সিম্ফোনির নতুন স্মার্টফোন i10 প্লাস

নতুন সাজে বাজারে আসল সিম্ফোনির নতুন সেট i10+। এর আগে বাজারে খুব সুনাম কুড়াতে সক্ষম হয়েছে i10। i10 নিয়ে ব্যবহারকারীদের মধ্যেও কখনো অভিযোগ ছিল না। কারন একদিকে তার ক্যামেরা অন্যদিকে তার ব্যাটারি ব্যাকআপ। কোনটাই অাপত্তি করার মত ছিল না। তবে সেটটি সামান্য একটু মোটা ছিল। মোটা বলতে সেটটির ডাইমেনশন ছিল 10mm।
কিন্তু নতুন রূপে সাজিয়ে সিম্ফোনি i10 কে আপডেট করে তৈরি করল i10+।

  • সেটটি পাতলা হবে আগের তুলনায়।
  • অর্থাৎ এর ডাইমেনশন হবে 8.6 mm।
  • এন্ড্রয়েড নৌগাত ৭.০ ভার্সনের ডিভাইসটিতে থাকছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • এবং ৫.২ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে।
  • সামনে এবং পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
  • পাশাপাশি ডুয়াল ফ্ল্যাশের ব্যবস্থা রাখা হয়েছে।
  • ডিভাইসটিতে ১ জিবি ডিডিআর থ্রি র্যাম ব্যবহার করা হয়েছে।
  • সেটের সাথে থাকছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • এসডি কার্ড সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
  • ব্যাটারি দেয়া হয়েছে ২৫০০ এম্পিয়ারের।
  • মজার ব্যাপার হল OTG এবং One Touch সেলফি সুবিধা রয়েছে।
  • সেন্সর থাকছে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর।

ব্ল্যাক, গোল্ড এবং গ্রে এই তিন কালারের সেট আপনি বাজারে পাবেন।
নিচে ভিডিওটি প্রয়োজনে দেখতে পারেন..

পরামর্শ- ডিসপ্লে সামান্য বড় মনে হলেও সেট ব্যবহার করে আ্ররাম পাবেন মনে করছি।

Level New

আমি জিয়াউল ইরফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার কিছু নেই। নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথমেই দামটা বলে দিবেন।