আমরা অনেকেই আছি জারা নোকিয়া মোবাইল use করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি আসল চিনতে এবং নকল এড়াতে সবারই এটা জেনে রাখা উচিত । আমি আজ আপনাদের ১ টা উপায় বলব জার মাধ্যমে আপনারা সহজেই পারবেন আপনার নোকিয়া মোবাইল টা কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দারা আপনি জানতে পারবেন ফোন টা কুন দেশের নাম্বার ২ টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার ২ টা যদি 10, 70,91 বা 01,07,19 হয় তাহলে বুজবেন এইটা ফিনল্যান্ডের তৈরি। 02 বা 20 হলে বুজবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30বা 03 হলে কোরিয়ার । 40বা 04হলে চায়নার ,50বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60বা 06 হলে হংকং বা মাক্সিকোর। 80বা 08 হলে হাঙ্গেরি । 13বা 31হলে এটি আজারবাইজানের তৈরি ।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোডগুলো আগে মানতাম, এখন মানি না। এখন অনেক অমিল খুজে পাই। তবে হ্যা ০০ বা ০১ নি দ্বিমত নাই।