কেমন আছেন সবাই?
সম্প্রতি Techtunes এ S60_3rd & 5th_Edition_Mobile এর নানা ধরনের সফটওয়্যার নিয়ে টিউনের হার যেভাবে বেড়ে চলছে সেই তুলনায় ভিজিটর বা টিউনারদের আগ্রহও কিন্তু কম নয়। তাই S60_5th_Edition_Mobile ব্যবহারকারীদের জন্য শেয়ার করলাম New SPB Shell V. 3.7.1 Build 635 by Nokia নামের একটি জটিল সফটওয়্যার।
সফটওয়্যারটি ইনস্টল করার সময়
১. "Certificate Expired"
২. "Unable to Install a Protected Application from an Untrusted Supplier"
৩. "Restricted by Certificate Type"
জাতীয় কোন সমস্যা দেখা দিলে Certificate সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য টিউনার সাইফুল ভাই এর (কিভাবে ৫ মিনিটেই আপনার মোবাইলের সার্টিফিকেট ডাউনলোড................) এই টিউনটি আপনার কাজে আসবে।
সফটওয়্যারটিতে পাবেনঃ
* Photo contacts
* Picture frame
* Media player
* Weather
* Facebook and Twitter status
* Wireless switches
* Phone profile
* Appointments and tasks
* ... and many others
সবকিছু মিলিয়ে সফটওয়্যারটি ইনস্টল এর পরে আপনার মোবাইলটিতে আসবে একটি অদ্ভুত সৌন্ধর্য্য।
রেজিস্ট্রেশন এর জন্য নিচের স্ক্রীনশটটিতে ব্যবহৃত ১২ ডিজিটের যে কোন একটি কী ব্যবহার করতে পারেন তবে কোন স্পেস বা (-) দিতে হবে না।
নিচে সফটওয়্যারটির কিছু স্ক্রীনশট দিলামঃ
Enjoy Your Phone!
বিঃদ্রঃ সফটওয়্যারটি নিয়ে ইতিপূর্বে কোন টিউন না দেখায় এবং টি টি তে SPB Shell নামে খোঁজ করে কোন টিউন না পাওয়ায় টিউনটি করা, তবুও ইতিপূর্বে একই বিষয়ে কারো টিউন থাকলে প্লিস খারাপ দৃষ্টিতে দেখবেন না।
আমি সুজন দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a Gamer, Blogger & Freelance.
সফট্ওয়ারটা অনেক ভাল। অনেক ধন্যবাদ সেয়ার করার জন্য। আমি এটি নিয়ে টিউন করতে চেয়েছিলাম। যাইহোক আপনি করাও যেই আমি করাও সেই টিটিতে থাকলেই হল।
তবে সফট্ওয়ারটি র্যামে প্রচুর জায়গা নেয়। তাই সেট আগের থেকে অনেক স্লো কাজ করে (আমি ব্যবহার করে যতটুকু বুঝেছি)।