আসসালামু আলাইকুম প্রিয় টেকটিউনস পাঠক বৃন্দু। আশাকরি ভাল আছেন।আজ আমি একটা ভিন্ন টিউনস করব। এটি আমার প্রথম টিউনস। ভুল হলে ক্ষমা করবেন। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আমরা অনেকেই smart ফোন ব্যবহার করি। এবং কম বেশি গান শুনতে পছন্দ করি।বিশেষ করে Headphone দিয়ে।তাদের জন্য মুলত এই টিউনস। আমি জানিনা আগে কেউ এই বিষয়ের উপর টিউনস করেছে কি। এই ট্রিকস টি হল মুলত Root ফোন ইউজারদের জন্য। আপনাকে যা করতে হবে
১. ফোন রুট থাকতে হবে।
২. Viper4android নামে্ একটি Software download করতে হবে।
৩. Busybox নামে একটি Software download করতে হবে।
বিঃদ্রঃ Software গুলো play store থেকে download করতে হবে।
এরপর এগুলোকে পর্যায়ক্রমে ইন্সটল করতে হবে।busybox টা open করুন।আবার ইন্সটল করুন। তারপর Viper4android open করুন option থেকে driver status দেখু active আছেকিনা।না থাকলে মোবাইল reboot করুন।এরপর আপনার ফোনটি যদি samsung হয় তাহলে সেটিং থেকে sound option গিয়ে viper4android টা select করে নিন বাস আপনার কাজ শেষ। এবার নিজের মত করে Equlizer সেট করে নিন। তারপর ফোনের ডিফল্ট মিউজিক প্লিয়ারটা open করুন আর গান শুনে দেখুন কত মজা পাবেন আপনি!
আমি জানিনা পুরো বিষয়টাকে বুঝাতে পারলাম কি না। বোঝার সুবিধাতে আপনি youtube এ খুজতে পারেন।তারপরেও যদি বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেতে পারেন ০১৮৪৩৮১৯৮৪৮ এই নম্বরে।
আবারও সকল কে অভিন্দন জানায় নতুন কোন টিউন উপহার দেওয়ার জন্য।
আমি মোঃমাহফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মনে হয়, যারা আগে ইউজ করে নি তারা কিছুই বুঝবে নাহ।
আর এটার ভেতরে আরো অনেক গুলা সেটিং এর কম্বিনেশন করতে হয়।