চালু হবে মোবাইল কিন্তু মনে হবে কম্পিউটার চালু হচ্ছে !! আর এটিকে সম্ভব করুন আপনার মোবাইলের বুটস্কিন পরিবর্তন করার মাধ্যমে। (TouchTune)

আজকে আমি আপনাদেরকে আমার সংগ্রহের মধ্যে সেরা একটি সফট্ওয়ার উপহার দেব। যার মাধ্যমে আপনি আপনার সেটের বুটস্কিন পরিবর্তন করতে পারবেন।

নতুনদের মধ্যে প্রশ্ন জাগতে পারে বুটস্কিন কি?

আপনার মোবাইল যখন চালু হয় তখন যে স্কিনটা আপনাকে দেখানো হয় সেটাকেই বুটস্কিন বলে। যেমন নোকিয়া সেটগুলোর তাদের একটি এ্যানিমেটেট স্কিন দেখানো (Nokia Connecting People হ্যান্ডসিফ-এর মাধ্যমে) হয়।

আসুন তাহলে দেখা যাক আমার কাছে ভাল লাগা সবচেয়ে সুন্দর বুটস্কিনটিকেঃ

ডাউনলোড করুন এখানে ক্লিক করে (সাইন করতে হবে)

সাইন করার জন্য https://www.techtunes.io/mobileo/tune-id/39854/ টিউনটি দেখতে পারেন।

**********************************************************************

সফট্ওয়ারটি ইন্সটল করার পর অবশ্যই সেটটি রিষ্টাট করুন তাহলেই বুঝতে পারবেন।

*****************************************************

এতক্ষণতো গেলো শুধুমাত্র একটা বুটস্কিন এখন আপনাকে আমি বুটস্কিনের গাড়ি দিতে যাচ্ছি।

আর নিচের বুটস্কিনগুলো দেওয়ার জন্য আপনার মোবাইল থেকে X-Plore (না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করুন) চালু করুন।

C:\boot এ যান এবং আপনার পছন্দের বুটইস্কিনটি পেষ্ট করুন যেটিকে আপনি বুটস্কিন হিসেবে দেখতে চান (তবে পেষ্ট করার আগে অবশ্যই ইমেজটিকে startup লিখে রিনেম করতে হবে )

আর যদি আপনি এর সাথে সাউন্ডও পরিবর্তন করতে চান তাহলে আপনার পছন্দের সাউন্ডটিকে startup নামে রিনেম করুন এবং  c:\Boot - এ গিয়ে পেষ্ট করুন।

এবার আসুন তাহলে দেখা যাক বুটস্কিনগুলোকেঃ

বুটস্কিনগুলোতো দেখলেন এবার ডাউনলোড করুন এখানে ক্লিক করে। (ডাউনলোড করার পর Extract করতে হবে)

**************************************************************

****আমার সবগুলো টিউন দেখতে http://www.techtunes.io/tuner/saifulmd_0/ লিংকে প্রবেশ করতে পারেন****

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেকোন মোবাইল সেটে কি কাজ করবে ?

    শুধুমাত্র সামবিয়ান প্লাটফর্মের Touch মোবাইলগুলোর জন্য।

দারুন!

সুন্দর টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
তবে আমার কাছে মনে হয় মোবাইলের নিজস্ব স্টাইল্টাই ভাল।

    ধন্যবাদ আতাউর ভাইয়া,
    মোবাইলের নিজস্বটাই ভাল কিন্তু আমাকে উইনডোজ সেভেন এর বুটস্কিনটা সবচেয়ে বেশি ভাল লাগে।

সুন্দর tune এর জন্য ধন্যবাদ /Boot Screen – ১১ টা পরিবর্তন করলে ভালো হবে / একটু দেকবেন

    ধন্যবাদ। কিন্তু ১১ নম্বর বুটস্কিনটাতে কি সমস্যা? এটি শুধুই মজার জন্য করা হয়েছে। দয়া করে এটিকে খারাপ চোখে দেখবেন না।

Uncommon তথ্য Share করার জন্য ধন্যবাদ।

apnar tune theke pic gula valo hoise.HAAAAAAAAAAAAAAAAAAA.paisen koi

valo laglo

Nokia- N 95 এ কি কাজ করবে ?

    @রাশু: উপরের পদ্ধতিটাই ফলো করতে পারেন।
    তবে উপরের ইমেজগুলা আপনার ফোনে হবে না। আপনাকে আপনার ডিসপ্লের সাইজ অনুযায়ী ইমেজ দিয়ে এটি করতে হবে।
    আশা করি সফল হবেন। 🙂

Level 0

সালাম সাইফুল ভাই, NK 7610,N73,N95 এই সব মডেলে কিভাবে বুট স্কিন পরিবর্তন করতে পারি? আপনার জানা থাকলেতো জানাবেনই আর জানা না থাকলে একটু আমার জন্যে কষ্ট করবেন ভাই. খুব খুশি হবো ভাই|

    @Mhapon: উপরের পদ্ধতিটাই ফলো করতে পারেন।
    আশা করি সফল হবেন। 🙂
    তবে উপরের ইমেজগুলা আপনার ফোনে হবে না। আপনাকে আপনার ডিসপ্লের সাইজ অনুযায়ী ইমেজ দিয়ে এটি করতে হবে।

Level 2

nijer chobe dewa jabe na

link kaj kore na to

vi noton kore link din