ফ্রি এস.এম.এস পাঠান আপনার সেলফোন থেকে যত খুশি-পর্ব-(2)

আগের টিউনে আমি ফ্রি এস.এম.এস পাঠানোর একটি টিউন করেছিলাম। সেক্ষেত্রে জাভা এনাবল সেটের প্রয়োজন ছিল। তবে এবার ফ্রি এস.এম.এস পাঠাতে পারবেন জাভা এনাবল সেট ছাড়া। তবে আপনার সেটে ইন্টারনেট বা জি.পি.আর.এস থাকতে হবে।

চলুন দেখিঃ

  • 01. প্রথমে আপনার সেটের wap Browser এ যেয়ে http://www.bluepulse.com এ ভিজিট করুন।
  • 02. আপনার নিকনেম, মোবাইল নম্বর, ইমেইল দিয়ে রেজিষ্টেশন করুন। (অবশ্যই সচল মোবাইল নম্বর দিবেন। কারন এ নম্বরে তারা আপনার পাসওয়ার্ড পাঠাবে)
  • 03. এরপরে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে নিকনেম ও পাসওয়ার্ড আসবে। এটি কাগজে লিখে রাখুন।
  • 04. এবার পুনরায় সাইটের হোমপেজে আপনার নিকনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • 05. এখন ম্যাসেজ টেক্স বক্সে আপনার ম্যাসেজ ও মোবাইল নম্বরের বক্সে রিসিভারের মোবাইল নম্বর টাইপ করুন। অবশ্যই ইন্টারন্যাশনাল ফরমেটে। যেমনঃ আপনার নম্বর যদি 01xxxxxxxxx এবং আপনার দেশ যদি বাংলাদেশ হয় তাহলে লিখুন 8801xxxxxxxxx
  • 06. কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ম্যাসেজ উল্লেখিত নম্বরে পৌঁছে যাবে।

এবার দেখুন আসল শর্তঃ

আসলে আপনি যে ম্যাসেজ রিসিভারের কাছে পাঠাবেন তা সরাসরি রিসিভারের কাছে পৌঁছবে না। তার কাছে একটি লিংক যাবে। যে লিংকে ক্লিক করে রিসিভারেকে ম্যাসেজটি পড়তে হবে। এক্ষেত্রে সেন্ডার এ রিসিভার উভয়কে রেজিষ্টারট থাকতে হবে।

আপনারা যদি কেউ রেজিষ্টেশন করলে আমাকে অবশ্যই ম্যাসেজ দিবন। আমি সেগুলোর রিপ্লাই অবশ্যই দিব। সেটাও এই সাভির্স ব্যবহার করে। আমার নম্বর 8801717565568

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল।

হুমম… ভালো হয়েছে !!!

Level 0

আসল মেসেজ এর চেয়েও টাকা বেশী যাবে।

Level 0

হাবিবুর ভাই কিছু মনে করবেন না দয়া করে। আপনারা ফ্রী sms সংকান্ত আমার টিউনটি পড়ুন, সব সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।
টিউনটি পড়তে চাইলে এখানে যান https://www.techtunes.io/other/tune-id/4762/ কোন সমস্যা হলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

দেখি কি হয়!

এই সিস্টেমটা ভাল লাগেনি….
তারচেয়ে for-ever.us অনেক ভাল।