নকিয়া কোয়ার্টি ডিভাইস X-2 বাংলাদেশে

নতুন ও স্বাচ্ছন্দ্যময় সামাজিক নেটওয়ার্কিং ডিভাইস নকিয়া এক্স-২ কোয়ার্টি ফোনসেটের বিপণন শুরু হয়েছে। মূলত সামাজিক
যোগাযোগ আরও বেশি সহজসাধ্য করতে এই নতুন সেটটি বাজারে ছাড়া হয়েছে।
গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের বাজারে নকিয়া এক্স-২ কোয়ার্টি ফোনের বিপণন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নকিয়া ইমার্জিং এশিয়ার বিপণনপ্রধান সাজিদ মতিন।
অনুষ্ঠানে সাজিদ মতিন বলেন, মানুষ সহজে বার্তা পাঠাতে পছন্দ করেন। তাঁরা চান সহজে সামাজিক যোগাযোগ রক্ষা করতে। নকিয়ার এক্স-২ কোয়ার্টি সেটে ফেসবুক বা টুইটারের মাধ্যমে সামাজিক যোগাযোগ করা, মেইল পাঠানো কিংবা খুদেবার্তা পাঠানো যায়। নকিয়া এক্স-২ কোয়ার্টি এমনভাবে তৈরি হয়েছে, যাতে এটি সবারই ব্যবহারযোগ্য হয়। নকিয়া 'মানুষে মানুষে সংযুক্তি' স্থ্থাপনে বিশ্বাস করে।
উলে্লখ্য, এক্স-২ কোয়ার্টি সেট বাজারে ছাড়ার আগে নকিয়া ফেসবুক পেজের মাধ্যমে সমাজের নানা শ্রেণীর মানুষের মতামত নেয়।
অনুষ্ঠানে নকিয়া কর্তৃপক্ষ জানায়, সেটটি দিয়ে সামাজিক নেটওয়ার্কিংয়ের সেরা সমাধান পাওয়া যাবে। এটি হোমস্ট্পিনের সাহায্যে সামাজিক নেটওয়ার্কের দ্বার অবারিত করে দেয়, তখন এর পূর্ণ কোয়ার্টি কি-প্যাডের দ্বারা চ্যাটিং হয়ে যায় অনেক সহজে। এর মাধ্যমে ই-মেইল আদান প্রদান, ফেসবুক, টুইটারের স্ট্যাটাস আপডেট ইত্যাদিও খুব সহজে করা যায়।
এই ফোনসেটে একটি মিউজিক কি রয়েছে; যার মাধ্যমে মাত্র একটি ক্লিকের সাহায্যে মানুষ পৌঁছে যেতে পারে সংগীতের ভুবনে। নকিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নকিয়া এক্স-২ কোয়ার্টি বাজারে এসেছে অভি মেইল ও অভি চ্যাট সুবিধা নিয়ে। এতে ব্যবহারকারীরা কোনো ধরনের পিসির সাহায্য ছাড়াই তঁাদের ডিভাইস থেকে সরাসরি ই-মেইল সেটআপ ও চ্যাট অ্যাকাউন্ট করতে পারেন। এগুলো ছাড়াও এই হ্যান্ডসেটে রয়েছে ভিজিএ ক্যামেরা, বল্টি ইন হ্যান্ডস ফ্রি স্পিকার ও আট গিগাবাইট পর্যন্ত মেমোরি সুবিধা। মাত্র ৭৪০০/টাকায় এই আকর্ষণীয় সেটটি স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে।

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

copy pasted advertisement holo naki ?

    Level 2

    জানার জন্য টিউন করা । কারন সেট-টা ভাল ।

ভাল লাগল সেটগুলো দেখে সেই সাথে তোমার টিউনটি। তবে সেটগুলোতে Skype সাপট করলে ভাল হত।

কিনব নাকি চিন্তা করতেছি!!!

Level 0

ব্যটারি ব্যাকাপ খারাপ। Wifi নাই।

    তাহলে তো ভাই আরো বেশী পাত্তি লাগবো।

আমার Nokia X6 ই ভালো।