মোবাইলের খুঁটিনাটি : সিম্বিয়ানের গোড়ার কথা

এটা আমার জীবনের প্রথম টিউন ।

তাই অনেক ভুল হবে , দয়া করে নিজগুনে ক্ষমা করে দেবেন ।

এবার কাজের কথায় আসা যাক !

এর পূর্ব ইতিহাসঃ-

মোটামুটি ভাবে ১৯৮০-১৯৯০ সাল পর্যন্ত psion নামের এর ‘pda’ উৎপাদক সংস্থা তাদের pda এর আকার খুব ছোট এবং শক্তিশালী করে তুলতে সক্ষম হয় ।

psion

তাদের এই এই যন্ত্রগুলি ব্যবহার যোগ্য কির্বোড, ছোট আকৃতি, এবং কম শক্তিতে বেশি সময় ধরে চলার উপযোগী হওয়াতে এগুলি জনপ্রিয় হয় ।

১৯৯৭ সালে psion তাদের চতুর্থ প্রজন্মের অপারেটিং সিস্টেম  সহ সিরিজ ‘৫’ PDA বাজারে ছাড়ে ।যে গুলি তখনকার দিনে খুব জনপ্রিয় হয় ।

psion pda 5

এর পর থেকেই মোবাইল যন্ত্রের প্রস্তুতকারীরা একটি উপযুক্ত অপারেটিং সিস্টেম এর খোঁজ করতে থাকে ।অবশেষে ২৪শে জুন, ১৯৯৮ সালে এনটিটি ডোকোমো, নকিয়া , সনিএরিকসন, মটোরোলা ও ‘Psion’ এর যৌথ মালিকানায় সান মাইক্রোসিস্টেম এর সহায়তায় তৈরি হয় সিমবিয়ান লি:।

symbian logo

তখন শেয়ার বিভাজন ছিল এরকম –

  • নকিয়া -- ৫৬.৩%
  • এরিকসন -- ১৫.৬%
  • সনিএরিকসন -- ১৩.১%
  • প্যানাসনিক -- ১০.৫%
  • স্যামসাং -- ৪.৫%।

২৪ শে জুন ১৯৯৮ সালে নোকিয়া ‘সিম্বিয়ান’ এর সমস্ত শেয়ার কিনে নেয় ।২০০৮ সালের জুন মাসে ঘোষিত হয় ‘সিম্বিয়ান ফাউন্ডেশন’ যা সিম্বিয়ানের ডেভেলাপমেন্টের দিকটি দেখাশুনা করে ।২০০৯ সালের এপ্রিল মাসে পাকাপাকি ভাবে এটি চালু হয়ে যায় ।

অগ্রগতিঃ-

  • সিম্বিয়ান^১ – সিম্বিয়ান লিমিটেড সবার প্রথমে এই অপারেটিং সিস্টেম চালু করে । এই বিভাগের ম্যধে সর্বশেষ র্ভাসেন হলো বিল্ড ৯.৪ ,অর্থাৎ সিম্বিয়ান v3 ।
  • এরই মধ্যে রয়েছে আমাদের সবথেকে জনপ্রিয় সিম্বিয়ান সিরিজ ৬০ v২ ।
  • সিম্বিয়ান^২ -- সিম্বিয়ান লিমিটেডের এই র্ভাসেনটি আমাদের মতরা খুব কমজনই ব্যবহার করেছে ।এই র্ভাসেনটি মূলত কিছু জাপানি কোম্পানি , শার্প মোবাইল ও এন টি টি ডোকোমো ব্যবহার করে ।
  • সিম্বিয়ান^৩ - সিম্বিয়ান লিমিটেডের এই ভার্সেনটি সর্বনূতন ।এটিকে ২০১০ সালের ১৫ই জানুয়ারীতে ঘোশনা করা হয়।এর সবচেয়ে বড় আপডেট হলো এর ৩ডি প্রযুক্তি ।এটি ‘HDMI’ সাপ্রোর্ট করে । এর মোবাইল গুলিতে ১ গিগার প্রোসেসর দেওয়া রয়েছে ।এই ভার্সেনটির মোবাইলগুলি মধ্যে ‘এন৮’ অন্যতম ।তবে সব চেয়ে বড় কথা এই যে , এই ভার্সেনটি ওপেনসোর্স ।

সিম্বিয়ান লিমিটেড তার পরের র্ভাসেনের ঘোশনা করেছে , সিম্বিয়ান^৪ কে আমরা ২০১১র মাঝামাঝি হাতে পেতে চলেছি ।

সিম্বিয়ান সিরিজ ৬০ v২ এবং সিম্বিয়ান সিরিজ ৬০ v১ এর মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই ।শধু সিম্বিয়ান ৬০ v২ কিছুটা শক্তিশালী , তবে কোর কাঠামো একই ।

সিম্বিয়ান অপারেটিং সিস্টেম সি++ দিয়ে তৈরী ।এটিকে এমন ভাবে তৈরী করা হয়ে ছিল যাতে এটি কম মেমোরি যুক্ত ডিভাইসে কাজ করতে পারে ।এইখানে

একটা কথা বলা যেতে পারে – যত দিন গেছে ততই মোবাইল গুলির দ্রুত উন্নতি হয়ছে যেমন ঃ-

DISPLAY র দিক দিয়ে –

সিম্বিয়ান সিরিজ ৬০ v২ এবং v১ গুলিতে ছিল ১৭৬*২০৮ রেজোলিউসনের ।

ন৭২

সিম্বিয়ান সিরিজ ৬০ v৩ এর মোবাইল গুলিতে ছিল ২৪০*৩২০ রেজোলিউসনের ।

সিম্বিয়ান^৩ এর মোবাইল গুলিতে ৩৬০*৬৪০ রেজোলিউসনের ।

এতো গেলো সব ছেঁন্দো কথা । পরের দিকের টপিকগুলোতে

  • ১) একটি মোবাইল কিভাবে কাজ করে
  • ২) সিম্বিয়ান অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে
  • ৩) একটি সিম্বিয়ান সফটওয়ার কিভাবে তৈরি হয়
  • ৪) কিভাবে একটি সিম্বিয়ান সফটওয়ারকে মোডিফিকেশন করবেন
  • ৫) কিভাবে কোন সফটওয়ারের ভাষা পরির্বতন করবেন ।
  • ৮) ফ্লাশিং এর পদ্ধতি
  • ৯)ফার্মওয়ারের ভাষা পরিবর্বতন...

এবং আরো অনেক কিছু নিয়ে আসছি...

বাংলা লেখায় হাত অত্যন্ত কাঁচা ।তাই টপিকগুলির মধ্যে ব্যবধান থাকবে, একটু অপেক্ষয়াই না হয় করলেন ।

( ক্রমশ...)

(পুনশ্চ : এটি লিখতে আমার ঘন্টা দুয়েক লেগেছে )

Level 0

আমি শ্যাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

FROM INDIA.. STUDDING AT BUIE (BANKURA UNNAYANI INSTITUTE OF ENGINEERING) IN ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING 3RD SEM(2nd year)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসের প্রযুক্তির কারখানায় আপনাকে স্বাগতম! গুড স্টার্ট, পরবর্তি টিউন গুলো পড়ার অপেক্ষায় রইলাম। 🙂

    ধন্যবাদ পরের গুলতে একটু সময় লাগবে তবে আস্তে আস্তে দেবই

দারুন হইছে , চালিয়ে যান ।

ভাল হইসে চালিয়ে যান

some information 100% wrong. example apni symbian 60v1= symbian^1 bolechen eta vul. asole s60v5= symbian^1. ekhane ^ mark diye “QT” bojano hoyache. r “QT” holo symbian operating system er kono app or theme making korar software(windows/linux/mac os base software). QT^1 diye kono app make korle seta s60v5 mane symbian^1 device+ ^3 Device run korbe but QT^3 diye make korle seta s60v5(nokia 5800,omnia hd) set a run kobena.only n8(symbian^3) set a run korbe. short kore lekhar jonne onek kichu cut korlam. tune ti korar age http://www.forum.nokia.com ei site dekhun. vul info deya theke biroto thakun. thanks

    first of all thanks for ur kind reply..
    now kindly note..
    symbian^1 is the first release from symbian limited .that’s a operating system type…under ^1 symbian release three firmware 1.s60v1 2.s60v2 3.s60v3 . its never preferred to any thees of theme or app making….
    symbian^2 which one is the second release from symbian ltd. under symbian^2 theirs one release 1.s80
    symbian^3 is the latest release from symbian ltd. under which symbian foundation still not specify any name so it known as symbian^3 only .

    after all symbian^anything is a operating system type .

    for better, example…

    1.under symbian^1 s60v1 and s60v2,and s60v3 are same type of operating system…
    but when you look at symbian ^3 , its a totally different operating system which is optimized for touch screen .
    2.in the case of support , look smart setting works fine on s60v2 , but dose not work on s60v1 .
    3.in the case of support , look python program runs in s60v3 that also run on s60v2 .
    4.above all file structure of app or theme are same under any ^1 or ^2 or ^3 .
    5.here i don’t wana to post a difficult thread with iner structure of symbian .So i just make it simple… for that if any prob. I’m sorry .

    পরিশেষে একটা কথা বলব বাংলা ফোরামে বাংলা লিখলে ভালো হয় ।(এটা অন্য ফোরাম থেকে পাওয়া আমার শিক্ষা)

Level 0

Good tune . Chalie jan……

জটিল পোস্ট……………………
অনেক ধন্যবাদ শ্যাম ভাই……………..
চালিয়ে যান ।

    ধন্যবাদ তবে কিছু মনে করবেন না পোস্টকি জটিল হয়েছে । না ‘জটিল পোস্ট’ এটার অন্য কোনো মানে আছে ।
    আসলে আনেক জায়গাতে এটা দেখি ।

thanks vi, waiting for next..

অসাধারন শুরু,
আপানাকে সু-স্বাগতম টেকটিউন্সের টিউন পরিবারে।
আপনার প্রথম টিউন অনেক মান সম্মত টিউন হইছে,
আশা করছি সামনেও এর ধারাবাহিকা বজায় রাখবেন,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই টিউনটির জন্য এবং
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

    ধন্যবাদ
    আমি অনেক দিন ধরে টিউন পড়ি ।আপনার মন্তব্য গুলো অসাধারন লাগে ।কিভাবে এখানে প্রোফাইল পিকচার দেব সেটা একটু বলুন তো ।

    আপনি এখানের টিউন গুলি দেখেন সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ,
    https://www.techtunes.io/category/techtunes-resource/

Level 0

বস চালিয়ে যান। জটিল।

প্রথম টিউনই ফাটিয়ে দিয়েছেন।
আমি আরেকজন কোয়ালিটি টিউনার দেখতে পাচ্ছি। 😀

(পুনশ্চ : এটি লিখতে আমার ঘন্টা দুয়েক লেগেছে )
এত কষ্ট করার জন্য ধন্যবাদ।

টিটিতে সূস্বাগতম।

ভালো লাগলো টিউনটি। পরের টিউনের অপেক্ষায় ফয়েজ

http://www.foyaz.wapka.mobi

Level 0

মোবাইল এর উচ্চারণ সহ ডিকশনারি!!!!! https://www.techtunes.io/mobileo/tune-id/57560/