যে কোন চায়না মোবাইলে Bluetooth file manager এর কাজ করুন কোন সফট্ওয়্যার ছাড়াই(চায়না সেট ইউজ না করলেও জানার জন্যে দেখুন)

আমরা নকিয়া সেটে bluetooth file manager নামে একটি সফট্ওয়্যার ইউজ করি যার মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলের মেমোরিতে আছে এমন সব ফাইল ব্রাউজ করে ব্লু টুথ এর মাধ্যমে কপি করা যায় ।সকল প্রকার চায়না সেটে এই অপশনটি বিল্ড ইন থাকে ।অর্থাত্‍ কোন সফট্ওয়্যার ছাড়াই উপরের কাজটি করা যায় ।অনেকেই এটি জানে না ।যারা জানে না এই টিউনটি তাদের জন্য ।

  • ১.আপনার সেটের ব্লু টুথ অপশনে যান।বেশির ভাগ চায়না সেটে Menu>Extra তে ব্লু টুথ অপশনটি থাকে
  • ২.bluetooth>my device>inquiry new device.
  • ৩.কাঙ্খিত ডিভাইসটি বন্ড(bond/pair) করে নিন
  • ৪.এবার My device এ ফিরে গিয়ে Inquiry new device এর নিচে থেকে বন্ড করা ডিভাইসটি সিলেক্ট করুন
  • ৫.Option>connect>ftp profile
  • ৬.একটু পর Connected হয়ে গেলে আপনার মোবাইলের display তে Connected মোবাইলটির অন্তর্গত সবগুলো ফাইল দেখতে পাবেন ।
  • ৭.এখন একটি ফাইল নিতে চাইলে ফাইলটি সিলেক্ট করে Option>get নির্দেশ দিতে হবে ৮.আর সব ফাইল নিতে চাইলে Option>get all files.যদি বাছাই করে নিতে চান তবে যেটা যেটা নিবেন সেগুলো Option>add to list.পরবর্তীতে Option>get listed files.

সাধারন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে ফাইল Transfer একটু দ্রুত হয়।যেমন-কোন কিছু কমপিউটার থেকে কপি করার চেয়ে কমপিউটারে কপি করতে তুলনামূলকভাবে কম লাগে।

টিউনটি ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।

Level New

আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে আসবে সময়মত ধন্যবাদ।

    Level New

    কাজে আসলেই এই টিউন সার্থক ভাইয়া ।

ভাই কাজ করে । কিছু দেখা জায় না

    Level New

    ভাইয়া,সফট্ওয়্যার ছাড়া এতটুকুই কি যথেষ্ট নয় ।কমেন্ট করার জন্যে থ্যান্কু ।

vaia=>bluetooth file manager software tar crack soho link thakle pls diyen,khub khushi hobo………..tq

    Level New

    এখানে মোবাইলের BT File manager এর কথা উল্লেখ করা হয়েছে, কম্পিউটারের না ।মোবাইলের জন্য লাগলে কোন কোন ফরমেটে লাগবে (যেমন-jad,jar,sis,zip etc.) তা জানান ।non-symbian সেটে sis,zip etc. file ফরমেট সাপোর্ট করে না ।

ভাই, চায়না সেট থেকে sms backup রাখার কোন system কি আপনার জানা আছে। সাহায্য করলে বিশেষ উপকৃত হই। আমি Symphony X120 ব্যবহার করি।

Level 0

Thank you.

Level 0

one age thekei ai system use kori.