আমরা নকিয়া সেটে bluetooth file manager নামে একটি সফট্ওয়্যার ইউজ করি যার মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলের মেমোরিতে আছে এমন সব ফাইল ব্রাউজ করে ব্লু টুথ এর মাধ্যমে কপি করা যায় ।সকল প্রকার চায়না সেটে এই অপশনটি বিল্ড ইন থাকে ।অর্থাত্ কোন সফট্ওয়্যার ছাড়াই উপরের কাজটি করা যায় ।অনেকেই এটি জানে না ।যারা জানে না এই টিউনটি তাদের জন্য ।
সাধারন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে ফাইল Transfer একটু দ্রুত হয়।যেমন-কোন কিছু কমপিউটার থেকে কপি করার চেয়ে কমপিউটারে কপি করতে তুলনামূলকভাবে কম লাগে।
টিউনটি ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।
আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজে আসবে সময়মত ধন্যবাদ।