আজকে আমি আপনাদেরকে পিচ্চি একটা কিন্তু খুব কাজের সফট্ওয়ার উপহার দেব শুধুমাত্র S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। আর তার নাম হল Best ScreenSnap।
সফট্ওয়ারটি সমন্ধে কিছু বলার প্রয়োজন মনে করছি না কারণ বর্ণনা দেওয়ার মত কিছুই নেই।
শুধু সফট্ওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করুন আর ইন্সটল হওয়ার পর রান করে হাইড করুন।
আর যদি কোন যায়গার স্কিনশর্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে কেমরা দিয়ে ছবি তোলার বাটনটা টিপুন তাহলেই বুঝতে পারবেন।
টিউনে ইমেজ নাই, সেইজন্য এইসব আল্তু ফাল্তু।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
খুব ভালো একটা জিনিস! ভালো লাগলো.. Thanks Saiful.