার ব্যান্ডউইথ এর খরচটা কোথায় থেকে যোগাড় করব?। তবুও চেষ্টা করি নিয়মিত টিউন করার। নোকিয়া সেট হ্যাকিং নিয়ে বিস্তারিত একটা টিউন করাই আছে। আমার করা সবগুলো টিউন খুজে দেখবেন।

কেন জানি ভাল লাগল । ধন্যবাদ ।

সুন্দর জিনিস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    অনেকদিন পর আপনার দেখা পেলাম।
    কিন্তু আপনার এভাটার কই??
    ধন্যবাদ।

আমারটা টাচ না! কিন্তু সংগ্রহে রাখলাম। পরে কাজে দিবে ইনশাআল্লাহ্‌ 😀

dhonnobad

Level 2

valoe lage asob boot screen.mobile9 theke onek download korsi