!!এক অসাধারন মোবাইলের সফ্ট যার দ্বারা করুন অন্যরকম একধরনের লক এবং অসম্ভব সুন্দর এক স্কিনসেভার!!

প্রথমে সফ্টওয়্যারটার কোন সুবিধা সম্পর্কে বলব তাই ভাবছি!! প্রথমে স্কিনসেভার সম্পর্কে লিখছি তারপর লক সম্পর্কে লিখছি। আপনারা অবশ্যই আমার দেয়া এই সফ্টটা ব্যবহার করে দেখবেন। আমি নিশ্চিত যে আপনাদের সফ্টটা ভাল লাগবে। যারা সফ্টটা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে!!

সফ্টটার নাম “POWER LOCK” । প্রথমে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবার আপনারা সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

ইন্সটল হবার পর সফ্টটা ওপেন করুন।

134.jpg

এখন আপনারা তিনটি আইকন দেখতে পারবেন। প্রথমটি Clock দ্বিতীয়টি Animated Image তৃত্বীয়টি Calendar ।

226.jpg

আমি কোনটার কি কাজ তা এখন আলোচনা করছি।

Clock: এটা এই সফ্টটার ডিফল্ট স্কিনসেভার। নিচে ক্লক এর Preview দেয়া হল।

322.jpg 419.jpg

এতে আপনার সময় এবং তারিখ দেথতে পারবেন। ক্লকটা খারাপ নয় তবে এর থেকেও ভাল আছে।

Animated Image: আপনার বেশ কিছু ছবিকে ইচ্ছা করলে Animation আকারে স্কিনসেভারে দেখতে চাইলে এটা ব্যবহার করবেন।

518.jpg

এটা মূলত Slide Show এর মত কাজ করে। আমার কাছে ভাল লাগে নাই। আপনারা তবু‌ও একবার ব্যবহার করে দেখতে পারেন। করতে হলে Option থেকে Setting এ যাবেন এবং যা যা করতে বলে তা তা করবেন।

Calendar: এই সফ্টটার অসাধারন একটি স্কিনসেভার। এটার জন্য এবং লক সিষ্টেমের জন্যই মূলত আমি এই সফ্টটা ব্যবহার করি। নিচে Preview দেখানো হল।

615.jpg 714.jpg 89.jpg

আপনারা অনেক বড় করে Calendar এবং Time দেখতে পারবেন এটা ব্যবহার করে। এটার একটা বড় সুবিধা হল আপনারা মোবাইলে সময় দেখতে গেলে সাধারনত মোবাইলের কোন বাটন চাপেন এবং যখন আলো জ্বলে উঠে তখন সময় দেখেন তাই না? কিন্তু মজার ব্যাপার হল এই স্কিনসেভারটা ব্যবহার করলে আপনাকে আর কোনো বাটন চাপতে হবে না। আলো ছাড়াই এতটা পরিস্কার দেখা যায় যা ব্যবহার না করলে বুঝানো যাবে না(আবার রাতের অন্ধকারে দেখতে যেয়েন না!)।সামান্য বাইরের আলোতেই মনে হবে ঠিক যেন মোবাইলের ক্রেচিং এর উপর লেখাগুলো ভাসছে!!!

আমি যেহেতু Calendar টা খুব Like করি তাই আমি কিভাবে এটাকে সেট করতে হবে তাই ছবি সহ লিখছি। আপনারা প্রথমে Calendar লেখাটার উপর এসে Option থেকে Select চাপুন।

910.jpg 105.jpg

এবার Option থেকে Turn ON চাপুন।

1112.jpg 1210.jpg

কাজ শেষ। এবার সফ্টটা Exit করে ফেলুন। সেট অফ হয়ে অন করা হলেও এটা অটো চালু হবে। আপনার মোবাইলকে কোনো রকম Slow করবে না।

এবার এই সফ্টটার দ্বিতীয় সুবিধা সম্পর্কে কিছু লিখি। মনে করুন আমি আমার সেটে লক কোড সেট করে আপনার হাতে দিলাম ট্রাই করতে লক কোড খুজে বের করতে পারেন কিনা। তখন আপনার মাথায় কি কি লক কোডের নাম আসবে?? 000000/00000/12345/123456 এরকম কিছু ওয়ার্ড আপনার মাথায় আসবে। তাই না?? কিন্তু আমি যদি আমার লক কোডটি মাত্র 1 ওয়ার্ড অথবা 2 ওয়ার্ডের রাখি?? আপনার মাথায় এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের কোড কিছুতেই আসবে না কারন আপনি জানেন সেটের লক কোড মিনিমাম 5 ওয়ার্ডের হতে হয় তাই না?? কিন্তু আপনি এই সফ্টটা ব্যবহার করে তা করতে পারবেন। আরও গুরুত্বপূর্ন কথা হচ্ছে আপনি যদি সেট লক করেও রাখেন তবুও আপনার মোবাইলে যদি কোনো কল আসে তবে সেট লক অবস্থাতেই কলটি ধরা যায় এবং নাম্বারটিও দেখা যায়। কিন্তু এই সফ্টটার লকের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কল আসলে তার নাম্বার দেখা যাবে না আর কল রিসিভ করা তো দূরের কথা! আগে লক খুলুন তারপর কল রিসিভ করুন অথবা নাম্বার দেখুন। দারুন না!!!

কিভাবে এই লক একটিভ করতে হয় তা এখন চিত্র সহ লিখছি।

প্রথমে Power Lock সফ্টটা ওপেন করুন।

135.jpg

এবার Option থেকে General Settings নির্বাচন করুন।

227.jpg

এখন আপনি জেনারেল সেটিংসগুলো দেখতে পাবেন।

323.jpg

এবার ডান পাশের বাটনটি চাপুন।

420.jpg

এখন Enable Lock এ Off নির্বাচিত দেখতে পাবেন। আপনি ক্লিক করে On করুন।

519.jpg

সাথে সাথে আরও কতগুলো টেব আসবে।

এবার Lock Code এ ক্লিক করে আপনি আপনার যেকোনো সংখ্যার লক কোড নির্বাচন করে দিন।

616.jpg 715.jpg 810.jpg

Unlock In Incoming Call এ Off নির্বাচিত থাকাটাই ভাল।

911.jpg

এতে কল আসলে ঐ কলারের নাম্বার দেখা যাবে না এবং কল ও ধরা যাবে না। এবার Ok চাপলেই কাজ শেষ।

106.jpg

যেহেতু Power Lock একটা সিস সফ্ট তাই সিস সাপোর্টেড সেট ছাড়া এটা চলবে না। এত সামান্য সফ্টকে এত বড় করে লেখার জন্য দুঃখিত। ভাল লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

foisal bhai ami siemens cx75 set er jonno call recorder soft khujsi from last week. but untill now i cant get it . if u can plz give me a email of link of this software,
or plz make a tune.
apnar kase tu soft er huse collection tai request korsi.
please help koren.
thanks

Level 0

ফয়সাল ভাই, ভাল লেগেছে। কিন্তু একটা কথা – অনেকে মোবাইল সফট বুঝে কম তাই মনে হয় কেউ কমেন্ট করে না।

Level 0

ফয়সাল ভাই চালাই…………………. যান।
টেকটিউনস-এ এইটা ফাষ্ট টিউন ।

Level 0

KIRON MAMA TOMARA TO AGA DAKI NI. TOMI MONA HOA MOBIL SOFT BASI BOJO!! TI SOBAR AGA COMENT KORLA. TOMAR MOTO 2/1 TA COMENT NA KORLA FAISAL AR KISOI HOBA NA.

আমার ভাংগা n80 তে কাজ হয় না । হেল্প করুন >