যেকোন কল (Call)-এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে, শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য

সারাদিনে কত কল করি, কিন্তু কোন যদি রের্ক্ড করার প্রয়োজন হয় তাহলেই সমস্যা, কারণ রেকর্ড করার অপশনটি পাবেন কোথা থেকে।  তাই আজকে আমি আপনাদেরকে আপনার প্রয়োজনীয় কল রেকর্ড করার সফট্ওয়ার উপহার দেব। এটির দাম 10$ (ডলার) । তবে আমি আপনাদেরকে এটির ফুল ভার্সন উপহার দেব। আর সবচেয়ে মজার কথাটি হল এটিকে সাইন করতে হবে না কারণ এটি ক্রাক করা নয়। তাহলে কি এটি ট্রাইল?? আরে হ্যা এটি ১০০% ট্রাইল তাও আবার ১৫ দিনের। আর দ্বিতীয় মজার কথা হল আমি আপনাদেরকে এটির কিগান দেব তাহলেই আপনার সফট্ওয়ারটি একদম জিনুইনই থেকে যাবে !!

**************************************************************

প্রথমে সফট্ওয়ারটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন এবং আপনার মোবাইলে এটি ইন্সটল করুন।

তারপর এর কিগান টি এখানে ক্লিক করে ডাউনলোড করুন

তারপর কিগানটি আপনার কম্পিউটারে রান করে নিচের মত Please Select An Application বক্সটিতে  Smartphoneware Best callrecorder v1.0 S60V5 সিলেক্ট করুন।

এখন IMEI বক্সে আপনার সেটের IMEI ও ইমেইল (E-mail) এর জায়গায়  [email protected] বসিয়ে Generate এ ক্লিক করুন। তাহলে Code: নামের বক্সটিতে আপনার কোডটি পেয়ে যাবেন। নিচের মত।

******************************************************

কোডতো পেয়ে গেলেন

এখন আপনার মোবাইলে সফট্ওয়ারটি ইন্সটল করার পর সফট্ওয়ারটিকে রান করুন। এখন এটি আপনাকে দুইটি অপশন প্রদর্শিত করবে তা হল  Try এবং Register।

Register -এ ক্লিক করুন। এখন নিচের মত একটি উইনডো প্রদর্শিত হবে।

E-Mail এর জায়গায়ঃ  [email protected] লিখুন।

Code : কিগান থেকে জেনারেট হওয়ার পর যেই কোডটি পেয়েছেন সেটি প্রবেশ করুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

i hope from this link you will get this software + key generator of that software as well as codes for other software

http://www.mediafire.com/?ed4a3unh4wpp61

i gave the key generator because 10$ is not a big deal ,, but it is really difficult to open an international credit /debit card from Bangladesh to pay that amount.

    Thank You For giving this key generator. I’ve also a generator but it is full with virus.
    & I’m Agree with you
    which is “10$ is not a big deal ,, but it is really difficult to open an international credit /debit card from Bangladesh to pay that amount”

সাইফুল ভাই দেখি মোবাইল সফটওয়্যারের দোকান খুলে বসেছেন।
আপনার মোবাইলটা দেখতে মন চায়……….. 😛 😉

    ধন্যবাদ ভাইয়া।
    আমার মোবাইল Virtue V35 (China). গুগলাই দেখতে পারেন (একদম বিশ্রি)।
    আর স্কীনশর্টগুলা আব্বুর মোবাইল থেকে তোলা।

অনেক ভাল হইছে।

Level 0

আমারটা motorola v8 ।এ software কি কাজ করবে।

এত ঝামেলা না করে রেজিষ্ট্রেশন কী সহ এখান থেকে দুদু কলরেকর্ডার নেন ১০০% ফ্রী http://www.rongmohol.com/post110726.html#p110726

    এইখানে এ্যাড না দিয়ে টিউন করলেই পারেন। ধন্যবাদ।

    দুদু কল রেকর্ডার লেটেষ্ট ভার্সন৫.১০ রেজিষ্ট্রেশন কী সহ পেতে লিংকটিতে টোকাদেন। এই সফ্টা পাসওয়ার্ডদিয়ে রাখা যায় যাতে রেকর্ডগুলো কেউ শুনতে না পারে। তাছাড়া বেষ্ট কলরেকর্ডারের মত ইন্সটল করতে এত জামেলা নেই

    দুদু কল রেকর্ডার লেটেষ্ট ভার্সন৫.১০ রেজিষ্ট্রেশন কী সহ পেতে লিংকটিতে টোকাদেন। এই সফ্টা পাসওয়ার্ডদিয়ে রাখা যায় যাতে রেকর্ডগুলো কেউ শুনতে না পারে। ১০০%বিপ বন্ধ করা যায়। তাছাড়া বেষ্ট কলরেকর্ডারের মত ইন্সটল করতে এত জামেলা নেই
    http://www.rongmohol.com/post110726.html#p110726

ভাই আপনার লেখার হাত ভাই অনেক ভাল । এই সফটঃ আগেই ইউজ করছি ।তাই আর ডাউনলোড করলাম না । তবে টিউন এর জন্য অবশ্যই ধন্যবাদ । আরো এমন মানসম্মত টিউন চাই ।

অপরিচিত কাউকে অথবা এরকম পাবলিক প্লেস এ নিজের IMEI নব্মর দেবেন না, পরে ভয়াবহ বিপদে পড়তে পারেন

    কৌশিক ভাইয়া। আপনাকে একটা অনুরোধ করব। যদি সম্ভব হয় তাহলে রাখতে পারেন।
    কথাটা হল, অপরিচিত কাউকে অথবা পাবলিক প্লেসে IMEI নম্বর দিলে কি কি হয় সেটা নিয়ে প্লিজ একটা টিউন করেন।
    আর যদি না করতে পারেন তাহলে দয়া করে আমার টিউনে আপনি IMEI নম্বর নিয়ে বাজে এবং ভূয়া তথ্যের এই ধরণের কোন মন্তব্য করবেন না।

টাইটেলটা দেখে ভাল লাগল,
মনে হল অনেক দিন যাবত যা খুচ্ছিলাম তা পেয়ে গেছি,
কিন্তু IMEI নাম্বার পাঠানো জামেলাটা দেখে অনেকটা আশা হত হইলাম।
ভাই সাইফুল ঐ কি মেকারটাই এখানে এক সাথে শেয়ার করলে সবচেয়ে ভাল হইত,
আশা করছি শেয়ার করবেন,অথবা মেইলে পেয়ে যাব,অপেক্ষায় থাকলাম।
আর টিউনটা কিন্তু অনেক অনেক সুন্দর হইছে,ধন্যবাদ টিউনের জন্য।

    ধন্যবাদ। আতাউর ভাইয়া এখন কিগান সহ দিয়েছি। রিভিউ দেন।

    জ্বী স্যার কাজ হইছে,
    অসংখ্য ধন্যবাদ কথা রাখার জন্য।

atay ki beep sound hoy ??
na hole valo noile ultimate voice recorder tay best….

    বিপ হওয়ার অপশন দেওয়া আছে। আপনি চাইলে বিপ বন্ধ করতে পারেন অথবা চালু করতে পারেন। ধন্যবাদ।

ধন্যবাদ সাইফুল ভাই, কোড টি দেয়ার জন্য আমি গত রাতে মোবাইলে আপনার কাছে কোড চাওয়ার পর এসএমএস করে কোডটি পাঠিয়ে ছিলেন। আজ ই আমি এখানে একাউন্ট করলাম। আজ তো আপনি কি গান দিয়ে দিয়েছেন ।

Vaia,Apni ki amar 5320xm hack er method ta bolben na.Ami cracked n gage game,apps install korte chai.Ami Bangladeshi.Plz urgent.

“কিগান” নয়, উচ্চারণ হবে “কীজেন” (Key-Generator>Keygen)

এটা দেখুন:
http://www.forvo.com/word/keygen/

    ধন্যবাদ

    ধন্যবাদ। আমি জানি এইটার উচ্চারণটা কীজেন হবে কিন্তু আসলে আমি প্রায়ই এইটার উচ্চারণকে কিগানই বলি। কারণ এই সফট্ওয়ারটার ভিতরে অনেক অনেক কী থাকে। যেরকম মেশিন গানের মধ্যে থাকেন। তাই।
    কিছু মনে করবেন না। আসলে কথার মধ্যে যে সহজবোধ্যতা অর্থাৎ যেইটাতে মানুষ সহজে বুঝে বা উচ্চারণ সহজ সেটাই বলা আমি পছন্দ করি।

Nokia n78 er jonno ki beep off pawa jabe… call record korle beep sound dai… kaj kore ei rokom ki beep off soft ase for n78

    আপনারটাতো মনেহয় ভার্সন 3 এর সেট। আমি এই সফট্ওয়ারটাই একটু ট্রাই মারতে পারেন। ধন্যবাদ।

সাইফুল ভাই Call Recorder সর্ম্পকিত টিউনটি দেখে খুবই খুশি হয়েছি। কারণ কিছুদিন আগে আপনি আমাকে বলেছিলেনি এটি নিয়ে একটি টিউন করবেন। এখন দেখি করেই ফেললেন। অসংখ্য ধন্যবানদ আপনার কথা আর কাজে মিল রাখার জন্য।
সফটওয়্যারটি ডাউনলোড করলাম একটু পরে মোবাইলে ইন্সটল করবো। সমস্যা হলে আপনার শরনাপন্ন হব। আশা করি এবারো নিরাশ করবেন না। আরেকটি কথা সাইফুল ভাই যেকোন মোবাইলের Call Recorder নিয়ে এবার একটি টিউন করেন। কারণ অনেকে আছে যারা নোকিয়া ফোন ব্যবহার করেনা। ভাল থাকুন।

    আপনার প্রথম কথাগুলোর জন্য ধন্যবাদ।
    আর দ্বিতীয় কথাটা একটু মুশকিল, কারণ নোকিয়ার সামবিয়ান বাদে এত সুন্দর সুন্দর সফট্ওয়ার অন্য প্লাটফর্মে পাওয়া খুবই দুর্লোভ।

ধন্নবাদ আপনাকে সাইফুল ইসলাম ভাই।

cakfd

প্রিয়তে রাখলাম।

Level 0

ভাই আপানার ট্যাঁ কাজ করে না। আমার নোকিয়া ই-৫২ প্লয কোড এররর দেখায় দয়া করে বলে প্লিজ?

    কখনো এইরকম দেখানোর প্রশ্নই আসেনা। আপনি ভাল করে সব ইনফরমেশন চেক করে দেখুন। ।

Level 0

Vai same java soft ta deben pls???

goody tune

bhai আমার এরকম messege আসছে error worng code

    কখনো এইরকম দেখানোর প্রশ্নই আসেনা। আপনি ভাল করে সব ইনফরমেশন চেক করে দেখুন।

Level 0

Thanks a lot

ধন্নবাদ সাইফুল ভাইয়া .

Level 0

by kelogen to download hoche na

ভাই Keygen এর লিংক টা একটু চেক করবেন Please. লিংক ত কাজ করে না ।

Level 0

link error….plz notun kore live kore din link gulo