৪দিন থেকে টিউন করিনি তাই খুব খারাপ লাগছে। কিন্তু কি করার সবারিতো একটু আধটু ব্যস্ততা থেকেই যায়। তো যাইহোক আজকে আমি আপনাদেরকে আর একটি কাজের সফট্ওয়ার উপহার দেব। যার নাম Theme Scheduler । যার মাধ্যমে আপনি আপনার থিমগুলো পরিবর্তন করার ঝামলা থেকে বেচে যাবেন।
এত টাকা দিয়ে মোবাইল কিনে যদি একটু ফ্যাসনই না করলাম তাহলে কি হল। মোবাইলে প্রতিদিন একই থিম দেখতে প্রায় বেশিরভাগ মানুষেরই বোর লাগে। যদিও আমার এই ধরণের মোবাইল নেই। কিন্তু আমি আমার কম্পিউটারের ডেস্কটপের ওয়ারপেপার ৫ দিন পর পর চেন্স করি। আমার অবশ্য ভালই লাগে।
সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবেঃ
তারপর অপশনে "Options" এ ক্লিক করুন। নিচের মত একটি উইনডো আসবে
তারপর "new'' এ ক্লিক করুন। নিচের মত
এবার আপনার পছন্দমত অপশনটি বেছে নিয়ে সেখানে ক্লিক করুন। তারপর আশা করি আপনারা বুঝতে পারবেন কি করতে হবে।
**********************************************************
আমার সবগুলো টিউন দেখার জন্য "আমার টিউনার পাতা" তে ক্লিক করতে পারেন।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/crazzzzzzyboy
**********************************************************
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
saiful vai er tune manei boss.