আইফোন সমগ্র [পর্ব -৩] কিভাবে আপনার আইফোন ৪ -এর BaseBand পরিবর্তন না করেই iOS 4.2.1 ভার্সনে আপডেট করবেন।

আইফোন সমগ্র

বেশ কিছু আইফোন ৪ ব্যবহারকারীরা iOS 4.2.1 ভার্সনে যাওয়ার ফলে তারা তাদের আইফোনকে জেইলব্রেক বা আনলক কোনটাই করতে পারছেন না। কিছু কিছু ব্যবহারকারী অনেক কৌশলে তাদের আইফোন ৪ কে জেইলব্রেক করতে পারলেও কিছুতেই আনলক করতে পারছেন না। তাই তাদের জন্য এই টিউনটি। টিউনটির সহজ স্টেপগুলি মনোযোগ দিয়ে সম্পন্ন করতে পারলেই আপনি আপনার আইফোনকে সহজে জেইলব্রেক এবং আনলক করতে পারবেন। এই টিউনটি শুধু মাত্র আইফোন ৪ ব্যবহারকারিদের জন্য। আপনি ২য় পর্ব থেকে খুব সহজেই আপনার আইফোনের অন্যন্য ভার্সন গুলি (3G, 3GS ... ) জেইল ব্রেইক করতে পারবেন।

------সাবধান ------

এই টিউটোরিয়াল অনুসরণ করাতে যদি আপনার আইফোনের কোন সমস্যা হয় তাহলে আমি কোনভাবেই দায়ী থাকব না।

তাই যা করবেন, নিজের ঝুকিতে করবেন।

তবে প্রতিটি স্টেপ মনোযোগ এবং ঠিঠাকমত সম্পন্ন করলে কো সমস্যা না হওয়ার সম্ভবনাই বেশি।

আসুন দেখা যাক কিভাবে আপনার আইফোন ৪ এর BaseBand পরিবর্তন না করেই iOS 4.2.1 ভার্সনে আপডেট করবেন-

১। নিচের ডাউনলোড লিংকগুলি থেকে TinyUmbrella সফট্ওয়ারটি আপনার পছন্দের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিন-

উপরের দেওয়া লিংকগুলিতে যে ভার্সনটি আছে সেটি CDMA সহ সাপোর্ট করে যার প্রভাইডার Verizon ।

এছাড়াও আপনাকে নিচের লিংকটি থেকে আইফোন ৪ এর জন্য ফ্রেমওয়ার ভার্সনটি ডাউনলোড করতে হবে।

এটি শুধুমাত্র আইফোন ৪ এর জন্য।

২। আপনার আইফোন ৪ টি কম্পিউটারে কানেক্ট করুন। এরপর TinyUmbrella সফট্ওয়ারটিতে ডাবলক্লিক করে চালু করুন। যদি নিচের মত কোন সিকিউরিটি মেসেজ আসে তাহলে Unblock করুন।

যদি TinyUmbrella সফলভাবে আপনার আইফোনটিকে ডিটেক্ট করতে পারে তাহলে নিচে দেখানো General Tab -এর উইনডোটিতে আপনার আইফোন ৪ এর যাবতীয় তথ্য পাবেন। যেমনঃ iPhone Model, firmware version, baseband version

৩। পরিবর্ততে যদি কোন সমস্যা হয় সেজন্য আগে থেকেই আপনার আইফোনটির SHSH টি সেভ করে নিন। এটি করার জন্য Save SHSH এ ক্লিক করুন। সেভ হয়ে গেলে এটি TinyUmbrella সফট্ওয়ারটির General Tab -এ দেখতে পাবেন।

৪। SHSH সেভ করার পর “Start TSS Server” এ ক্লিক করুন। এখন সফট্ওয়ারটি ওই সার্ভারে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং সেইসময় iTunes সফট্ওয়ারটিকে কে বন্ধ করে দেবে। যদি কোন Error ম্যাসেজ পান তবে আর সামনে এগুতে পারবেন না। Error Message টির কারণ জানতে চাইলে Log ট্যাবে যেতে পারেন।

আর যদি সবকিছুই ঠিকঠাকমত চলতে থাকে তাহলে আপনি একটি ম্যাসেজ পাবেন। মেসেজটা "TSS Server running successfully" এইরকম। এছাড়াও “Start TSS Server” জায়গায় তখন “Stop TSS Server” দেখাবে। কখনোই “Stop TSS Server” -এ ক্লিক করবেন না।

যখনি এই ম্যাসেজ দেখতে পাবেন তখনি iTunes পূণরায় চালু করুন।

৫। যখনি iTunes চালু হবে তখনি আপনার আইফোনটি লিষ্টের মধ্যে দেখাবে। iTunes যদি আপনার আইফোনটিকে আপডেট করতে বলে তাহলে No করে দিন। এরপর আপনার আইফোনটিকে ক্লিক করুন। সাইটে  Restore সহ একটি অপশন দেখতে পাবেন। Shift চেপে ধরে Restore এ ক্লিক করুন। এখন একটি উইনডো আসবে। সেখাবে আপনাকে প্রথমে ডাউনলোড করা ফ্রেমওয়ার ভার্সনটিকে দেখিয়ে দিতে (Browse)  হবে। ফ্রেমওয়ার ভার্সনটিকে Browse করার পর Restore এ ক্লিক করুন। iTunes এখন আপনার আইফোনটিকে আপডেট করা শুরু করে দেবে।

৬। আপনি iTunes থেকে 1013 নম্বর error পেতে পারেন। মেসেজটি পাওয়ার সাথে সাথে iTunes বন্ধ করে দিতে হবে। 1013 ইরোর মানে হল "Your baseband has not been updated. Press Ok to continue." ।

আর যদি আপনি 16XX  নম্বরের মত কোন মেসেজ পান তাহলে আপনার আইফোনটিকে DFU মুডে নিন এবং ৫ নম্বর স্টেপটি পূণরায় অনুসরণ করুন।

যদি আপনি কোন 1013 নম্বরের কোন মেসেজ না পান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার Baseband টি আপডেট ছিল।

৭। এখন পরবর্তি ষ্টেপ হল আপনার ফোনটিকে জেইলব্রেক করা। আপনার আইফোনটির জেইলব্রেক করতে চাইলে এই টিউনটি দেখতে পারেন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম জানা হল আনেক কিছু।ধন্যবাদ

সাইফুল ভাই আপনি কি আইফোন খরিদ করেছেন? এতদিন কোকিয়া নিয়ে লিখতেন একখন নোকিয়া তো ভুলেই গেলেন 🙂

    না ভাই আইফোন এখনো কিনি নাই। আর নোকিয়াকে কোনদিনই ভুলবনা। আসলে নোকিয়া নিয়ে অনেকগুলা টিউন করেছি তাই অন্যগুলার বিষয়েও জানার / জানানোর চেষ্টা করছি। নোকিয়ারও জন্যও টিউন করছি। শ্রীঘ্রই পাবেন।

ভাই আপনি কি জানেন আইফোন জেইলব্রেক করলে iphone4 slow হয়ে যায়?
I use iphone4, so i know!

    না ভাই জীবনেও কোনোদিন শুনি নাই। যে আইফোন ৪ জেইলব্রেক করলে স্লো হয়ে যায়। আপনিই প্রথম শুনালেন।
    ধন্যবাদ।

Level 0

ভাই iphone 3g 16gb টা বাংলাদেশ এ পাওয়া যায়। আর পেলেও কত টাকা পরবে, একটু details বলবেন কি।

    জি ভাই। আইফোন ৩জি বাংলাদেশে পাওয়া যায়। তবে আমি দামটা ঠিক বলতে পারছি না।
    ধন্যবাদ।

Level 0

Vai Jodi DFU mode e stuck hoye thake tahole ki korte hoy?

Level 0

ভাই SHSH কি? এটা কি ভাবে কাজ করে? আমার phone ১টা appa আছে SHSH , যা আমি cydia থেকে download করছি। এবং এইটা তে ঢুকলে ১টা option আছে, যা দিয়ে phone এর model সহ iOS save করা যায়। আমি আমার iphone 3gs+iOS 4.1 & iOS 4.3.3 save করছি। পরে তা আমার email add sent করে রাখছি।but আমি এইটা কি ভাবে কাজে লাগাবো???plezzz @saiful

    @mohim: যখন আপনার আইফোন আনলক করতে পারবেন না। তখন এটি কাজে লাগবে।

Level 0

brother, amr iphone 4 key pad r password vhule gechi…kono solution ache ki?

Level 0

ধন্যবাদ আপনাকে। আপনার আইফোন বিষয়ক পোস্টগুলো অনেক কাজের। অতীতে আমার কাজে লেগেছে তাই আবারও সাহায্য চাইছি। আইফোন 4 এর Baseband 4.11.08 কে আনলক করার কোনো প্রক্রিয়া জানা আছে কি? যদি ফ্রি না হয় তাহলে আমি নেট থেকে টাকা দিয়ে কোড কিনে ও করতে রাজি আছি। সেই ক্ষেত্রে আপনার জানা মতে কোন সাইট জেনুইন কোড প্রোভাইড করে?
সাহায্য করলে উপকৃত হব।

Level 0

ধন্যবাদ। কিন্তু এগুলো কিভাবে কাজ করে বুঝতে পারতেছি না। নেটে ঘাটাঘাটি করে দেখলাম আইফোন 4 এর Baseband 4.11.08 এর আনলক করার সফ্টয়্যার এর ডেভেলপম্যান্ট চলছে। এখন ও রেডি হয়নি। তাই কতটুকু উপকৃত হবো এই সকল সাইট থেকে বুঝতে পারছি না। তবুও ট্রাই করবো। আবারো ধন্যবাদ আপনাকে।

Level 0

sumon bhi http://www.easyunlockingsolutions.com ai link golo boa. karon ami iphone 4 use kore. agola dia unlock korta gacelam. amar dolar golo goca gace. sodo sodo taka nosto korban na.