টেকনলজির উন্নতির সঙ্গে সঙ্গে স্মার্টফোনও প্রতদিন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6GB’র DDR4 র্যামও থাকছে। যা এই সময় অনেক ল্যাপটপে থাকা র্যামের থেকেও বেশি ভাল। আপনার বাড়িতে যে টিভি আছে তার ডিসপ্লে 1080 পিক্সালের হয় আর সেখানে টপ ক্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিসপ্লে 2K রেজিলিউশনের সঙ্গে পাওয়া যায়
Apple iPhone 7 Plus যতই iPhone 6s Plus এর মতন দেখতে হোকনা কেন, এই আইফোনটিতে দুটি প্রধান ফিচার্স অ্যাড করা হয়েছে। একটি এর ডুয়াল ক্যামেরা সেটআপ যা খুব ভাল ছবি তোলে। আর এই ডিভাইসে অ্যাপেল A10 চিপও আছে। এই চিপটি খুব দ্রুততার সঙ্গে কাজ করে। এিটি ডাস্ট আর ওয়াটার প্রুফও। এই ডিভাইসে 5.5-ইঞ্চির ডিসপ্লে আর 3GB র্যাম দেওয়া হয়েছে। এটি 32/128/256GB স্টোরেজ আর 12+12MP ডুয়াল রেয়ার ক্যামেরা আর 7MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর ব্যাটারি 2900mAh এর।
শেষ অব্দি গুগল এমন একটি ফোন নিয়ে এল যা বাজারে তাদের জন্য ভাল প্রমানিত হতে পেরেছে। এই ফোনের ডিজাইন রর সবকিছুই গুগল নিজে বানিয়েছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এটি বাজারে উপস্থিত সব থেকে ভাল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এতে 2K ডিসপ্লে আছে। গুগল এই ফোনে খুব ভাল ক্যামেরা দিয়েছে এই ফোনটির ডিসপ্লে 5.5-ইঞ্চির। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার, 4GB র্যাম, 32/128GB স্টোরেজ, 12.3MP, 8MP ক্যামেরা, 3450mAh এর ব্যাটারি আছে।
Samsung Galaxy S8 দেখতে খুবই ভাল। এতে Exynos 8895 চিপস্টেকও দেওয়া হয়েছে যা একে খুব ফাস্ট বানিয়েছে। এই ফোনটিতে 18.5:9 ইউনিটের অ্যাস্পেক্ট রেশিও আছে যা এই ফোনটি কে কমপ্যাক্ট বানায়। এর ক্যামেরা খুব ভাল, এটি iPhone 7 Plus এর থেকে বেশি ভাল। এতে 5.8-ইঞ্চির ডিসপ্লে, Exynos 8895, 4GB র্যাম, 64GB স্টোরেজ, 12MP, 8MP’র ক্যামেরা, 3000mAh এর ব্যাটারি আছে এবং এতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে।
আপনি যদি বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন তবে এটি আপনার উপযুক্ত ফোন। এই ফোনটিতে 6.2-ইঞ্চির ডিসপ্লে আছে যা QHD রেজিলিউশন যুক্ত এতে Exynos 8895 প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4/6GB র্যাম, 64/128GB ইন্টারনাল স্টোরেজ 12MP, 8MP, 3500mAh ব্যাটারির মতন ফিচার্স আছে।
Apple iPhone 7 এ ডুয়াল রেয়ার ক্যামেরা নেই, তাও এই ফোনটির ক্যামেরা বাজারে উপস্থিত অন্যান্য অনেক ফোনের থেকে ভাল। এতে অ্যাপেল A10 চিপস্টেক আছে। এতে 2GB র্যাম, 32/128GB স্টোরেজ, 12MP, 7MP ক্যামেরা আর 1960mAh এর ব্যাটারি আছে। এটি iOS 10.1 এ কাজ করে।
এটি একটি ফাংশানাল স্মার্টফোন। এটি স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আর 4GB র্যাম যুক্ত। এটি 5.8-ইঞ্চির ডিসপ্লে যুক্ত, এতে 4GB র্যাম আছে এর স্টোরেজ 64GB এতে একটি 3300mAh এর ব্যাটারি আছে।
এই ফোনটিতে 5.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি 1440 পিক্সাল রেজিলিউশন যুক্ত। এই ফোনটিতে Exynos 8890 প্রসেসার আছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 32GB’র। এতে 12MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 3600mAh এর ব্যাটারি আছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
সোনির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 960fps এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যায়। এর ডিজাইন খুব ভাল। এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে। এই ফোনটিতে 19MP’র ক্যামেরা আছে আর এর ডিসপ্লে 5.2-ইঞ্চির, এতে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 2900mAh এর ব্যাটারি আছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 তে কাজ করে।
এটি একটি সস্তায় ভাল ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে 5.5-ইঞ্চির ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন প্রসেসার, 6GB র্যাম, 64GB/128GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এটি 16MP’র রেয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা আছে। এর ব্যাটারি 3400mAh এর। এটি অ্যান্ড্রয়েড 7.0 অ্যাড্রিনো নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
এটি একটি মোটোরোলার স্মার্টফোন। এর ডিসপ্লে 5.5-ইঞ্চির। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আর 4GB র্যাম আছে। এটির ইন্টারনাল স্টোরেজ 64GB’র। এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনের ব্যাটারি 2600mAh এর।এটি একটি মোটোরোলার স্মার্টফোন। এর ডিসপ্লে 5.5-ইঞ্চির। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আর 4GB র্যাম আছে। এটির ইন্টারনাল স্টোরেজ 64GB’র। এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনের ব্যাটারি 2600mAh এর।
আমি আসাদুজ্জামান রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।