অনেকদিন পর বাজারে ফিরল নোকিয়া। তারা ফিরিয়ে নিয়ে এল তাদের লিজেন্ডারি ফোন "নোকিয়া ৩৩১০"। ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে তারা নতুন রূপে ফিরিয়ে নিয়ে এলো "নোকিয়া ৩৩১০"। নোকিয়া ৩৩১০ নতুন ভার্সন ১৭ বছর পর বাজারে ফিরল, আগের সেই বিশাল চার্জের ব্যাকআপ ও টেকসই ফোনের সাথে এখন যুক্ত হচ্ছে নতুন নতুন সব ফিচার। নোকিয়া সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে সবার হাতে স্মাট ফোন পৌছে দেওয়ার জন্য নতুনভাবে প্রচেস্টা শুরু করেছে। তো চলুন টেকটিউনসারস ও টিউজিটরগন দেখে নেওয়া যাক নোকিয়া ৩৩১০ এ আগে যা ছিল আর এখন যা যা থাকছে:
এবং সর্বশেষ এ ফোনটি বাজারে এসেছিল ২০০০ সালে।
নোকিয়া ৩৩১০ সর্বশেষ নতুন ভার্সন নিয়ে ২০১৭ সালে আবার মার্কেট এ আসে।
এর আগে ২০০০ সালের সেপটেম্বরে ১ তারিখে রিলিস হওয়া নোকিয়ার হেন্ডসেট নোকিয়া ৩৩১০ প্রচুর পরিমান ব্যাবসা সফল একটি প্রোডাক্ট ছিল। তখন নোকিয়া ৩৩১০ এর গ্রহনযোগ্যতা ফোন ব্যবহারকারীদের কাছে দিন দিন বাড়তেই থাকে। মোবাইলফোন বাজারের পুরো বাজারই তখন নোকিয়ার দখলে চলে আসে।
নোকিয়া ৩৩১০ নোকিয়া কোম্পানীর সবচেয়ে বেশী বিক্রিত ফোন মডেল গুলোর একটি। যেকোন কোম্পানী যেকোন ফোন নোকিয়া ৩৩১০ মত ব্যবসা সফল প্রডাক্ট হতে পারেনি। নোকিয়া ৩৩১০ ছিল নোকিয়া কোম্পানীর সবচেয়ে জন্য লাভজনক প্রোজেক্ট গুলোর মাঝে একটি। তখন পুরো বিশ্বে ১২৬ মিলিয়ন নোকিয়া ৩৩১০ বিক্রি করতে পেরেছিল নোকিয়া। এখন দেখার বিষয় হচ্ছে ২০১৭ সালে রিলিস হওয়া নোকিয়া ৩৩১০ ফোনটি কতোটুকু ব্যবসা সফল পন্য হয় নোকিয়ার জন্য।
সবাই ভালো থাকবেন। আর টেকটিউনসের সাথেই থাকুন, মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।
আমি সৈকত রায়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
without you i more