মাঝে মাঝে আমরা আমাদের মোবাইলের লক কোড ভুলে যাই। তখন আমাদের চিন্তার আর শেষ থাকে না। আবার যারা 2nd Hand সেট কিনে তাদের মাঝে মাঝে অনেক সমস্যা পোহাতে হয় লক কোড না জানার কারনে। এই সমস্যা দূর করার জন্যই আমার আজকের এই লেখা।আপনাদের এই কাজটা করতে হবে Unlock Me সফ্টটা দ্বারা। ডাউনলোড
ডাউনলোড শেষে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার লক কোড বের করার পালা। কাজটা খুবই সহজ।প্রথমে সফ্টটা ওপেন করুন।
এবার Option থেকে Unlock এ ক্লিক করুন।
এবার সফ্টটা অটোমেটিক বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল কোড বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফ্টটার 5-8 মিনিটের মত লাগবে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর বিধায় আপনি সফ্টটা কার্যরত অবস্থায় Minimize করে রাখুন। যখন আপনার লক কোড পেয়ে যাবে তখন সফ্টটা অটোমেটিক একটা আওয়াজ করবে। আপনি তখন সফ্টটা Meximize করুন। দেখবেন আপনার লক কোড প্রদর্শন করছে। আমার লক কোড 00000 তাই Unlock Code: 00000 দেখাচ্ছে।
যেহেতু এটা একটা .SIS সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। না চললে জানাবেন। লেখাটা ভাল লাগলে কমেন্ট করবেন কিন্তু!!!
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ধন্যবাদ। আর আমি তো ছিনতাইকারীদের কথা ভেবে দেখি নাই! ভল বলছেন, এরপর থেকে ভেবে লিখব।
ভাইয়া, দোকানে মোবাইলের লক খোলার জন্য কি সফ্ট ব্যবহার করে বলতে পারেন?
আমার 3110 এর লক খোলার জন্য দোকানে ৩০০ টাকা চায়…!!!
ফাটাফাটি সফ্ট
কিন্তু আমার একটা জটিল সমস্যা হলো আমি আমার নোকিয়া 7610-এ এফ,এম সফ্ট দরকার দিলে উপকার হতো দিবেন প্লিজ !!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভাই দিলেন তো সর্বনাশ কইরা।
মোবাইল ছিনতাই তো এখন বাইড়া যাইব…….।
কারন মোবাইল লক করলেও এখন ঝামেলা হবেনা চোর বাবাজীর লকটা খুলতে।