মজা করার জন্য সফট্ওয়ারতো অনেক রকমেরই দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে অন্য একটি মজার সফট্ওয়ার উপহার দিচ্ছি। সফট্ওয়ারটির নাম LED It। এটির সাহায্যে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেকে LED (Light Emitting Diode) হিসেবে ব্যবহার করতে পারবেন।
***************************************************
***************************************************
তাহলে এক ঝলক দেখা যাক এটি কেমনঃ
প্রথমে সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর সফট্ওয়ারটিকে চালু করুন।
চালু করার পর উপরের স্কিনশর্টটির মত মধ্যখানে একটি বক্স দেখতে পাবেন। বক্সটিতে ক্লিক করে কোন কিছু লেখুন। তারপর Left Areo (বাম দিকের তীর চিহ্নের) আইকোনটিতে ক্লিক করুন। আমি টেকটিউনস লিখেছিলাম তাই নিচের মত দেখাচ্ছে।
এখান আপনার ডিসপ্লে ফিলিং ষ্টেশনের ডিসপ্লের মত লেখাটিকে চলাচল করাবে।
এছাড়াও আপনি নিচে চারটি বিল্ডইন অপশন দেখতে পাবেন। এগুলোতে ক্লিক করলেই বুঝতে পারবেন। এগুলি কি রকম।
যেমন ধরুন আমি টাইম (সময়) এর আইকোনটিতে ক্লিক করেছি। নিচের মত দেখাবে
ব্যাস ! এই হয়ে গেল আপনার Light Emitting Diode ডিসপ্লে।
***********************************************************************************************
আমার সবগুলো টিউন দেখতে উপরে "আমার টিউনার পাতা" তে ক্লিক করুন।
আমার ইমেইল ঃ [email protected]
ফেসবুকে আমি ঃ http://www.facebook.com/crazzzzzzyboy
***********************************************************************************************
************************************END***************************************
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
Nice……..thanks