!!!!একদিন আনলিমিটেড ইন্টারনেট মাএ 2 টাকায়!!!!

আশা করছি এই লেখাটাও আপনাদের কাজে দিবে।

আমার এই লেখাটা কিছুটা পূর্বের লেখার সূত্রানুযায়ী লেখা। তাই আপনাদের উচিত প্রথমে আমার আগের লেখাটা(তিনদিন আনলিমিটেড 32 টাকায়) পড়া। লিংক

পড়া শেষ হলে এবার 2 টাকার ট্রিকটি বলা যাক।

আসলে কাজটা কিছুই না। আপনাকে একই এসএমএস পাঠাতে হবে একই নাম্বারে কিন্তু মাসের সর্বশেষ দিনে।
মানে মাস যদি 30 দিনের হয় তবে 30 তারিখেই পাঠাবেন, 29 তারিখের যদি মাস হয় তাহলে 29 তারিখেই পাঠাবেন।
এসএমএস পাঠাবার 2 ঘন্টার মাঝে আপনাকে একটি ফিরতি এসএমএস এ নিশ্চিত করা হবে যে আপনার নেট এ্যাকটিভ হয়েছে।মজার ব্যাপার হল আপনার এসএমএস বাবদ 2 টাকা কাটবে কিন্তু নেটের জন্য কোনো টাকা কাটবে না।
তবে আপনারা কিন্তু 1 দিন ই এই সুবিধা পাবেন তাও মাসের সর্বশেষ দিন!!!!

আমি এই মার্চ মাসে 3 দিনের নেট এ্যাকটিভ করে চালিয়েছি। আর আমার বন্ধু(জিয়াউদ্দিন) 1 দিনের নেট এ্যাকটিভ করেছে।

তাই এই ট্রিকটাও যে কার্যকর তাও প্রমানিত।সেটিংটা আপনাদের আমার লেখা পূর্বের টিউন এ বিস্তারিত বলা আছে। আপনারা দয়া করে ঐখান থেকে শিখে নিবেন। একই সেটিং প্রযোজ্য।

আমি একটা জিনিস নিয়ে লিখতে ভুলে গিয়েছিলাম কিভাবে আপনারা ফোনকে মডেম হিসেবে ব্যবহার করার সময় এ্যাক্সেস পয়েন্ট ঠিক করবেন। এখন তাই লিখছি। তবে আমার যেহেতু নকিয়া তাই আমি নকিয়ে সেটের জন্যই লিখতে পেরেছি। অন্য সেটের বিষয় জানি না।

প্রথমে আপনি আপনার NOKIA PC SUITE ওপেন করুন।এবার Connect to the Internet এ ক্লিক করুন।

120.jpg

এখন একটু দ্রুত Configure ক্লিক করতে হবে(নতুবা অটো কানেক্ট হবার প্রচেষ্টা করবে)।

217.jpg

তারপর আপনি লিস্ট থেকে আপনার সেট নির্বাচন করে Next চাপুন।

314.jpg 413.jpg

এবার Configure the Connection Menually সিলেক্ট করে Next চাপুন।

512.jpg

এখন Access Point এ gprsunl লিখে Next চাপুন।

69.jpg

এবার Connect ক্লিক করা মাত্র আপনার সেট কানেক্ট হবে।

79.jpg

আপনাদের এই টিউনটা উপকারে দিলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের খুশী করাই আমার মূল উদ্দেশ্য!!!!(বিদায় হে বন্ধু বিদায়) আমার নেট আর মাত্র 30 মিনিট পর শেষ হয়ে যাবে এবং আমি পরবর্তী মাস নেট নিচ্ছি না। তাই আমি আর প্রতিদিন আপনাদের নতুন লেখা দিতে পারব না।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি মজা! এখন মাত্র 2 টাকা দিয়েই স্বপ্ন দেখা যাবে!!
বিস্তারিত মন্তব্য : https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/4457/

ফয়সল ভাই,আপনার লেখা সত্যি ই খুব ভালো লাগে।তবে আমি আশা করব আপনি আবার নেট কানেকশন নেবেন এবং আমাদেরকে সন্দর সুন্দর টিপস উপহার দিবেন।তবে আপনার লেখা পড়ে বলা যায় যে আপনার মাথায় বেশ বুদ্ধি আছে।যাই হোক আপনাকে ধন্যবাদ।ভালো থাকেন।

রনোেরনের

ভাই দেখেন চেষ্টা করে আমাদের সাথে থাকতে পারেন কিনা। নেট কানেকশন ছাড়বেন না প্লিজ।

আমাদের মাঝে স্থায়ী ভাবে চলে আসবেন আশাকরি।

Level 0

জ্বলে উটে নিইভা গেলে খারাপ লাগে টেকটিউনসকে সচল রাখার জন্য এগিয়ে আসুন সবাই কথা হবে আবার আশায় আছি “”””””””””””””””””””””””””~~~~~~~~~~~>>??

ধন্যবাদ , এটা সম্পর্কে কোন ধারনা নেই। একটি ক্লিয়ার করে বললে ভাল হয়

Level 0

ফয়সল ভাই সুন্দর সুন্দর টিউন জন্য আপনার আপেক্ষায় রইলাম……..

Level 0

ভাই,
আমার একটা প্রশ্ন অােছ- েসটা হল- আপনার এই িট্রকটা িক আেগর মেতাই েটিলটেকর িসমই চলেব নািক অন্য েকান িসেমর- আর এসএমএসটা আেরা একবার পিরস্কার কের িদেল ভাল হয়

Level 0

ভাল টিপস বনধু

কেবল টেলিটক সীম এর জন্য প্রযোজ্য।

প্রথমেই ধন্যবাদ!
কিছু মনে করবেননা । আপনি তথ্যটা কোথায় পেয়েছেন জানালে খুশি হব ।

VAI KHUE CHOMOTKRITO HOILAM>CArRy On

tuner bisoy ta nice . but ,porjapto totto na thakai ami mone kori a tune ta 3rd categogir tune