নতুন সাজে বাজারে আসল সিম্ফোনির নতুন সেট i10+। এর আগে বাজারে খুব সুনাম কুড়াতে সক্ষম হয়েছে i10। i10 নিয়ে ব্যবহারকারীদের মধ্যেও কখনো অভিযোগ ছিল না। কারন একদিকে তার ক্যামেরা অন্যদিকে তার ব্যাটারি ব্যাকআপ। কোনটাই অাপত্তি করার মত ছিল না। তবে সেটটি সামান্য একটু মোটা ছিল। মোটা বলতে সেটটির ডাইমেনশন ছিল 10mm।
কিন্তু নতুন রূপে সাজিয়ে সিম্ফোনি i10 কে আপডেট করে তৈরি করল i10+।
ব্ল্যাক, গোল্ড এবং গ্রে এই তিন কালারের সেট আপনি বাজারে পাবেন।
নিচে ভিডিওটি প্রয়োজনে দেখতে পারেন..
পরামর্শ- ডিসপ্লে সামান্য বড় মনে হলেও সেট ব্যবহার করে আ্ররাম পাবেন মনে করছি।
আমি জিয়াউল ইরফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার কিছু নেই। নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী।
প্রথমেই দামটা বলে দিবেন।