আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি সফট্ওয়ারের সাথে পরিচয় করিয়ে দেব। সফট্ওয়ারটির নাম Step Counter। সফট্ওয়ারটি মূলত গণনা করার কাজে ব্যবহার করার জন্য। আমার বাবা খুবই আল্লাহভিরু এবং তিনি পেশাগত ভাবে একটি মসজিদের ইমাম। আমার বাবা টাচ মোবাইল কেনার পর সফট্ওয়ার (বেশিরভাগ ইসলামীক) খোজাখুজিতেই বেশি সময় কাটাত। এবং আজ পর্যন্ত আমি যত সফট্ওয়ার আপনাদেরকে উপহার দিয়েছি তার প্রায় বেশিরভাগ সফট্ওয়ারই আমার বাবার কল্যাণে পাওয়া। তবে অত্যান্ত দুঃখের বিষয়টি হল গতকাল বাবার মোবাইলটি চুরি হয়ে গেছে। (উদ্ধারকাজ চলছে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি খুজে পাই)
আপনারা হয়ত প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে আমি আমার বাবার কথা কেন বলছি? কারণটি হল এই সফট্ওয়ারটি বাবা তসবী হিসেবে ব্যবহার করত। তাই টিউনের হেডলাইনে আমি এটিকে তসবী হিসেবে উল্লেখ করেছি।
সফট্ওয়ারটির নিচের স্কিনশর্টটি দেখলেই বুঝতে পারবেন এটি কেমন এবং কিভাবে ব্যবহার করতে হয়ঃ
স্কিনশর্টটি দেখে নিশ্চই বুঝতে পারছেন এটি কিভাবে ব্যবহার করতে হয়।
এখন শুধু + চিহ্নটিতে টাচ করুন এবং আল্লাহর জিকির করা শুরু করে দিন (সুবাহানআল্লহ, আলহামদুল্লিাহ, আল্লাহুআকবার, লা-ইলাহা-ইললাল্লাহ)।
********************************************************************************************
আমার ইমেইল- [email protected]
ফেসবুকঃ http://www.facebook.com/crazzzzzzyboy
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
মামা, নানার সিস্টেমটা খুবই ভাল লাগল। ইনশাআল্লাহ আপনার সফটওয়ার টি আমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর পরীক্ষার জন্য দোয়া করব কেমন করে কারণ আপনি আর আমিতো একসাথে পরীক্ষা দেব।