!!!!নির্দিষ্ট সময়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল ফোন!!!!

আমি যখন গ্রামীনফোনের P3(রাত 12 থেকে সকাল 8টা) প্যাকেজ ব্যবহার করতাম তখন আমি ঘুমাবার আগে ডাউনলোড দিয়ে তারপর ঘুমাতাম, কিন্তু বড় বড় ফাইল ডাউনলোড দিতে একটা ভয় থাকত। যদি ডাউনলোড শেষ হতে সকাল আটটার উপর বেজে যায়??তখনই আমি অটো সেট বন্ধ করার সফ্ট খুজে বের করি।

 আমি বর্তমানে এই সফ্ট ব্যবহার করি নামাজের সময় মসজিদে যেন মোবাইল বেজে না উঠে তার জন্য! আমি কতটার দিকে মসজিদে যাই তা তো আমি জানিই। ঐ সময় আমি সেট করে রাখি ব্যাস, মোবাইল অটো বন্ধ হয়ে যায়।

 অনেক কথা বলা হল আসুন এবার শিখে নেয়া যাক।ডাউনলোড করে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

এবার সফ্টটা ওপেন করুন।
214.jpg

 এবার আপনি Option থেকে Set এ ক্লিক করুন।

 311.jpg

এবার আপনার সেট কতটায় বন্ধ হবে তা লিখুন।

 410.jpg 59.jpg 

এবার Ok চাপুন।

115.jpg 

ব্যাস্ কাজ শেষ। এবার Back চাপুন দেখবেন সফ্টটা অটো মিনিমাইজ হয়ে যাবে।এবং সময়মতো ঠিকই আপনার সেট বন্ধ হয়ে যাবে।

যেহেতু এটা একটি সিস্ সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। আমি আমার নকিয়া এন70 এবং নকিয়া 7610 তে চালিয়েছি।

না চললে জানাবেন। আর লেখাটা আপনার কাজে দিলে কমেন্ট করবেন কিন্তু!!!!

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পরবর্তী লেখা হচ্ছে-

“জাভা সেটের যেকোনো File Hide করুন, এবং Delete করুন নকিয়ার Undeletable রিংটোনস,ইমেজ,থিমস সহ আরও অনেক কিছু।”

ফয়সাল ভাই এই টিউন টা ভালো লাগলো কারন আমারও আগে একই সমস্যা ছিলো তবে,এখন আমি ২৪ঘন্টা ইন্টারনেট
ব্যাবহার করছি এখন আর এ সমস্যা হয় না।তবে আপনার নতুন টিউন টির জন্য অপেক্ষায় থাকছি।(জলদি টিউন করুন্‌…….।)

জাভা সেটের লেখাটার পরবর্তী লেখার বিষয় পেয়ে গেছি। লেখাটি হবে-

“!!!! তিনদিন আনলিমিটেড ইন্টারনেট ভ্যাটসহ মাত্র 32 টাকায় !!!!”

তিনদিন আনলিমিটেড ইন্টারনেট ভ্যাটসহ মাত্র ৩২টাকা মানে……………। একটু ভালো করে বিস্তারিত বলবেন কি ফয়সাল ভাই?

ভাই আপনার তাড়াতাড়ি লিখেন অপেখায় আছি তাড়াতাড়ি

জাভা সেটের ফাইল “লক”…….আপনি কি ফাইল এক্সপ্লোরারের কথা বলছেন?

দুঃখিত, ফাইল লক না বরং ফাইল হাইড হবে।

কিছুটা ঐ টাইপের সফ্টই। লেখাটা প্রকাশ করলেই আপনি জানতে পারবেন। লেখা শেষ এখন কেবল ছবি আপলোড বাকি।

সাইফুর রহমান ভাই অপেক্ষায় থাকুন ইন্টারনেটের লেখাটা প্রকাশ করলেই দেখতে পারবেন।

Level 0

ফয়সল ভাই খুব সুন্দর টিউন করেছেন আমি এখন গ্রামীনফোনের P3 প্যাকেজ ব্যবহার করি.please ভাইয়া Nokia S60 V3 জন্য সফটওয়্যার টি আপলোড কইরেন, ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাইয়া আমার n76 এ কাজ হয়না ফাইল সাপরট করে না

নোকিয়া v3 তে কাজ করেনা

কারো কাছে কি এমন কোন Android App আছে, ব্যাটারী লেভেল ১০ এর নিচে এলেই ফোন অটো শাটডাউন হয়ে যাবে ?