মোবাইলেই করুন MP3 কোয়ালিটির ভয়েস রেকডিং + কল রেকর্ডিং! ক্রিস্টাল ক্লিয়ার! যুগান্তকারী!! + Full download Link

স্মার্টফোন আমাদের জন্য খুলে দিয়েছে মোবাইলে আরও বেশি উন্নত সফ্টওয়্যার ব্যাবহারের জানালা। আজকে আমি এমন একটি সফ্টওয়্যারের কথা বলব যা উন্নতমানের অডিও রেকর্ড করতে পারে। আমরা যারা হালকা-পাতলা গান গাই বা গাওয়ার চেষ্টা করি, মোবাইলের রেকডিং সুবিধাটি তাদের কত প্রয়োজন তা আমি বুঝি।

নমুনা চিত্র:

 

আমি নিজেও অনেকদিন থেকে মোবাইকেই আমার Recording Studio হিসেবে ব্যাবহার করে আসছি। কারন যখন গানের মুড আসে তখন সবসময় ত আর PC পাওয়া যায়না। কিন্ত সমস্যা হলো প্রায় সব মোবাইলেই খারাপ মানের (low bit rate) .AMR ফরম্যাটে রেকডিং হয়, যার ফলে নিজের স্বর ভালো শোনায় না।

এর সমাধানে আমি খুঁজে পাই ALON MP3 DICTAPHONE যা সরাসরি MP3তে রেকর্ড কের এবং দেয় আসল ভয়েস Quality. এর মাধ্যমে 16kbps to 64kbps High Quality গান রেকর্ড করতে পারবেন, যা আপনার গলার স্বরকে অবিকৃতভাবে বাজাবে।

এছাড়াও এর দ্বারা PhoneCall ও রেকডিং করা যাবে কোন Beep Sound ছাড়াই। তাই এটি একই সাথে একটি Voice & Call recorder.

প্রয়োজন- নকিয়া N-Series, E-Series এবং অন্যান্য Symbian Phones যার OS S60 3rd and 5th Edition.

"আমি নিজে ব্যবহার করি N73 ME দারুন কাজ করে।"

Note: আপনার মোবাইলটি অবশ্যই Hack করা হতে হবে।

আমরা জানি নকিয়ার সিমবিয়ান সেটগুলো দিয়ে অনেক কিছু করা যায়, কিন্ত HACK  করা না হলে কেন unsigned sis ইনস্টল হবেনা কারন নকিয়া বহুত খারাপ। ফোনের সিকিউরিটির জন্য সব বন্ধ করে রাখে। এ যেন মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা আরকি।

যাই হোক ইনস্টল করবেন এরপর ২১ ডিজিটের যেকোন নম্বর দিয়ে রেজিস্ট্রশন করবেন; তারপর উপভোগ করুন High Quality MP3 Voice Recording আর তাক লাগিয়ে দিন সবাইকে ।

আর আপনারা যদি নকিয়া মোবাইলের Firmware কিভাবে HACK করতে হয় তা জানতে চান তবে আমাকে জানান।আমি পরবর্তী টিউনে তা জানাব। এতে লাভ হল আপনরা সব UNSIGNED SIS ফাইল ইনস্টল করতে পারবেন কোন ঝামেলা ছাড়া; এবং উপভোগ করতে পারবেন আপনার মোবাইলের পূর্ণ সুবিধা। ধন্যবাদ সবাইকে ।

আমার ওযেব সাইট ভিজিট করলে কৃতার্থ হব।

ব্লগস্পটে নিচের ব্লগদুটি করেছি, দোয়া করবেন।

http://alok-mistry.blogspot.com

http://bestnewsoftwares.blogspot.com

 

আমার নতুন সাইট দেখুন এখানে- ক্লিক করুন

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

:::ধন্যবাদ:::

UPDATE- নকিয়া ফোন হ্যকিং টিউন এখানে ক্লিক করুন

Level 0

আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক তো পাচ্ছিনা।

ভাই ডাউনলোড লিংক কালকে পাবেন।

ভাই … আপনি কিসের মিস্ত্রী ? ???

Level 0

vai, apnar tune ta porlam. software ta download korechi. nokia set ar firmware kivabe hack korte hoy janale khusi hobo. valo thakben.

ধন্যবাদ পলাশ, একটু অপেক্ষা করুন। শীঘ্রই এথানে আপনি পাবেন কীভাবে এন সিরিজের ফোন ফার্মওয্যার হ্যাক করা যায়। ধন্যবাদ।

Level 0

How to hack Nokia 5800? Thanks

বস, নোকিয়া 7610 কিভাবে হ্যাক করব জানালে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।

Level 0

বোস সফট্য়ার টা েক্সিট কোরলে কি কাজ কারে নাহ?

ভাইয়েরা সুখবর আছে, নকিয়া সিমবিয়ান ফোন হ্যাকিং কৌশল আজই প্রকাশিত হবে।

Level 0

বস আমার নোকিয়া ই63 কিবাবে হেক কর্বো বলে দিলে প্রচুর খুসি হবো….

Olok Vai apnar soft ta download korsi. Kintu Install er shomoy Update error bole..Ami N73 Use kori..