আগের টিউনে আমি ফ্রি এস.এম.এস পাঠানোর একটি টিউন করেছিলাম। সেক্ষেত্রে জাভা এনাবল সেটের প্রয়োজন ছিল। তবে এবার ফ্রি এস.এম.এস পাঠাতে পারবেন জাভা এনাবল সেট ছাড়া। তবে আপনার সেটে ইন্টারনেট বা জি.পি.আর.এস থাকতে হবে।
আসলে আপনি যে ম্যাসেজ রিসিভারের কাছে পাঠাবেন তা সরাসরি রিসিভারের কাছে পৌঁছবে না। তার কাছে একটি লিংক যাবে। যে লিংকে ক্লিক করে রিসিভারেকে ম্যাসেজটি পড়তে হবে। এক্ষেত্রে সেন্ডার এ রিসিভার উভয়কে রেজিষ্টারট থাকতে হবে।
আপনারা যদি কেউ রেজিষ্টেশন করলে আমাকে অবশ্যই ম্যাসেজ দিবন। আমি সেগুলোর রিপ্লাই অবশ্যই দিব। সেটাও এই সাভির্স ব্যবহার করে। আমার নম্বর 8801717565568
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। mhrf.habibur@yahoo.com
ভাল।