অাপনি কি গ্রামীনফোনেরর গ্রাহক? ওয়াওবক্স ব্যবহার করতে বিরক্ত লাগে? তাই ব্যবহার করেন না? অাসুন জানি কেন অাপনি জিপি’র ওয়াওবক্স ব্যবহার করবেন…

***অাপনি কি গ্রামীনফোনের গ্রাহক? তাহলে এই টিউনটি অাপনার জন্য অাপনি ওয়াওবক্স ব্যবহার করেন?
ওয়াওবক্স ব্যবহার করতে বিরক্ত লাগে? কেন অাপনি ওয়াওবক্স ব্যবহার করবেন??? অাজকের দিনে ইন্টারনেট একটি কমন ব্যাপার! সবার হাতে স্মার্টফোন, সবার হাতেই ইন্টারনেট, পুরো বিশ্ব অাপনার হাতের মুঠোই!! ইন্টারনেট কমন ব্যাপার, কিন্তু ইন্টারনেট ব্যবহার করার জন্য যে মেগাবাইট/গিগাবাইট (MB/GB) সেটা কিন্তু কমন ব্যাপার নয়! এই মেগাবাইট কেনার জন্য টাকার প্রয়োজন। অামাদের দেশে মেগাবাইটের দাম অন্যদেশের তুলনায় বেশি! কোন এক পরিসংখ্যাননে দেখা গেছে বাংলাদেশে প্রতি গিগাবাইটের দাম ৯০ টাকা। কিন্তু অামাদের কাছ থেকে নিচ্ছে অারো বেশী।

তাহলে কমদামের মেগাবাইট কই? হুম বলতেছি সেটাও দেয়া হয়! বিভিন্ন অফারের মাধ্যমে এবার ওয়াওবক্স এর কথায় অাসি ওয়াওবক্স" যেখানে অাপনি পাবেন প্রতি সপ্তাহে ২০ মেগাবাইট ফ্রি, সপ্তাহে ৫০ টোকেন ফ্রি! টোকেন কি? টোকেন হল ওয়াওবক্সের পক্ষ থেকে গিফট! টোকেন দিয়ে কি করব? মেগাবাইট কিনবেন| যেমন: ৫টোকেন = ২০ এমবি ফেসবুক প্যাক, ২০ টোকেন = ১০ এমবি নরমাল প্যাক। এছাড়াও ধরেন অাপনি ওয়াওবক্স থেকে ১২৯৳ দিয়ে ২ জিবি প্যাক কিনলেন! সেখানে অাপনাকে ১২৯ টোকেন গিফট দেবে। এবং এক পর্যায়ে টোকেন পেতে পেতে টোকেন এর পরিমাণ যখন অনেক বেশি হবে তখন বড় সাইজের প্যাক কিনতে পারবেন।

ইন্টারনেট অফার সবসময় ম্যাসেজের মাধ্যমে দেওয়া হয়না! কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়মিত অাপডেট দেয়া হয়, কিন্তু অামরা সবসময় ওয়েবসাইটের এর সাথে কানেক্টেড থাকতে পারি না,
অার অামরা বঞ্চিত হয়ে যাই অফার থেকে। অার সেই অফার গুলো ওয়াওবক্সে নিয়মিত দেয়া/অাপডেট করা হয়।

অার ওয়াওবক্সে অাপনি পাবেন বিভিন্ন নিউজ,ইন্টারটেইনমেন্ট,ম্যাগাজিন ইত্যাদি সবচেয়ে বড় কথা হল ওয়াওবক্স একদম ফ্রি!

ধন্যবাদ কষ্ট করে পুরো লেখাটি পড়ার জন্য।

#বিঃদ্রঃ অামি কিন্তু জিপি'র দালাল নই। 😊

Level 1

আমি শরিফু্ল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অাপনি কি গ্রামীনফোনেরর গ্রাহক? ওয়াওবক্স ব্যবহার করতে বিরক্ত লাগে? তাই ব্যবহার করেন না? অাসুন জানি কেন অাপনি জিপি’র ওয়াওবক্স ব্যবহার করবেন…

bhi ato sundor likhasen wow box somporke ja kau jantona apni janalen tai ami soho sobai janlo. amar monahoi r karo wow box bebohar korte birogto lagbena anonda anonda beoher korbe. thank you bhi….

শেয়ার করার জন্য ধন্যবাদ…….. অনেকের-ই উপকারে আসতে পারে,,,,,,,,