আজকে আমি আপনাদেরকে আরও একটি সুন্দর সফট্ওয়ার উপহার দেব। যার নাম Blueftp । যার মাধ্যমে আপনি অন্যের সেটের মেমোরীর ফাইল Bluetooth দিয়েই দেখতে পাবেন এমনকি ডাউনলোডও করতে পারবেন। আর এই সুন্দর এবং কাজের সফট্ওয়ারটির প্রতিটি জাভা সাপোর্ট মোবাইলেই কাজ করবে।
http://www.mediafire.com/download.php?92wne0okk0253cz
ডাউলোড শেষে মোবাইলে সফট্ওয়াটিকে চালু করুন। নিচের মত একটি উইডো পাবেনঃ
এইবার "Bluetooth" এ ক্লিক করুন। নিচের মত
এবার "Menu" তে ক্লিক করুন। তাহলে নিচের মত উইনডো আসবে-
এবার উপরের মত "Search Devices" এ ক্লিক করুন। এখন অন্য ডিভাসের ব্লুটুথ সার্চ করবে।
এখানে আমার সেটের ব্লুটুথ পেয়েছে তাই "sAiFuL_Islam_Symphony_T55" নামের ডিভাইজটি দেখাচ্ছে। এখন আপনি যেই সেটটা পাবে তাতে ডাবল ক্লিক করুন। নিচের মত কানেক্ট হওয়া শুরু করে দেবে।
কানেক্ট হওয়ার সময় পাসকোর্ড চাবে। তাই যেকোন পাসকোড দিয়ে ডিভাইস দুইটিকে পেয়ার করে নিন।
এবার দেখুন আমার মেমোরী কার্ডের সব ফাইল এই ডিভাইসে এসে গেছে। এখন আপনি "Menu" থেকে আপনার ইচ্ছামত অপশন পছন্দ করুন আর প্রয়োগ করুন। 🙂
সফট্ওয়ারটিতে নিচেরমত বিভিন্ন অপশন পাবেন এর প্রতিটিই কর্যকর করতে পারবেন।
*****************************************************************************************
ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy
*****************************************************************************************
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
সফট্ওয়াটি ডাউলোড হয় না