সেরা ভিডিও কনভার্টার… চায়না মামারা এদিকে…

কি, কেন এবং কিসের জন্য -

আজকাল বাজারে সহজলভ্য মাল্টিমিডিয়া মোবাইল ফোনের কথা উঠলেই প্রথমে মাথায় আসে চায়না ব্রান্ডের কথা তারপর নাহয় অন্যান্য ব্রান্ড । কিন্তু মাল্টিমিডিয়া সেট ঠিক... কিন্তু সে পরিমান ব্যবহার ত আমরা করতেই পারিনা । কারন ব্লুটুথ দিয়ে কোন ভিডিও নিব তার বেশিরভাগই চলেনা । শুধু শুনি দোস্ত তোর মোবাইল নষ্ট আর না হয় ব্রান্ডের মোবাইল কিন পুরানা আমলে আর কতদিন পইরা থাকবি । পুরানা আমলের দিন বুঝি শেষ হতে চলল আজকাল এয়ারটেল যেভাবে ওয়ারিদকে ফেলে বাংলাদেশে ঢু মেরেছে মাইক্রোম্যাক্স বা নোকিয়া কে ল্যাং মারবে না তার কি কোন নিশ্চয়তা আছে । চায়না মোবাইলের সফলতা বুঝি জিলিসফট ভিডিও কনভার্টার আল্টিমেট আরো সহজ করে দিল । শুধু সুন্দর কোয়ালিটির ভিডিও দেখাই নয় তার সাউন্ড কোয়ালিটিও হবে এমপিথ্রির মতন । তাও আবার হিসেব করা সাইজে প্রতি মিনিট মাত্র দুই মেগাবাইট । হাহাহা... শুনতে হাস্যকরই বটে তাই সত্যি ।


ফিচারসমূহ -

59.95$ এর ভার্শনটি একদম ফ্রী - তারপর নাকি আবার লেটেস্ট ।

Xilisoft Video Converter Ultimate 6.0.15 Build-1110

যোগ করুন প্রায় যেকোন ধরনের বা ফরম্যাটের ভিডিও ফাইল আপনার প্রয়োজনভেদে...

আউটপুট ডিভাইস সাপোর্ট করে -

  • China Mobile and any brand mobile
  • iPod, iPod nano, iPod classic, iPod shuffle, iPod touch
  • iPhone, iPhone 3G, iPhone 3GS, iPhone 4, Apple TV
  • Apple iPad
  • PSP, PS3
  • Xbox, Xbox 360
  • General 3GP mobile phone, BlackBerry, etc.
  • General MP4 players: Archos, Creative Zen, iRiver, etc.
  • Windows Mobile devices: Pocket PC, Dell Axim X51, HP iPaq hw6500 series, etc.
  • Google phones: Nexus One, HTC Hero, HTC G2 Magic, HTC Tattoo, Motorola Droid, Motorola CLIQ, SamSung i7500
  • Windows Phone 7: HTC Surround, HTC 7 Mozart, HTC 7 Trophy, HTC HD7, HTC 7 Pro, LG Optimus 7, LG Quantum/Optimus 7Q, Dell Venue Pro, Samsung Focus, Samsung Omnia 7

ইনপুট ফরম্যাট সাপোর্ট করে -

ভিডিও -

AVI, MPEG, WMV, MP4, FLV, MKV, H.264/MPEG-4, DivX, XviD, MOV, RM, RMVB, M4V, VOB, ASF, 3GP, 3G2, SWF, H.261, H.264, DV, DIF, MJPG, MJPEG, DVR-MS, NUT, QT, YUV, DAT, MPV, NSV
AVCHD Video (*.mts, *.m2ts), H.264/MPEG-4 AVC (*.mp4), MPEG2 HD Video (*.mpg; *.mpeg), MPEG-4 TS HD Video (*.ts), MPEG-2 TS HD Video (*.ts), Quick Time HD Video (*.mov), WMV HD Video (*.xwmv), Audio-Video Interleaved HD Video (*.avi)

অডিও -

MP3, WMA, AAC, WAV, CDA, OGG, FLAC, APE, CUE, M4A, RA, RAM, AC3, MP2, AIFF, AU, MPA, SUN AU Format

ইমেজ় -

BMP, GIF, JPEG, PNG

আউটপুট ফরম্যাট সাপোর্ট করে -

ভিডিও -

AVI, MPEG, WMV, MP4, FLV, H.264/MPEG-4, DivX, XviD, MOV, RMVB, ASF, 3GP, 3G2, SWF, VOB, TS, DV,MKV
H.264/MPEG-4 AVC (*.mp4), MPEG2 HD Video (*.mpg; *.mpeg),MKV HD Video, MPEG-2 TS HD Video (*.ts), Quick Time HD Video (*.mov), WMV HD Video (*.wmv), Audio-Video Interleaved HD Video (*.avi)

অডিও -

MP3, WMA, AAC, WAV, OGG, FLAC, APE, M4A, RA, AC3, MP2, AIFF, AMR, SUN AU Format

ইমেজ -

BMP, GIF, JPEG, PNG

সংযোজন করা হয়েছে সিপিউ মিটার যার সাহায্যে আপনি আপনার পিসির কার্‍্যক্ষমতা দেখতে পারবেন তাতক্ষনিক । আর সঙ্গে আছে প্রিফারেন্স সুবিধা ও ।

আছে শর্টক্লিপ করে রাখার সুবিধা ।

সাবটাইটেল ফাইল সংযোজন করতে পারবেন ।

নতুন কোন অডিও ফাইল যুক্ত করতে পারবেন ।

প্রয়োজনমত সুন্দর সুন্দর এফেক্ট ব্যবহার করতে পারবেন । এর মধ্যে আছে -

  • ভিডিও কাটার
  • ছবি সংযোজন
  • ওয়াটারমার্ক বা কোন অংশ ঘোলা বা লেখা প্রদান করা
  • কালারিং ইফেক্ট
  • স্থানভেদে শব্দ সংযোজন করা
  • সাবটাইটেল যুক্ত করা

ব্যবহার করা হয়েছে nVIDIA CUDA টেকনোলোজি যা দিবে কম্প্রেশনে ৫ গুন গতি

চায়না মামাদের জন্য -

চায়না মোবাইলের জন্য যে ফরম্যাটটি ব্যবহার করতে হবে তা নিচে দেয়া হল -

Video codec - MPEG - 4

video size - 192x144

video rate - 192K

Frame rate - 15fps

Audio codec -  MPEG - 4 AAC

Sample rate - 44100

Bitrate - 128K

Channels -  Stereo

নিচের চিত্রগুলোর মত করে আপনার চায়না মোবাইলের প্রোফাইলটি তৈরি করে ফেলুন ।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন -

ইন্সটলের পর সিরিয়াল কি ব্যবহার করুন রেজিস্ট্রেশনের জন্য ।
ধন্যবাদ । সিরিয়াল কি ভেতরেই আছে ।

কষ্ট করে পরার জন্য ধন্যবাদ । দয়া করে মন্তব্য জানাবেন... কারন ভুল করেই মানুষ নতুন করে কোন কিছু করার উতসাহ পায় ।

Level 0

আমি অর্ণব ফাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 244 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা নিয়ে আগেও আরো টিউন হইছে কিন্তু এত ভাল ভাবে মনে হয় আর উপস্থাপিত হয় নাই,
টিউনটি অসাধারন হইছে,
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ও কাজের একটি টিউন করার জন্য।

    ধন্যবাদ ।
    আমি যে সফটওয়্যারটি দিতে চেয়েছি তা একদম নতুন ভার্শন, যেটাতে আরো নতুন কিছু সংযোজিত হয়েছে । আর আমি সর্বাপেক্ষা ভালো উপস্থাপনের চেষ্টা করেছি । ধন্যবাদ উ্তসাহের জন্য ।
    এই ভার্শনটি – Xilisoft Video Converter Ultimate 6.0.15 Build-1110
    আর একদম রেজিষ্টার্ড ভার্শন – নো কী্লগেন…

    আবারো ধন্যবাদ ।

    ভাই টিউ্নটি ভালো লাগলে সেরা টিউনের জন্য মনোনিত করবেন ।
    ধন্যবাদ ।

সফটওয়ার+টিউন দু’টোই চমৎকার।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

সুন্দর, ধন্যবাদ। আগে পোষ্ট হল কি হলনা ও নিয়ে কখনও ভাববেন না। জানার শেষ নেই, আর এরকম সুন্দর জ্ঞানও কখনওই কিছু ভেবে সীমাবদ্ধ করা উচিত নয়। আমরা বাঙ্গালীরা তথ্যপ্রযুক্তিতে এভাবে যত বেশী শেয়ারীং করব তত বেশী উন্নতি লাভ করব। আসুন সবাইকে বরং উদসাহ দেই পোষ্ট করবার জন্যে, হোক না সেটা একি পোষ্ট পাচবার করে, তুও ৬ষ্টবারে একটা নতুন জ্ঞানও তো পেতে পারি।
ধন্যবাদ,keep going

    দারুন একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
    এই মন্তব্য নতুন টিউনারদের শেয়ার করার ব্যাপারে উ্ত্‌সাহিত করবে ।

Level 0

সর্বপরি প্রিয়তে ও +

Level 0

sundor……,..sundor……..khub sundor lagse vai.

ভাল লিখছেন
ভাই আমার একটা উপকার করতে পারেন, আমি .ts video file চালাতে পারছি না, সব player try করেছি এমনকি k lite codec, full+standard version , mpeg or mkv তে convert করলে কি qualityকমে যাবে? কারণ এটি ১৯২০*১০৮০পিক্সেল ভিডিও।

ধন্যবাদ

    জী ভাই… আপনি এই কনভার্টার এর মাধ্যমেই এ্কটা সহজ সমাধান পেতে পারেন । আপনি সফটোয়্যার এর প্রোফাইল অ্পশনে HD – MKV Video টি সার্চ দিন অথবা সিলেক্ট করুন । আর কোন সেটিং ঘাটাঘাটি করার প্রয়োজন নেই । আ্পনার *.ts ফাইলটি যেরকম কোয়ালিটির ছিল ঠিক সেই রকম কোয়ালিটি প্রদান করবে । আবার স্পেস ও কম লাগবে । কিন্তু একটা সমস্যা হল এই *.ts থেকে *.MKV কনভার্টে কোন কম্প্রেশন টেকনোলোজি কাজ করেনা… তাই আপনার সময় বেশি লাগবে…

    ধন্যবাদ ।

যায় হোক টিউনটি দারুণ ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ বিস্তারিত নিয়ে টিউন করার জন্য।

    মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
    ভাই আপনার আর্নিং এর টিউনগুলো দেখে ভালো লাগল । চালিয়ে যান ।

Level 0

অনেক সুন্দর হয়েছে…………..ধন্যবাদ।

onek SUNDOR tune……

ভালোই হয়েসে । অসাধারন tune , ছমতকার ।

    আপনিও অসাধারন এ্কটা মানুষ… ছা্দ মামা… 😉
    ধন্যবাদ ।

Level 0

আরে ভাই এত বড় টিউন । অসাধারন…
আজকে সময় কম তাই পছন্দের টিউনে রাখসি । চায়না মোবাইল ইউজ করি তাই বইলা পইচা যাইনাই… আজকে রাতেই নামামু সফটোয়্যারটা ।
ধন্যবাদ

    ভাই আমিও ইউজ় করি চায়না । তাইত মনের দুঃখ বুঝি…
    ধন্যবাদ ভাই ।

ধন্যবাদ বিস্তারিত টিউন করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ ভাই ।
    যোবায়ের ভাই আপনার প্রত্যেক টিউনের জন্য অপেক্ষা করি… দয়া করে আপনার আগামী টিউ্নটা খুব দ্রুত উপস্থাপন করুন… সামনে সেমিস্টার পরীক্ষা । আপনার হ্যাকিং এর উপর প্রত্যে্কটা টিউন ই ভালো ছিল ।

এক্কেবারে খাটি কথা কইছেন ভাইজান। এইটার উপর আসলেই কোনো কনভার্টার নাই। মারাত্মক কাজ করে। আমি অনেক দিন ধরে ব্যবহার করতাছি। আর টিউনটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ।

    যদিও সিনেট এর তথ্যমতে এই সফটওয়্যার এর অবস্থান ২য় । এভিএস ভিডিও কনভার্টার এখনো ১ম স্থান ধরে রেখেছে । কিন্তু কম্প্রেশন টেকনোলোজির জন্য আমি জিলিসফটকে অবশ্যই এগিইয়ে রাখব…
    মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

Level 0

Thanks for detail tune. Carry it on.

ভাই নীলদাঁত,
চমতকার টিউনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ না দিয়ে পারা গেল না। অতি সুন্দর। আমার মতে এটা মেগা টিউন। চালিয়ে যান।

সালাম ভাইজান এক কথায় অসাধারণ টিউন . আমি চায়না মোবাইল ব্যবহার করি . সেটাতে আমি 3gp ফরমেটে গান শুনতাম. কিন্তু কোনো মজা পেতাম না . কারণ sound quality খুব বেশী খারাপ হতো . তাছাড়া হয় sound quality ভালো হতো নয় video quality . আপনার এই convetor টা download করলাম এবং কথা মত কাজ করলাম. আপনার কথায় কোনো ভুল নেই. অসাধারণ টিউন. অনেক অনেক অনেক …….. ধন্যবাদ ভাই.

ভাইয়া আমারটাতে দুই দিন কাজ করার পর আজকে আবার নতুন করে সিরিয়াল কি চাইছে, কিন্তু নতুন করে দেবার পরো কাজ কোরছে না,এখন আমি কি করব যদি কনো টিপস থাকে
বললে খুব বাল হত।

    আপনি আবার আনইন্সটল করে ্রিস্টার্ট করে পুনরায় ইন্সটল দেন।
    ধন্যবাদ ।

মামা অসাধারন – সফটইয়্যার না, আপনার লেখাটা। অ/ধ (অসংখ্য ধন্যবাদ)।

ভাই, এই কনভার্টারে মধ্যে তো ভাইরাস পেলাম।
ভাইরাসের নাম : ‘Win32/Toolbar.Zugo’।
আমি ESET Smart Security লাইসেন্স করাটা ব্যবহার করি। এখন কি করি বলেন ?
আমাকে কি কেউ ভালো মানের ভিডিও কনভার্টার দিতে পারেন, যেটাতে সর্বচ্চ রেজ্যুলেশানে ভিডিও কনভার্ট করা যাবে ? আমার প্রয়োজন :
640 X 480
1280 X 960
আমার এই দুইটি রেজ্যুলেশানই লাগবে, এর কম হলে হবে না। প্লিজ….. ও হ্যা, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে। আসলে আমি ভিডিও এর সাইজ কমাতে না, ভালো মানের রেখে মোবাইলে শুনতে চাচ্ছি।