স্কাইপ এর উপর বিরক্ত? বা কচ্ছপ গতির ইন্টারনেটের কারনে স্কাইপ ব্যবহার করতে পারছেন না? তাহলে দেখে নিন স্কাইপ এর ৬ টি বিকল্প

কারও সাথে ভিডিও তে কথা বলার জন্য স্কাইপ যেমন বিখ্যাত তেমন কাজেরও। VOIP কল এর ক্ষেত্রে স্কাইপ আসলেও আমাদের অনেক সাহায্য করেছে।কিন্তু কিছুদিন ধরে স্কাইপ এর কলগুলোর ভয়েস কোয়ালিটি আসলেই খারাপ আবার যদি কারও ইন্টারনেট এর গতি ভাল না হয় তাহলে তো কথাই নেই।

স্কাইপ এ কথা বলা তাদের জন্য যে কি দুর্বিষহ ব্যাপার সেটা শুধু তারাই জানেন। তবে যাদের ইন্টারনেট স্পিড ভাল তারা যদিও ভাল ভাবে স্কাইপ এর মাধ্যমে কথা বলতে পারে তবুও অন্যান্য ভিডিও কলিং অ্যাপ এর ভয়েস কোয়ালিটির তুলনায় স্কাইপ এর উপর আসলেই মানুষ কিছুটা বিরক্ত।

স্কাইপ তৈরির পর থেকে আর আজ পর্যন্ত অনেক গুলো ভিডিও কলিং সার্ভিস এসেছে। তাদের অনেক গুলো হয়ত আপনারা ব্যবহার করেন। তবে যারা স্কাইপ এর সুবিধাগুলো চান আবার ভাল ভিডিও এবং অডিও কোয়ালিটি চান তাদের জন্য নিচে স্কাইপ এর বিকল্প হিসাবে ৬ টি অ্যাপ এর নাম ও সুবিধা গুলো দিলাম।

Google Hangouts (Android, IOS, Web)

স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেন কিন্তু গুগল চেনেন না এরকম লোক খুজে পাওয়া যাবে না। অনেকের কাছে ইন্টারনেট মানেই গুগল। আর গুগল এর একটি চমৎকার ভিডিও এবং অডিও কলিং সার্ভিস আছে যেটি অনেক জনপ্রিয় হলেও আমাদের দেশে তেমন একটা ব্যবহার করা হয় না। হুম আমি গুগল হাঙআউটস (Google Hangouts) এর কথাই বলছি। গুগল হাঙআউটস মাত্র কয়েক বছর হল যাত্রা শুরু করলেও এর মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এবং এর ভিডিও এবং অডিও কল এর কোয়ালিটি স্কাইপ এর থেকে অনেকগুণ ভাল তাই যারা স্কাইপ ব্যবহার করতে চাচ্ছেন না তারা ব্যবহার করে দেখতে পারেন। আর যেহেতু এটা গুগল এর তাই গুগল হাঙআউটস এর সার্ভিস সম্পর্কে বুঝতেই পারছেন। গুগল হাঙআউটস আপনি ইন্টারনেট এর মাধ্যমে কিংবা অ্যানড্রয়েড বা আই.ও.এস অ্যাপ এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

আর এর অনেক বড় একটা সুবিধা হল আপনার গুগল অ্যাকাউন্ট এ সেভ করা কন্টাক্টস অর্থাৎ নাম্বার এবং আপনার ফোন এ সেভ করা নাম্বারের যেকোনো কাউকে ফোন দিতে পারবেন। ক্যানাডা এবং এউ.এস এর কলগুলো ফ্রী হলেও আমাদের দেশে কল করতে হলে প্রতি মিনিট এর জন্য কিছু পরিমাণ টাকা গুগল কে দিতে হবে।

অ্যাপেয়ার.ইন(Appear.In)

আর সবগুলো ভিডিও কলিং অ্যাপ বা সাইট এর সাথে এর পার্থক্য হল এই ওয়েবসাইট এর সার্ভিসটিকে ব্যবহার করার জন্য আপনাকে কোন প্রকার লগইন করতে হবে না বা কোন অ্যাকাউন্ট খুলতে হবে না। তাই এই ওয়েবসাইট ব্যবহার করা খুব সহজ। ওয়েবসাইট এ ঢুকলেই নিচের মত দেখতে পাবেন। এবার নিচের মত একটি বক্স পাবেন যেখানে লেখা "Create a room link, start talking" এই লেখার নিচে দেখবেন একটি ফাকা জায়গা আছে।সেখানে আপনার ইচ্ছামতো একটি নাম দিবেন। একটু ইউনিক দিতে হবে।

তারপরে নিচের Create new room এ ক্লিক করলেই আপনার কাজ শেষ। এবার আগে যে আপনার চ্যাট রুম এর নাম দিয়েছিলেন সেটার নাম আপনার বন্ধুদের দিয়ে দিন তারা এই ওয়েবসাইটে গিয়ে Enter existing room এ ক্লিক করে আপনার দেয়া নাম টাইপ করলেই আপনার সাথে যোগাযোগ করে ভিডিও তে কথা বলতে পারবে। এই ওয়েবসাইটটি ব্যবহার করা খুবই সহজ।

এটি যেমন ওয়েবসাইট এ ব্যবহার করা যায় তেমনি এর জন্য একটি আই.ও.এস অ্যাপ আছে। আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন। এর আরেকটি বড় সুবিধা হল আপনি যদি অ্য়াপেইয়ার.ইন ওয়েবসাইট এর মাধ্যমে ব্যবহার করেন তবে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটার এর স্ক্রীন এই ওয়েবসাইট এর মাধ্যমে শেয়ার করতে পারবেন।

উভো(ooVoo)

এই লিস্টে এই অ্যাপটির থাকার কারণ এর ভিডিও কলিং এর কোয়ালিটি স্কাইপ এর সাথে তুলনা করলে অনেক ভাল তাই যদি কেউ নিয়মিত ভিডিও কলিং ব্যবহার করে থাকেন তাহলে এই অ্যাপটিকে ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও এই অ্যাপটিকে আপনি যেকোনো আন্ড্রয়েড বা আইফোনে ব্যবহার করতে পারবেন।

আবার ব্রাউজার এর মাধ্যমেও ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইট এর একটি সুবিধা হল এর মাধ্যমে আপনি ওয়েব-বেসড চ্যাট গ্রুপ খুললে সেই চ্যাট গ্রুপে সিক্রেট লিঙ্ক এর মাধ্যমে ১২ জন পর্যন্ত কোন অ্যাকাউন্ট খোলা ছাড়াই জয়েন করতে পারবে। যদি আপনার কন্টাক্টস এর কেউ এই অ্যাপ ব্যবহার করে তাহলে আপনি তাদের ফ্রী ম্যাসেজ দিতে পারবেন আবার ভিডিও সেন্ড করতে পারবেন। মোটামুটি WhatsApp এর সব সুবিধাগুলোই এই অ্যাপে পাওয়া যায়।

ভাইবার(Vibar)

অনেকেই ভাইবার ব্যবহার করেন ভিডিও কল এবং ম্যাসেজিং এর জন্য। এবং এর সুবিধাও অনেক। স্কাইপ এর বিকল্প হিসেবে খুব ভালভাবে কাজ করে এবং অডিও ও ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ। ভাইবার ব্যবহার করে আপনি ফ্রীতে টেক্সট, ভয়েস বা ভিডিও অন্য ভাইবার ব্যবহারকারিকে পাঠাতে পারবেন।

এবং যদি গ্রুপ এ কল করেন তাহলে ৪০ জন পর্যন্ত এক কল এ থাকা যাবে। ভাইবার এর সিকিউরিটি অনেক ভাল কারণ সব ম্যাসেজ ও কল এনক্রিপ্ট করা করে পাঠানো হয়। এছাড়াও ভাইবার এ আরও অনেক রকম সুবিধা পাওয়া যায়। ভাইবার সব আন্ড্রয়েড এবং আই.ও.এস ফোন এর জন্য রয়েছে। তাই আপনারা যে কোন স্মার্টফোন দিয়েই ভাইবার ব্যবহার করতে পারবেন।

আন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড লিঙ্কঃ এখানে

টকি(Talky)

এই সার্ভিসটি অ্যাপেয়ার.ইন এর মতোই তাই বুঝতেই পারছেন আপনি কোন ডাউনলোড ছাড়াই এই সার্ভিসটি ওয়েবসাইট এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন সাথে যদি আপনার আইফোন থাকে তবে আইফোন এর জন্য এর একটি অ্যাপ আছে সেটিও নামিয়ে নিতে পারেন।ওয়েবসাইট এ ঢুকে আপেয়ার.ইন এর মতই রুম এর নাম দিলে একটি ইউনিক উ.আর.এল পাবেন সেটি যাদের সাথে শেয়ার করবেন তারা আপনার সাথে সরাসরি চ্যাট করতে পারবে বা কল এর মাধ্যমে কথা বলতে পারবে। একটি চ্যাট রুম এ সর্বমোট ১৫ জন অ্যাড হতে পারবে।

হোয়াটস অ্যাপ(Whats App)

এখন যেই অ্যাপটির সম্পর্কে বলব সেটি সম্পর্কে অনেকেই জানেন। হোয়াটস অ্যাপ আপনি যেকোনো স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। যেকোনো হোয়াটস অ্যাপ অ্যাপ ইউজার এর সাথে ফ্রী তে কথা বলতে পারবেন। কিন্তু অন্য অ্যাপগুলোর মত হোয়াটস অ্যাপের বাইরে কাউকে ফোন দিতে পারবেন না। সারা পৃথিবীতে হোয়াটস অ্যাপের প্রায় ১ কোটি ব্যবহারকারি আছে। প্রথম দিকে শুধু ম্যাসেজিং এর জন্য হলেও এখন হোয়াটস অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে ভিডিও বা অডিও কল দিতে পারবেন।

ইমো(Imo)

ইন্টারনেট এর মাধ্যমে হাই কোয়ালিটি কল এর জন্য ইমোকে অনেকেই ব্যবহার করেন। এর সুবিধাগুলো হোয়াটস অ্যাপ এর মতোই। আপনারা ইচ্ছে করলে ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপে গ্রুপ কল এর সুধিবা আছে।তবে আপনি ইমো দিয়ে ২জি নেটওয়ার্কেও খুব সহজে এবং ভালভাবে অডিও এবং ভিডিওতে কথা বলতে পারবেন।

যেটা খুবই কাজের কারণ আমাদের দেশে ইন্টারনেট এর গতি খুব একটা ভাল নয়। তাই যাদের ইন্টারনেট এর সমস্যা তারা ইমো ব্যবহার করে দেখতে পারেন। ইমোতে অন্যান্য অ্যাপ এর মতো গ্রুপ চ্যাট এর সুবিধা আছে তাই আপনার বন্ধুদের নিয়ে বানিয়ে ফেলতে পারেন গ্রুপ চ্যাট আর নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রক্ষা করতে পারেন।

টিউনটি টি আপনাদের কেমন লাগলো তা টিউমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এই টিউন এর কোন বিষয় না বুঝলে সেটিও টিউমেন্ট এর মাধ্যমে জানালে যথাসম্ভব সমাধান দেয়ার চেষ্টা করব। ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট

IMO is a piece of shit, you should have mentioned the name of Telegram.