আজকে আমি আপনাদেরকে আমার সংগ্রহের মধ্যে সেরা একটি সফট্ওয়ার উপহার দেব। যার মাধ্যমে আপনি আপনার সেটের বুটস্কিন পরিবর্তন করতে পারবেন।
আপনার মোবাইল যখন চালু হয় তখন যে স্কিনটা আপনাকে দেখানো হয় সেটাকেই বুটস্কিন বলে। যেমন নোকিয়া সেটগুলোর তাদের একটি এ্যানিমেটেট স্কিন দেখানো (Nokia Connecting People হ্যান্ডসিফ-এর মাধ্যমে) হয়।
আসুন তাহলে দেখা যাক আমার কাছে ভাল লাগা সবচেয়ে সুন্দর বুটস্কিনটিকেঃ
সাইন করার জন্য https://www.techtunes.io/mobileo/tune-id/39854/ টিউনটি দেখতে পারেন।
*****************************************************
এতক্ষণতো গেলো শুধুমাত্র একটা বুটস্কিন এখন আপনাকে আমি বুটস্কিনের গাড়ি দিতে যাচ্ছি।
আর নিচের বুটস্কিনগুলো দেওয়ার জন্য আপনার মোবাইল থেকে X-Plore (না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করুন) চালু করুন।
C:\boot এ যান এবং আপনার পছন্দের বুটইস্কিনটি পেষ্ট করুন যেটিকে আপনি বুটস্কিন হিসেবে দেখতে চান (তবে পেষ্ট করার আগে অবশ্যই ইমেজটিকে startup লিখে রিনেম করতে হবে )
আর যদি আপনি এর সাথে সাউন্ডও পরিবর্তন করতে চান তাহলে আপনার পছন্দের সাউন্ডটিকে startup নামে রিনেম করুন এবং c:\Boot - এ গিয়ে পেষ্ট করুন।
**************************************************************
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
যেকোন মোবাইল সেটে কি কাজ করবে ?