হোয়াটস এপ এ সংক্রামিত হচ্ছে ভাইরাস। এবং রবিতে ছবি সহ ফ্রি ফেসবুক। দুই টিউন একসাথে।

সম্প্রতি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য নতুন
ফাংশনসহ হোয়াটসঅ্যাপ হালনাগাদ হয়েছে, যাতে
ব্যবহারকারী ছবি ও ভিডিওর পাশাপাশি পিডিএফ, জিপ,
ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ফাইলের মতো ফাইল
পাঠাতে পারেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ভাষ্য, ই-মেইলে অ্যাটাচমেন্ট
পাঠানোর মতো সহজে বার্তা পাঠানোর পাশাপাশি
অ্যাটাচমেন্ট যুক্ত করার সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপে। এটি
ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের অভিজ্ঞতা আরও উন্নত
করবে।
বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের এই সুবিধা আবার
নতুন বিপদের আশঙ্কাও তৈরি করছে। নতুন এই ফিচার
ব্যবহার করে ডকুমেন্ট আদান-প্রদানের সময় ভাইরাস চলে
আসতে পারে, যা মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে
নিয়ে ব্যবহারকারীকে বিপদে ফেলতে পারে। এই ফাংশনের
অটোমেটিক ডাউনলোড অপশনটি বন্ধ না করলে বিপদের
সম্ভাবনা বেশি।
বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, ফাইল শেয়ারের ক্ষেত্রে
নিরাপদ থাকতে হোয়াটসঅ্যাপের সেটিংস ফাংশনে গিয়ে
অটোমেটিক ডাউনলোড অপশনটি নিষ্ক্রিয় করে দিন।

এবং রবিতে ছবি সহ ফ্রি ফেসবুক:

শুভ সন্ধ্যা। রবিতে ফ্রি ছবি সহ ফেসবুক চালাবার একটা ট্রিক্স পেলাম। আমি ট্রাই করার পর আমার কাজ হয়েছে। এখন আপনি চালাতে চাইলে।
প্রথমে আপনার ফোনের টাকা শুন্য রাখুন।
তারপরএই লিংক:

Go here

এ যান তারপর এই এইরকম লিখা আসবে।

To use free.facebook.com, you need to be on a SIM card from one of these carriers: Grameenphone Robi Axiata Ltd.You can still use Facebook at facebook.com

এখন ফেসবুক লিখা তে ক্লিক করুন আর চলে যাবে
m.facebook.com এ।
বড় কথা হল চাইলে আপনি ফেসবুক এ শেয়ার করা লিংক গুলাতে ভিজিট করতে পারবেন

আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার ব্লগে আসার আমন্ত্রন রইলো।

Level 0

আমি আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস