ডাউনলোড করুন ডিজিটাল তসবী আর শুরু করে দিন আল্লাহর গুণগান (জিকির)। (TouchTune)। মোবাইল নেই তো কি হয়েছে? ডিজিটাল তসবীটা দেখে যান।

আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার  একটি সফট্ওয়ারের সাথে পরিচয় করিয়ে দেব। সফট্ওয়ারটির নাম  Step Counter। সফট্ওয়ারটি মূলত গণনা করার কাজে ব্যবহার করার জন্য। আমার বাবা খুবই আল্লাহভিরু এবং তিনি পেশাগত ভাবে একটি মসজিদের ইমাম। আমার বাবা টাচ মোবাইল কেনার পর সফট্ওয়ার (বেশিরভাগ ইসলামীক) খোজাখুজিতেই বেশি সময় কাটাত। এবং আজ পর্যন্ত আমি যত সফট্ওয়ার আপনাদেরকে উপহার দিয়েছি তার প্রায় বেশিরভাগ সফট্ওয়ারই আমার বাবার কল্যাণে পাওয়া। তবে অত্যান্ত দুঃখের বিষয়টি হল গতকাল বাবার মোবাইলটি চুরি হয়ে গেছে। (উদ্ধারকাজ চলছে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি খুজে পাই)

আপনারা হয়ত প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে আমি আমার বাবার কথা কেন বলছি? কারণটি হল এই সফট্ওয়ারটি বাবা তসবী হিসেবে ব্যবহার করত। তাই টিউনের হেডলাইনে আমি এটিকে তসবী হিসেবে উল্লেখ করেছি।

এতক্ষণ অনেক প্যাচাল পাড়লাম এখন কাজের কথায় আসি।

সফট্ওয়ারটির নিচের স্কিনশর্টটি দেখলেই বুঝতে পারবেন এটি কেমন এবং কিভাবে ব্যবহার করতে হয়ঃ

স্কিনশর্টটি দেখে নিশ্চই বুঝতে পারছেন এটি কিভাবে ব্যবহার করতে হয়।

এখন শুধু + চিহ্নটিতে টাচ করুন এবং আল্লাহর জিকির করা শুরু করে দিন (সুবাহানআল্লহ, আলহামদুল্লিাহ, আল্লাহুআকবার, লা-ইলাহা-ইললাল্লাহ)।

ডাউনলোড না করলে জিকির করবেন কিভাবে? তাই ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

********************************************************************************************

****আমার সবগুলো টিউন দেখতে http://www.techtunes.io/tuner/saifulmd_0/ লিংকে প্রবেশ করতে পারেন****

আমার ইমেইল- ‍[email protected]

ফেসবুকঃ  http://www.facebook.com/crazzzzzzyboy

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মামা, নানার সিস্টেমটা খুবই ভাল লাগল। ইনশাআল্লাহ আপনার সফটওয়ার টি আমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর পরীক্ষার জন্য দোয়া করব কেমন করে কারণ আপনি আর আমিতো একসাথে পরীক্ষা দেব।

ভাই টেকটিউনের সবাইকে বলছি ৫ ওয়াকত নামাজ পড়ার ছেষ্টা করবেন।আপনার টিউন আনেক ভালো হয়েছে।ধন্যবাদ।

guru tune ta valo hoyece.go ahead.

Level 0

মানুষের মাথায় কত বুদ্ধি । সাইফুল ভাই পিসি অন করে জিকির করলে কি হালাল হবে? এত হিসাব নিকাশ করে কি হবে। স্রষ্টার কাছে তো হিসাব থাকেবেই।

    আল্লাহ রাব্বুল আলামিন সুরায়ে আলে ইমরানের শেষের দিকে ঐ সকল লোকদের প্রশংসা করে বলেন ‍ যারা আল্লাহকে স্বরণ করে দাঁড়ানো অবস্থায় / বসা অবস্থায় / শুয়া অবস্থায়। সুতরাং আল্লাহর জিকির তথা স্বরণ যে কোন সময় করা যেতে পারে এবং তাই করা উচিৎ। (তবে কুরআন শরিফ স্পর্শ করে পড়ার ব্যপারে কিছু সময়-কাল বা অবস্থা আছে যে সময়ে তা স্পর্শ করে পড়া যায় না।

    আবার আপনার কথার সাথে আমিও এক মত যে, আল্লাহর জিকির বা তাকে স্বরণ করার সময় এত হিসাব নিকাশ করার কোন প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাধেঁই দুইজন করে ফেরেস্তা নিয়োগ করে রেখেছেন যাদেরকে কিরামান কাতেবিন বলা হয়। তারা আমাদের জীবনের প্রতিটি ক্ষণের যাবতীয় হিসাব নিকাশ নিপূণভাবে সংরক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল আহজাবে বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি করে আমার জিকির করো তথা স্বরণ করো। কত বেশি? যার কোন সীমা নেই। তাই আসুন, আমরা সদা সর্বদাই আল্লাহর জিকির করি বা তাকে স্বরণ করি।

    তবে, টিউন হিসাবে সাইফুল ইসলাম ভাই এর টিউন টি দারুণ হয়েছে। অনেক কাজে আসবে। ধন্যবাদ আপনাকে। আর হ্যা, আপনার আব্বার চুরি হয়ে যাওয়া মোবাইলটি যেনো অতি তারাতারি ফিরে পান তার জন্য আন্তরিকভাবে দোআ রইলো। পাইলে যানাবেন কিন্তু। ধন্যবাদ আপনাদের উভয়কে।

    ৥ বুলবুল ভাইয়া, আপনার উত্তরতো কাছেম ভাই দিয়েই দিল। এজন্য কাছেম ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি।
    আর বুলবুল ভাইয়াকে অনেক ধন্যবাদ কষ্ট করে মন্তব্য করার জন্য।

আপনার বাবার হারানো মোবাইলে Mobile Tracker বা Anti Theft সফ্টওয়ার ছিলোনা?

আর এ ডিজিটাল তাসবীহ সফ্টওয়ারটি জাভা সাপোর্টেটও আছে, সে বিষয়টা স্পষ্ট করেদিলে ভালো হয়।

আর ইসলামিক সফটটি উপহার দেওয়ার জন্য আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। আমীন

    কখনো চিন্তাই করিনি যে হারিয়ে যাবে। আর বাবা প্রায়ই সিম চেঞ্জ করত। তাই সফট্ওয়ারটি দেওয়া ছিল না।

    Level 0

    ভাই Mobile Tracker বা Anti Theft সফ্টওয়ার দেয়া থাকলে কি উপকার জানাবেন আমার মোবাইল নকিয়া ই৫১

    @স্বপন ভাইয়া, Mobile Tracker বা Anti Theft সফ্টওয়ার দেয়া থাকলে আপনার মোবাইল যখন চুরি হয়ে যাবে তখন চোর যদি চুরি হওয়া সেটটি থেকে আপনার সিমটি খুলে অন্য সিম লাগায় তাহলে সেই নম্বর থেকে আপনার সেট করে দেওয়া অন্য নম্বরে চোরের নম্বরটি মেসেজের মাধ্যমে জানানো হবে।

অনেক ভাল একটা সফট,
আমি আগেও এইটা ব্যাবহার করেছি,
ধন্যবাদ সাইফুল ভাই সুন্দর সফটটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ সাইফ। তোমাকে অনেক ধন্যবাদ, আসলেই সফটওয়্যারটি বেশ কাজের।

thanks vai

আপনার আব্বার চুরি হয়ে যাওয়া মোবাইলটি যেনো অতি তারাতারি ফিরে পান তার জন্য আন্তরিকভাবে দোআ রইলো। পাইলে যানাবেন কিন্তু |apnar babar mobile er model koto??Thanks

    দোয়া করার জন্য ধন্যবাদ। আর পাইলে অবশ্যই জানাব।
    সেটটির মডেল ছিল নোকিয়া 5230।

কষ্ট পাইলাম………….কারন আমার এই রকম সেট নাই…..আমি ২৭৩০ ব্যাবহার করি। এই রকম টিউন দেখলে আমার খালি দামি সেট কিনতে মন চায়……………….কবে কিনব…সে দিন কিনব এই দিনই এই সফটা কাজে লাগবে। ধন্যবাদ………প্রিয়ে নিলাম………

    আপনি শুধু শুধু কষ্ট পাইতে গেলেন ক্যান। কোন না কোন একদিন তো এইরকমের সেট আপনার হবেই। চিন্তা কিসের।
    তবে তোমার মত একদম হুবহু আমারও একটা সেট ছিল। কিন্তু দুঃখের বিষয় চুরি হয়ে গেছে।

ভালোই ত লাগলো