মোবাইলের ভুলে যাওয়া/অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!

মাঝে মাঝে আমরা আমাদের মোবাইলের লক কোড ভুলে যাই। তখন আমাদের চিন্তার আর শেষ থাকে না। আবার যারা 2nd Hand সেট কিনে তাদের মাঝে মাঝে অনেক সমস্যা পোহাতে হয় লক কোড না জানার কারনে। এই সমস্যা দূর করার জন্যই আমার আজকের এই লেখা।আপনাদের এই কাজটা করতে হবে Unlock Me সফ্টটা দ্বারা। ডাউনলোড

ডাউনলোড শেষে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার লক কোড বের করার পালা। কাজটা খুবই সহজ।প্রথমে সফ্টটা ওপেন করুন।

screenshot0078.jpg screenshot0079.jpg

এবার Option থেকে Unlock এ ক্লিক করুন।

screenshot0080.jpg

এবার সফ্টটা অটোমেটিক বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল কোড বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফ্টটার 5-8 মিনিটের মত লাগবে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর বিধায় আপনি সফ্টটা কার্যরত অবস্থায় Minimize করে রাখুন। যখন আপনার লক কোড পেয়ে যাবে তখন সফ্টটা অটোমেটিক একটা আওয়াজ করবে। আপনি তখন সফ্টটা Meximize করুন। দেখবেন আপনার লক কোড প্রদর্শন করছে। আমার লক কোড 00000 তাই Unlock Code: 00000 দেখাচ্ছে।

screenshot0081.jpg

যেহেতু এটা একটা .SIS সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। না চললে জানাবেন। লেখাটা ভাল লাগলে কমেন্ট করবেন কিন্তু!!!

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই দিলেন তো সর্বনাশ কইরা।
মোবাইল ছিনতাই তো এখন বাইড়া যাইব…….।
কারন মোবাইল লক করলেও এখন ঝামেলা হবেনা চোর বাবাজীর লকটা খুলতে।

কত chintai barbay bhaiya toe thik bolsen hehe………..

Level 0

ভাল লাগল চািলয়ে যান

ধন্যবাদ। আর আমি তো ছিনতাইকারীদের কথা ভেবে দেখি নাই! ভল বলছেন, এরপর থেকে ভেবে লিখব।

আমি নকিয়া 5200 সেট ব্যাবহার করি আমার মেমোরী কাডর্ টা লক হয়ে গেছে। আমর সেট .JAR ফাইল সাপোটর্ করে। Please কি করা যায় একটু বলবেন।

মন্ময় আমি Sis File Supported Set সম্পর্কে ঘাটাঘাটি করি কিন্তু আমি অন্য কোনো Java Supported সেট নিয়ে ঘাটতে পারি না। কারন আমার বাসায় জাভা কোনো সেট নাই। আমি সত্যিই দুঃখিত। আমার জানা মতে জাভা সেটের জন্য এমন কোনো মোবাইল সফ্ট নাই। তবে বিভিন্ন দোকানে মোবাইলের লক খোলা হয়ে থাকে। তারা কম্পিউটারের একটি সফ্ট ব্যবহার করে। আপনি এসকল দোকানের শরনাপন্ন হতে পারেন। তারা যে সফ্ট ব্যবহার করে সেই সফ্ট কিনে আনতে হয়। আমার কাছে থাকলে আমি আপনাকে দিতাম। কিন্তু আমার কাছে তো নাই।

ফয়সল ভাই Thanks.

ভাই আমাদের দিকে একটু নজর দেন। মানে জাভার সম্পকে কিছু লিখুন। ধন্যবাদ।

মোবাইল বিষয়ক এতো টিউন টেকটিউনসতো মোবাইল টিউনস হয়ে যাচ্ছে।

Level 0

ভালো টিউনস, কিন্তু আমারো জাভা সেট।
আর ছিনতাইকারিরা তো লক দোকানে গিয়েও খুলতে পারবে।

ভাইয়া, দোকানে মোবাইলের লক খোলার জন্য কি সফ্ট ব্যবহার করে বলতে পারেন?
আমার 3110 এর লক খোলার জন্য দোকানে ৩০০ টাকা চায়…!!!

ফাটাফাটি সফ্ট
কিন্তু আমার একটা জটিল সমস্যা হলো আমি আমার নোকিয়া 7610-এ এফ,এম সফ্ট দরকার দিলে উপকার হতো দিবেন প্লিজ !!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাই আপনার দুঃখের কথা কি বলব!! আমারও একটি নকিয়া 7610 আছে। আমার এই বিষয়ে একটি টিউন আছে। দেখে নিবেন প্লিজ। “সম্পূর্ন বিনামূ্ল্যে ইন্টারনেট রেডিও” কাজ হতে পারে তবে অন্য আরেকটি উপায় আছে যদিও তা ইন্টারনেট রেডিও তবুও লেখাটা আমি কয়েকদিন পর লিখব। আপনাকে ধণ্যবাদ।

আইয়ুব ভাই ৭৬১০ তে ইন্টারনেট ছাড়া এফ এম চালানো সম্ভব না।ফয়সল ভাই ধন্যবাদ।সুন্দর এবং কাজের একটা জিনিস শেয়ার করেছেন।

ভাইয়া,
নকিয়া ৫৬৩০ এক্স এম তো কাজ করেনা। আমি সেটের সিকিউরিটি কোড ভুলে গেছি।
সাহায্য করুণ।
ধন্যবাদ ।

ধন্যবাদ আপনার সুন্দর টিউনটির জন্য।সফট টি ডাউনলোড করে মোবাইলে ইনষ্টল করতে গিয়েই বাধার সন্মুখীন হলাম। নকেয়া এন ৮০ মোবাইলে তা সাপোর্ট করছে না। সম্যষাটা কোথায় ঠিক বুঝতে পারলাম না।

ধন্যবাদ।

Level 0

একটা পালতু মোবাইল স্যাফটয়ার

bai ami a software ta dawonload koryci kintu amr mobile a insatll hoccyna amr mobile nokia N95. Please valo akti software din

Level 0

ফয়সাল ভাই@ আমার মোবাইল Nokia e75 V 3th > আমার জন্য কি কিছু করবেন?
আমার সেটের পাসওয়ার্ড ভুলেগেছি।

Level 0

ফয়সাল ভাই@ আমার মোবাইল Nokia 5233 V 5th > আমার জন্য কি কিছু করবেন?
আমার সেটের পাসওয়ার্ড ভুলেগেছি।
vai korle khub upokar hoi…………..plz vai …vai plz !!!

Level 0

FAISAL VAI,AMI NOKIA 5700 USE KORI LOCK CODE VULE GESI.UNLOCK ME SUPPORT KORE NA.KI KORBO.ITS A SYMBIAN SET……….PLZ HELP…….

Level 0

vai,ame nokia-110 use karci.ame security password vulya giyaci,apner soft o support karse na,can u help me………..pls