তাই অনেক ভুল হবে , দয়া করে নিজগুনে ক্ষমা করে দেবেন ।
এবার কাজের কথায় আসা যাক !
মোটামুটি ভাবে ১৯৮০-১৯৯০ সাল পর্যন্ত psion নামের এর ‘pda’ উৎপাদক সংস্থা তাদের pda এর আকার খুব ছোট এবং শক্তিশালী করে তুলতে সক্ষম হয় ।
তাদের এই এই যন্ত্রগুলি ব্যবহার যোগ্য কির্বোড, ছোট আকৃতি, এবং কম শক্তিতে বেশি সময় ধরে চলার উপযোগী হওয়াতে এগুলি জনপ্রিয় হয় ।
১৯৯৭ সালে psion তাদের চতুর্থ প্রজন্মের অপারেটিং সিস্টেম সহ সিরিজ ‘৫’ PDA বাজারে ছাড়ে ।যে গুলি তখনকার দিনে খুব জনপ্রিয় হয় ।
এর পর থেকেই মোবাইল যন্ত্রের প্রস্তুতকারীরা একটি উপযুক্ত অপারেটিং সিস্টেম এর খোঁজ করতে থাকে ।অবশেষে ২৪শে জুন, ১৯৯৮ সালে এনটিটি ডোকোমো, নকিয়া , সনিএরিকসন, মটোরোলা ও ‘Psion’ এর যৌথ মালিকানায় সান মাইক্রোসিস্টেম এর সহায়তায় তৈরি হয় সিমবিয়ান লি:।
তখন শেয়ার বিভাজন ছিল এরকম –
২৪ শে জুন ১৯৯৮ সালে নোকিয়া ‘সিম্বিয়ান’ এর সমস্ত শেয়ার কিনে নেয় ।২০০৮ সালের জুন মাসে ঘোষিত হয় ‘সিম্বিয়ান ফাউন্ডেশন’ যা সিম্বিয়ানের ডেভেলাপমেন্টের দিকটি দেখাশুনা করে ।২০০৯ সালের এপ্রিল মাসে পাকাপাকি ভাবে এটি চালু হয়ে যায় ।
সিম্বিয়ান লিমিটেড তার পরের র্ভাসেনের ঘোশনা করেছে , সিম্বিয়ান^৪ কে আমরা ২০১১র মাঝামাঝি হাতে পেতে চলেছি ।
সিম্বিয়ান সিরিজ ৬০ v২ এবং সিম্বিয়ান সিরিজ ৬০ v১ এর মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই ।শধু সিম্বিয়ান ৬০ v২ কিছুটা শক্তিশালী , তবে কোর কাঠামো একই ।
সিম্বিয়ান অপারেটিং সিস্টেম সি++ দিয়ে তৈরী ।এটিকে এমন ভাবে তৈরী করা হয়ে ছিল যাতে এটি কম মেমোরি যুক্ত ডিভাইসে কাজ করতে পারে ।এইখানে
একটা কথা বলা যেতে পারে – যত দিন গেছে ততই মোবাইল গুলির দ্রুত উন্নতি হয়ছে যেমন ঃ-
সিম্বিয়ান সিরিজ ৬০ v২ এবং v১ গুলিতে ছিল ১৭৬*২০৮ রেজোলিউসনের ।
সিম্বিয়ান সিরিজ ৬০ v৩ এর মোবাইল গুলিতে ছিল ২৪০*৩২০ রেজোলিউসনের ।
সিম্বিয়ান^৩ এর মোবাইল গুলিতে ৩৬০*৬৪০ রেজোলিউসনের ।
এতো গেলো সব ছেঁন্দো কথা । পরের দিকের টপিকগুলোতে
এবং আরো অনেক কিছু নিয়ে আসছি...
বাংলা লেখায় হাত অত্যন্ত কাঁচা ।তাই টপিকগুলির মধ্যে ব্যবধান থাকবে, একটু অপেক্ষয়াই না হয় করলেন ।
( ক্রমশ...)
(পুনশ্চ : এটি লিখতে আমার ঘন্টা দুয়েক লেগেছে )
আমি শ্যাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
FROM INDIA.. STUDDING AT BUIE (BANKURA UNNAYANI INSTITUTE OF ENGINEERING) IN ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING 3RD SEM(2nd year)
টেকটিউনসের প্রযুক্তির কারখানায় আপনাকে স্বাগতম! গুড স্টার্ট, পরবর্তি টিউন গুলো পড়ার অপেক্ষায় রইলাম। 🙂