Advance Device Lock বা ADL হচ্ছে এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি মোবাইলের যেকোন অপশন যেমন phonebook , music player gallery ইত্যাদি হতে শুরু আপনার ইচ্ছামত যেকোন কিছু পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবেন। এছাড়া আপনার ইন্সটল করা বিভিন্ন সফটওয়্যার ,গেমস ইত্যাদিও পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এর আরো একটি ফিচার হচ্ছে সিম পরিবর্তন করলে পাসওয়ার্ড দিয়ে লক হয়ে যাবে।
প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন তারপর পাসওয়ার্ড সেট করুন। ডিফলট পাসওয়ার্ড চাইলে ১২৩৪ দিন। এবার protect application অন করুন এবার মেনু হতে protect application সিলেক্ট করুন এবার যেই অপশন বা সফটওয়্যারটিতে পাসওয়ার্ড সেট করতে চান তা সিলেক্ট করুন।
এই সফটওয়্যারটি s60 v2 যেমন 7610,3230,n70,6630 ,6670,6680,6681 সহ যেসব সেট symbian os সাপোর্ট করে সেগুলোতে চলবে।
নীচের লিংক হতে ডাউনলোড করুন এবং রেজিস্টশন কী হিসেবে 2551 দিন আশা করি রেজিস্টশন হবে এখান হতে ডাউনলোড করুন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
@ Faisal & @ Mamun মামুন ভাই কে বলছি, আমার সেটা হলো নকিয়া 6288 । আমি কিভাবে এই সুবিধা পেতে পারি দয়া করে জানাবেন। ধন্যবাদ
ফয়সাল ভাই একটু ভুল করেছে। ডিফল্ট পাসওয়াড 0000, Not 1234. Thanks a lot for the software. I had been searching for it for a long time.
ভাই সফ্ট এর লিংকটা একটু ভুল হয়েছে। লিংকটা হবে
http://download179.mediafire.com/hzziiiejcmxg/2jyntmztzmm/Webgate.Advanced.Device.Locks.v1.00.S60.SymbianOS7.Cracked-SyMPDA.sis
সফটটা কাজ করেছে। আমিও এই বিষয়ে একটি ব্লগ লিখছি। আসা করি মজা পাবেন। আমার টার্গেট এই সাইটটাকে মোবাইল বিষয়ে উন্নত করব। আপনাকে্ আমার সাথে পেয়ে খুশি হলাম। আসা করছি আরও উৎসাহ নিয়ে মজার মজার জিনিস লিখবেন। কি? লিখবেন না???