জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি

আমরা অনেকেই আছি জারা নোকিয়া মোবাইল use করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি আসল চিনতে এবং নকল এড়াতে সবারই এটা জেনে রাখা উচিত । আমি আজ আপনাদের ১ টা  উপায় বলব জার মাধ্যমে আপনারা সহজেই  পারবেন আপনার নোকিয়া মোবাইল টা কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দারা আপনি জানতে পারবেন ফোন টা কুন দেশের নাম্বার ২ টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার ২ টা যদি 10, 70,91 বা 01,07,19  হয় তাহলে বুজবেন এইটা ফিনল্যান্ডের তৈরি। 02 বা 20 হলে বুজবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30বা 03 হলে কোরিয়ার । 40বা 04হলে চায়নার ,50বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60বা 06 হলে হংকং বা মাক্সিকোর। 80বা 08 হলে হাঙ্গেরি । 13বা 31হলে এটি আজারবাইজানের তৈরি ।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোডগুলো আগে মানতাম, এখন মানি না। এখন অনেক অমিল খুজে পাই। তবে হ্যা ০০ বা ০১ নি দ্বিমত নাই।

    আসলে নকিয়া মাল্টিন্যাশনাল কোম্পানী। কোনো একক জায়গায় এটি তৈরী হয়না। মাদারবোর্ড তৈরী হয় একজায়গায় তো স্ক্রিণ ডিসপ্লে তৈরী হয় অন্য কোথাও। 1 এপ্রিল 2004 এর আগের ফোনগুলোতে সেটটি সংযোজন করা হয় যে দেশে, সেই দেশের কোড (Final Assembly Code বা FAC) IMEI এর প্রথম 6 ডিজিট এ থাকতো (TAC+FAC). তবে বর্তমানের ফোনগুলোর IMEI থেকে সেই কোডটি বাতিল করে প্রথম 8 ডিজিটে শুধুমাত্র TAC (Type Allocation Code) প্রকাশ করা হয়। তাই বর্তমানে IMEI থেকে সেটটি কোন দেশে প্রস্তুত জানা সম্ভব নয়।

ভাই আমার সেটের পেছনে লেখা made by nokia আর লেখা made in china এদুটি লেখার মানে কি যদি বুজিয়ে বলতেন। আমার সেটের পেছনে made in china লেখা অথচ আপনার দেয়া হিসাব অনুযায়ি েএটি জার্মানি বা আরব আমিরাতের । তাহলে সেটের পেছনে জার্মানি বা আরব আমিরাত কেন লেখা হলো না । আশা করি বুঝিয়ে বলবেন।

    ভাল করে খেয়াল করে দেখেন

    আমার ৭ ও ৮ নম্বরটি হলে ০২ এবার আপনি যা বলবেন তাই মেনে নেব । কিন্তু সেটের পেছনে চায়না লেখা পাশাপাশি নোকিয়া

    সেটের পেছনের কোডের সাথে কোন সম্পর্ক নাই আপনি আপনার সেটে *#০৬# চেপে যে নাম্বার পাবেন সেটাই হল আসল সেটা চেক করে দেখেন কারন চাইনা multimedia সেটের পেছনে দেখবেন ২ টা সিরিয়াল নাম্বার দেয়া থাকে অথছ মোবাইল *#০৬# চাপলে আসে ১ টা তাই বলছি পেছনের টা ভুল

    আসলে নকিয়া মাল্টিন্যাশনাল কোম্পানী। কোনো একক জায়গায় এটি তৈরী হয়না। মাদারবোর্ড তৈরী হয় একজায়গায় তো স্ক্রিণ ডিসপ্লে তৈরী হয় অন্য কোথাও। 1 এপ্রিল 2004 এর আগের ফোনগুলোতে সেটটি সংযোজন করা হয় যে দেশে, সেই দেশের কোড (Final Assembly Code বা FAC) IMEI এর প্রথম 6 ডিজিট এ থাকতো (TAC+FAC). তবে বর্তমানের ফোনগুলোর IMEI থেকে সেই কোডটি বাতিল করে প্রথম 8 ডিজিটে শুধুমাত্র TAC (Type Allocation Code) প্রকাশ করা হয়। তাই বর্তমানে IMEI থেকে সেটটি কোন দেশে প্রস্তুত জানা সম্ভব নয়.

Level 0

আপনার মতামত ভুল।অমিল আছে অনেক।

সবাইকে বলে রাখি দুনিয়াতে কোন কিছুই ১০০% ঠিক না তাই আমার এখানেও কিছু ভুল হতে পারে

Level 0

amr nokia 5530 ta made in hungry but 7th n8th no code ace 03 mane koria?

ধন্যবাদ ভাই। বিষয়টা আগে থেকেই যানতাম। তবে আপনি আরো সুন্দর করে গুছিয়ে বলছেন। ভাল লাগলো। নিয়মিত পোষ্ট দিবেন।

Level 0

SORRY TO SAY IT’S NOT TRUE.MY MOBILE IS MADE BY USA BUT MY MOBILE CODE IS 03

Original Nokia center বলতে কি বুজিয়েচেন ?

টিউন টা আগেও হয়ছে মনে হয় কোড সিস্টেম ঠিক আছে টিউনার এর কোন দুষ নাই সর্ষের মধ্যে ভূত লুকানো আর কি হয়ত অনেকে জানেনা আমার এক বন্ধুর পরিচিত মুতালেব প্লাজায় দোকান আছে উনি বলছেন বেশির ভাগ সেট চুরাই পথে ইন্ডিয়া থেকে আসে কারন ১ টা অরিজিনাল ম্যাড ইন চাইনা ১২০০ সেট বিক্রি করলে লাভ হয় ৫০ টাকা ইন্ডিয়া থেকে যে গুলু চুরাই পথে আসে সে গুলুতে লাভ হয় ১৫০ থেকে ২৫০ টাকা সেট গুলু খুব নিম্ন মানের অই সেট গুলা আনার পর চুরা কারবারিরা স্টিকার উঠাইয়া নতুন স্টিকার লাগায় তারপর সারা বাংলাদেশ এ সাপ্লাই হয় তাই কোড মিলাতে ভেজাল আমি বলব টিউনার এর কোন দুষ নাই ও আরেকটা কথা উনি বলছেন শোরুম ছাড়া সেট না কিনতে তবে সবচেয়ে ভাল হয় বিদেশ থেকে আনাতে পারলে পরে দেশে এনে country lock খুলে use করলে সেটা সবচেয়ে ভাল

    ভাই আপনি আমার মনের দুঃখ বুজলেন আশা করি এখন আর কেউ না জেনে আমার তিউনে এর দুষ দিবেনা অনেক ধন্যবাদ

    vai nokia show room theke kokhono mobile kinechen ? bangladeshi nokia show roome mobile ase only china theke. tai o gulote lekha thake “made by nokia” + “made in china”

duru apnar deya sob cod vhollllllllllll.sodo 00,01 chara.

Level 0

coding e bhul ache…but u all can try a bit difference by pressing *#0000# and *#92702689# on ur nokia phone

Level 0

amr nokia X6 ta made in koria (made by nokia) but 7th n8th no code holo 04 mane china.
Damn………

Thanks for a nice tune. I think tuner has nothing to do here. He just shows us a way.

আসলে নকিয়া মাল্টিন্যাশনাল কোম্পানী। কোনো একক জায়গায় এটি তৈরী হয়না। মাদারবোর্ড তৈরী হয় একজায়গায় তো স্ক্রিণ ডিসপ্লে তৈরী হয় অন্য কোথাও। 1 এপ্রিল 2004 এর আগের ফোনগুলোতে সেটটি সংযোজন করা হয় যে দেশে, সেই দেশের কোড (Final Assembly Code বা FAC) IMEI এর প্রথম 6 ডিজিট এ থাকতো (TAC+FAC). তবে বর্তমানের ফোনগুলোর IMEI থেকে সেই কোডটি বাতিল করে প্রথম 8 ডিজিটে শুধুমাত্র TAC (Type Allocation Code) প্রকাশ করা হয়। তাই বর্তমানে IMEI থেকে সেটটি কোন দেশে প্রস্তুত জানা সম্ভব নয়।.

Level 0

খুবই সুন্দর টিউন শেয়ার করেছেন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………

”নাম্বার ২ টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের”
অরিজিনাল নোকিয়া সেন্টার নামক কোন দেশের নামই শুনি নাই!