জি ভাইয়েরা আমি আজ আপনাদের সিমবিয়ান মোবাইলের ফন্ট পরিবর্তন করা শিখাবো।(জাভা সেট ব্যবহারকারীরা শেষের কিছু লেখা পরে নিন) কাজটা মোটেই কঠিন নয় কেবল প্রচেষ্টার ব্যাপার। আর একটা জিনিস, ভয় পাওয়া চলবে না। আমরা সাধারনত অতি সামান্যতেই মোবাইল নষ্ট হওয়ার ভয়ে থাকি। এটা মোটেই উচিত নয়। আমার সেট হাত থেকে পড়ে গেলে আমি মোটেই বিচলিত হই না।কারন সকল সমস্যারই সমাধান আছে। আপনাদেরও বিচলিত হওয়া উচিত নয়।
আমরা যখন নকিয়ার নিজস্ব সেট কিনি তখন আমরা আমাদের সেটে একটি নির্দিষ্ট ফন্ট দেখতে পাই যাকে নকিয়ার ডিফল্ট ফন্ট বলা চলে। আমরা এই ফন্ট জাভা সেট ও সিমবিয়ান সেট উভয়েই দেখতে পাই।বাংলালিংক বলেছে “দিন বদলের সময় এসেছে” আর আমি বলছি “মোবাইলের ফন্ট বদলের সময় এসেছে”। কেননা আপনার সেটের ফন্টটা পরিবর্তন করে একটু ভিন্ন অভিগ্যতা অর্জন করুন!! আমরা তো আমাদের সেটকে একটু নতুন ভাবে দেখার জন্য প্রতিনিয়তই কত থিম পরিবর্তন করি আজ না হয় ফন্টই পাল্টে দিলাম!!
তো আর অপেক্ষা কেন? শুরু করা যাক। আমি আপনাদের ফন্ট পরিবর্তনের মোট তিনটি পৃথক পৃথক প্রক্রিয়া ছবিসহ বিস্তারিত আলোচনা করব।তবে লেখাটা মোটেই সোজা নয় বিধায় আমি তিনটি প্রক্রিয়াকে তিনটি টিউন এ লিখব।এতে আমার লেখতে সুবিধা হবে এবং সাথে সাথে আমার টিউন সংখ্যাও বৃদ্ধি পবে। আপনারাও অতি সহজে বুঝতে পারবেন।
এই পদ্ধতি নকিয়া এন 70 এবং নকিয়ার এন সিরিজে চলার কথা।অন্যান্য সিমবিয়ান সেট ব্যবহারকারীরা নিয়ম নং: 2 এবং নিয়ম নং: 3 এর মাধ্যমে ফন্ট পরিবর্তন করতে পারবেন। আপনারা নিয়ম শেখার আগেই ক্লিক করে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিন।জিপ আকারে আমি এই পদ্ধতির প্রয়োজনীয় ফাইলগুলো দিয়ে দিলাম যাতে আপনার আমার দুইজনেরই সুবিধা হয়।কাজ শুরু করার আগে আপনি জিপটা থেকে Fexplorer সফ্টটা ইন্সটল করে নিয়েন(অন্য Explorer ইন্সটল করা থাকলেও চলবে)।
এবার জিপটার ভেতর থেকে 1st way নামক ফোল্ডারটি আনজিপ করুন। এই ফোল্ডারটি আপনি আপনার মোবাইলে প্রেরন করুন। এখন থেকে মোবাইলের কাজ শুরু।
এবার আপনার Explorer ওপেন করুন এবং ঐ ফোল্ডারটি বের করুন। আমি Fexplorer ব্যবহার করে দেখাচ্ছি।
1st Way ফোল্ডারটির ভেতর যে FontRouter.dll ফাইলটি আছে তা Copy/Cut করুন।
এবার আপনি C:\System এর ভেতর Fonts নামক একটি ফোল্ডার তৈরী করুন।
এবার এই ফোল্ডারের ভেতর ফাইলটি paste করুন।
মানে ফাইল এর Directory টা হবে C:\System\Fonts\
একধাপ কাজ শেষ। এবার পুনরায় কম্পিউটার থেকে আনা ফোল্ডারটিতে(1st Way) ঢুকুন।
এখন Fonts.collections এর ভেতর ঢুকুন।
এখানে চারটি চার ধরনের অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। যেকোনো একটি আপনাকে নির্বাচন করতে হবে। ফন্টগুলোর স্কিনসট দেয়া আছে আপনি দেখে নিতে পারেন। এখানের LaCartoonerie নামক ফন্টটা আমার বিশেষ প্রিয়। তাই আমি এইটা সেট করা শিখাচ্ছি। ফোল্ডারের ভেতর আপনি চারটি ফাইল দেখতে পাবেন। তার মাঝে দুইটি ফন্টের Preview এবং দুইটি প্রয়োজনীয় ফাইল।
আপনি FontRouter.ini এবং laCartoonerie.ttf এই দুটি ফাইল Mark করে Copy/Cut করুন।
এবার আপনি C:\Data এর ভেতর Fonts নামক একটি ফোল্ডার তৈরী করুন।
C এর ভেতর Data নামক ফোল্ডার না থাকলে তা তৈরী করে নিয়ে তার ভেতর Fonts নামক ফোল্ডার তৈরী করবেন। এবার এই ফোল্ডারের ভেতর Paste করুন।মানে ফাইলগুলো Directory হবে C:\Data\Fonts\
Paste সম্পন্ন হলেই কাজ শেষ। এবার আপনি আপনার সেট Restart দেন।
Restart শেষে দেখবেন আপনার সেটের ফন্ট পরিবর্তন সম্পন্ন হয়ে গেছে এবং আপনি অবশ্যই এত সুন্দর ফন্ট দেখে আনন্দিত হবেন। আমি আমার N70 এর ফন্ট পরিবর্তন করে আপনাদেরও কয়েকটি স্কিনসট দেখালাম।
এই নিয়ম আমি আমার সেটে প্রয়োগ করে সাকসেস হয়েছি। তবে 7610 তে কাজ করে না এটা জানি। অন্য সেটের কি অবস্থা তা সিউরভাবে বলতে পারছি না।তবে আমি এতটুকু বলব যে এই পদ্ধতি নকিয়ার এন সিরিজ ছাড়া চলার কথা না।তবুও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। জাভা সেটে এই নিয়ম কাজ করবে না। তবে আমার পরবর্তী দুইটা নিয়মই আপনার সিমবিয়ান মোবাইলে অবশ্যই চলবে এটার গ্যারান্টি দিতে পারি।এবং পরবর্তী নিয়মগুলো খুবই সহজ তাই কঠিনটাই আগে টিউন করলাম।
এবার আপনি আপনার সেটের আগের ডিফল্ট ফন্টটিতে আনতে কি কি করবেন তা বলছি। Fexplorer অথবা যে কোনো এক্সপ্লোরার ওপেন করে C:\Data এর ভেতর Fonts ফোল্ডারটিকে Rename করুন।
আমি Fonts এর “s” টা কেটে দিয়ে Font বানালাম।
কাজ শেষ এবার সেট Restart দিন দেখবেন সেট পূর্বের অবস্থায় চলে এসেছে।
Restart হবার পর আপনি নতুন ঢুকানো অন্য সকল ফাইল ও ফোল্ডার ডিলিট করে দিতে পারেন। এখন আর কোনো সমস্যা নেই।
আপনাদের এই লেখাটা কাজে আসলে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী দুইটা টিউন আগামী দুইদিনে প্রকাশিত করা হবে। আশা করছি অপেক্ষা করবেন। আর একটা কথা, আমি বারবার বলছি যে, সকল সেটে এই নিয়ম কাজ করবে না। আমি নকিয়া এন70 তে করে কেবল সাকসেস হয়েছি অন্য সেটে এখনও এই নিয়ম কাজ করে নি। যারা অন্যান্য সিমবিয়ান সেট ব্যবহার করছেন তারা কোনো চিন্তা করবেন না। আগামী দুটি টিউনই আপনাদের অবশ্যই কাজ করবে।
জাভা সেট ব্যবহারকারীদের উদ্দেশ্যে কিছু কথা: “আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সেটের ফন্ট কিভাবে পাল্টানো যায়। এক দুইটা নিয়ম ইতিমধ্যেই পেয়েছি তবে এখনও পরীক্ষা করে দেখার সময় করে উঠতে পারি নি। সাকসেস হলে আমি অবশ্যই আপনাদের সেটের ফন্ট পরিবর্তনের টিউনটি করব। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছেন আশা করছি আরও একটু অপেক্ষা করবেন”
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
vi apni ki Sony Ericsson ni a kono tune korte voi pan?????????????????? coz ami to ai ta use kori Nokia kori na
ফয়সল ভাই ধন্যবাদ। আমি নোকিয়া ই-৫১ সেট এ বাংলা পেপার পড়তে পারব। বাংলা ফ্রনট কিভাবে ইনসটল করব।
ফ্রন্ট নাকি ফন্ট (Font)? বিষয়টা পরিস্কার করবেন কি?