একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা

আমরা যারা মোবাইল বা মডেম দ্বারা ইন্টারনেট ব্যবহার করি তারা চাইলে অনান্য লোকাল কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারি। ধরি আপনার কম্পিউটারটি আরো দুটি কম্পিউটারের সাথে ল্যানের সাহায্যে সংযোগ স্থাপন করা আছে। আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন আপনি চাইলে অনান্য কম্পিউটারগুলোতেও ইন্টারনেটের সংযোগ দিতে পারেন শেয়ার করে। এতে অবশ্য গতি কিছুটা কমে যাবে।এজন্য আপনি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন। ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।



প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপন করুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে Network Connections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকে Properties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advance ট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other network users to connect through this computer’s internet connection চেক (যদি আপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনি কোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচন করবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজ আসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনার কম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।

এখন আপনি লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gateway এর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNS server addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেস হিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok Ok Ok করুন।
এবার দেখুন আপনার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ এসেছে। এভাবে আপনি অন্য আরেকটি কম্পিউটারে সংযোগ নিতে পারনে। ব্রডব্যান্ডের সংযোগও এভাবে শেয়ার করে ব্যবহার করা যাবে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্পীড যদি কমে ই যায় তাহলে আর আমি নেই। ধন্যবাদ মেহেদী ভাইয়াকে একটা ট্রিকস টিউন করার জন্য।

খুবই কাজের একটি টিউন। মেহেদিভাইকে ধন্যবাদ।

আমি আজকেই আমার পিসি তে ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ।

এই জিনিসটা আমি খুজছিলাম এতোদিন ধরে । ধন্যবাদ

এই জিনিসটা আমি খুজছিলাম এতোদিন ধরে।আমি আমার পিসি তে ট্রাই করলাম কাজ হল।ধন্যবাদ…………

আকরাম ভাই আমাকে একটু হেল্প করেন না প্লিজ !!! আমি ভার্চুয়াল পিসিতে কিভাবে আমার মেইন পিসি থেকে নেট কানেকশন পাইতে পারি। আর আমার ভার্চুয়াল পিসিতে পেনড্রাইভ পায়না, এটা কিভাবে পাওনো যাবে ?

মেহেদী ভাই, অশেষ ধন্যবাদ। এইমাত্র আপনার টিউন অনুযায়ী কন্ফিগার করে ইন্টারনেট সেয়ার করতে সক্ষম হলাম। অনেকদিন ধরেই এই ব্যপারে হেল্প খুজছিলাম।

Level 3

ভাই আমি আমার pc তে yahoo মেইল চেক করতে পারতাছি না আর টেকটিউনসে বাংলা লিখতে পারতাছি না গতকাল রাত থেকে ..
মাসখানিক পরপর সেটআপ দিলে কি ক্ষতি হয়? উত্তরের অপেক্ষায় ….
(এই বাংলা avro দিয়ে লিখছি )

Many many thanks to you for this topics. Please now write a topics on the connection of Lan. How to I will setting the Lan connection between two laptop.

এইটা খুজছিলাম ধন্যবাদ ভাইয়া

Level 0

আপনার এই পোষ্ট থেকে ইন্টারনেট শেয়ারিং করা শিখলাম…………এই টিউন খুবই সুন্দর ও কাজের শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….

Level 0

Thanks

ভাই আমি দুই computer এ কোন ধরনের cable দিয়ে সংযোগ দিবো,,,,,,,,,,,, একটু জানাবেব?????/

josssssssssssss