মোবাইল কে মডেম হিসেবে ব্যবহার করবেন কিন্তু স্পীড পাবেন ব্রডব্যান্ড কানেকশানের মত!!!

কি ভাবছেন? এটাও কি সম্ভব? জি ভাইয়েরা এটাও সম্ভব। আমি আজ আপনাদের তাই লিখতে যাচ্ছি।আসল কথায় চলে আসা যাক। আমি যেহেতু নকিয়া ব্যবহার করি তাই আমি নকিয়া সেট এর জন্যই লিখব। তবে যারা অন্য সেট ব্যবহার করে তারা একটু চেষ্টা করলেই পারবেন। আর না পারলে আমি তো আছিই।

প্রথমে Nokia Pc Suite দ্বারা আপনার সেট কানেক্ট করুন, তারপর Connect to the Internet ফাংশান ব্যবহার করে ইন্টারনেট এ কানেক্ট করুন।

কানেক্ট হয়ে গেলে এবার ডিসকানেক্ট করে ফেলুন। এবার Start মেনু থেকে Run এ ক্লিক করুন। এবার ncpa.cpl লিখে Enter চাপুন।

এখন যে পেইজটা আসলো সেখানে Nokia N70 USB Modem#1বা এর মত একটা জিনিস দেখতে পাবেন। ঐটাতে Right Mouse ক্লিক করে Propertise এ ঢুকে Configure থেকে

19.jpg

28.jpg

Meximum speed(bps) এর পাশের Box থেকে click করুন 92160

36.jpg

তারপর ok এবং ok করে বেরিয়ে আসুন।

এবার Nokia N70 USB Modem#1 এ Double Click করুন এবং Dial এ ক্লিক করুন। দেখবেন যে কানেক্ট হয়ে গেছে। মজার কথা হচ্ছে এর পর থেকে আপনার আর Nokia Pc Suite ব্যবহার করতে হবে না।

আপনি কেবল Run থেকে ncpa.cpl লিখে Enter চাপবেন, অথবা Control panel থেকে Network Connection এ Click করে Nokia N70 USB Modem#1 তে Double click করে Dial করবেন।

বিঃদ্রঃ পরবর্তীতে যদি আপনি Nokia Pc Suite ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করেন তাহলে আপনার এই সেটিংস বাদ হয়ে যাবে এবং আপনাকে তা পূনরায় করতে হবে।প্রথমে কানেক্ট করে ডিসকানেক্ট করতে বলেছি কেবল মাত্র যারা প্রথম কানেক্ট করছে তাদের জন্য। আর যদি আপনি আগেও কানেক্ট করে থাকেন তাহলে এত কিছু করার দরকার নাই। আপনি Run থেকে কাজ শুরু করবেন।

আমার সেট নকিয়া এন70 তাই Nokia N70 USB Modem দেখায়। #1 এর মানে আপনি আপনার কম্পিউটার এর 1 নং পোর্ট এ লাগিয়েছেন। Bluetooth ব্যবহার করে যারা নেট ব্যবহার করে তারাও এই একই কাজ করতে পারেন। তবে আপনাদের স্পিড অত বেশী হবে না। আপনারা কোন পোর্ট বা কোন Bluetooth সেটিংস ব্যবহার করছেন তা বের করতে নেট কানেক্ট অবস্তায় Run থেকে ncpa.cpl এ Enter চাপবেন এবং যে জিনিসটা হালকা নীল রং এর দেখাবে সেটাই আপনার সেটিংস বুঝে নিবেন।

কোনো কিছু না বুঝলে নিঃসংকোচে বলবেন, প্রয়োজনে আমি আমার পোষ্ট পরিবর্তন করব।অত সাজিয়ে গুছিয়ে লিখতে না পারায় দুঃখিত।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই taskbar এ 921.6 kbps দেখে মাথা নষ্ট হয়ে গেছে তাই না ? হবারই কথা কারন দেশের নেটের যা অবস্থা.
{{{{মোবাইল কে মডেম হিসেবে ব্যবহার করবেন কিন্তু স্পীড পাবেন ব্রডব্যান্ড কানেকশানের মত!!!}}

এই টিউনটা পরুটাই ভুয়া কারন taskbar এ 921.6 kbps লেখা আসলেই যে ব্ররডব্যারেন্ড অইয়া যাইব এমন কোন নাই।// ক্লিক করুন ৯২১৬০// এইডা হইলো পোর্ট স্প্রিড বাড়ানো আর পোর্ট স্প্রিড বাড়ালে ০ kbps ও নেট স্প্রিডও বাড়বে না শুধু শো করবে 921.6 kbps.. আর এইডা আপনে কিভাবে টের পাইলেন যে আপনার এইন সেবুনটি সেইট এ এই পদ্বতি ইউজ কইরা ব্ররডব্যারেন্ড এর স্প্রিড পাইতাছেন..

আর একটা কথা ,, ভাল করে জেনে টিউন করবেন … আশা করি কথাটা মনে থাকবে

Hello Faisal, thanks for the post.

I just want to know that how can I get internet connection in my laptop,using my nokia n73?

Other than posting your message here you can mail me at [email protected]

এই সপ্তাহের মাঝে পাবেন। Process টা বড় বিধায় লিখতে সময় লাগছে। এই লেখাটা কেমন লেগেছে।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। ভাই এর মাধ্যমে কত kbs স্পিড পাওয়া যাবে ভাই। দয়া করে জানাবেন।

Level 0

thanks for tune

নকিয়ার অন্যান্ন সেট যেমন 7270 এর জন্যেও কি একই কাজ করলে ফল পাব??

ভাই আপনে তো বলরেন যে ব্রডব্রান্ড স্পীড পাওয়া যাবে, কিন্তু কোন যায়গায় স্পীড এর কথা বলরেন না।

Faisal Tumi Ekta BOSS vhai…hats off to you..tech tunes er tuner der moto aro polapan deshe thakle desh ta aro agei onek upore chole jeto..
Faisal can u write about any softwear that we can call free to any mobile from PC??

http://shahadat-help-world.blogspot.com/

Level 0

স্পীড তো বাড়লো না। আই ডি এম দিয়ে ডাউনলোড স্পীড টেস্ট করলাম, কোন পার্থক্য নাই, আগে ২০ থেকে ২৫ এ উঠা নামা করতো , এখনো তাই করে। আমার মনে হয় গ্রামীণ এর নেট এর চাইতে বেশী স্পীড দিতে পারে না।

কাতার ভাই আপনার নম্বরটা হারায়ে ফেলসি ,, …… ম্যাসেজ্ঞারে নম্বরটা আবার দেন

Level 0

ম্যাসেজ্ঞারে দিলাম। চেক করুন।

That post was really good,I requested some of my friends to read it, and they found it useful

Please post my requested one as early as possible.

ফয়সাল ভাই, Phone number *99# কি ঠিক আছে, নাকি *99***1# হবে ? আমি অবশ্য অনেকটা আপনার দেয়া পদ্ধতিতে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। আমার সেটের মডেল Nokia 6300, তবে একটা কথা, ফোনকে মডেম হিসেবে পাওয়ার জন্য প্রথমবার Nokia PC Suit install করার বিকল্প নেই, কারণ Nokia PC Suit না থাকলে ফোনকে মডেম হিসেবে পায় না। আপনার টিউনটা ভাল হইছে।

ata speed barate pare na sudhu beshi bandwidth dekhate pare……So process ta faul bishesh kore amader desher gp network e jekhane 20 theke 25 er beshi support kore na

আরিফ ভাই এর মাধ্যমে কত স্পিড পাবেন তা না লেখার কারন হল, সকল সেট সমান স্পিড দেয় না। আবার সকল কম্পিউটার সমান স্পিডও পায় না। অনেক দিন ব্যবহারে তা বুঝা যায়। টিনটিন ভাই নকিয়া 7270 কেন, সকল সেটেই এই নিয়ম প্রয়োগ করা যাবে। সেলিম ভাই ব্রডব্যান্ড স্পিড বলতে আমি অনেক মানে অপ্রত্যাশিত স্পিডের কথ বুঝাতে চেয়েছি। কাতার ভাই কয়েকদিন ব্যবহারে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন।Masnoon Ahmed আপনাকে ধন্যবাদ। অস্থির হবেন না। আমি লেখাটা ছাড়ব এই সপ্তাহের মাঝেই। আশিক ভাই দুইটা নাম্বারই ঠিক। তবে বিশেষ ক্ষেত্রে প্রথম নাম্বারটা কাজ না করলে দ্বিতীয় নাম্বারটা ব্যবহার করা হয়।

অনেকগুলো কমেন্ট পেয়ে সত্যিই আমি আনন্দিত। সবাইকে ধন্যবাদ।

Level 0

এইভাবে কোনদিনও নেট স্পিড বাড়ানো সম্ভব নয়। সাধারণভাবে নেটে কানেক্টেড হলে ৪৬০ kbps দেখায়। যার অর্থ হল ৪৬০/৮ = ৫৭.৫ কিলোবাইট/সেকেন্ড স্পিড পাবো। কিন্তু সেখানে আমরা ৩০ এর বেশি স্পিড পাইনা। এর অর্থ দাঁড়ায় গ্রামীণ আসলে এর চেয়ে বেশি স্পিড দেয় না। তাহলে কিভাবে আপনি স্পিড বেশি আসার প্রত্যাশা করতে পারেন?
আপনার লেখা অনুযায়ী শুধু হয়তো পোর্টের স্পিড বাড়বে। কিন্তু গ্রামীণ যেইটা দেয় না, তার চেয়ে বেশি স্পিড পাবেন না।

Level 0

ভাই, আমার সেট হল নকিয়া ৫৭০০। আমি ও কি একি ভাবে করব???

জি আপনিও এই একই ভাবেই করবেন।

শুধু পোর্টের স্পিড বাড়িয়ে কোন লাভ নাই যদি অপারেটর ব্যান্ডউইডথ না দেয়। এটাতে কোন লাভ হবেনা ভাই। আমি স্পিড কমিয়ে এবং বাড়িয়ে দেখেছি। উভয় ক্ষেত্রেই একই ফলাফল আসে। এবং এটাই স্বাভাবিক।

Level 0

My set nokia 3110. can I use also? Pls.let me know.

জি ভাই আপনিও পারবেন।

ব্রড ব্যানড এর জন্যে কোন ট্রিক আছেকি?

Level 0

khan onak boro…………………MADARI MADARI.

কি বললেন!!!

ভাই কোন লাভ হবেনা এই রকম করলে কানেকসন স্পিডটা বেশি ডেকহাবে প্রকৃত স্পিড কোনভাবেই বাড়বেনা

Level 0

aj dupure apnar capta data entry tuneti dekhe khub khushi hoisilam kintu bikele ai tuner kon hodis pelamna. plz bai amake akti captar id ar password din plzzzzzzzzzzzzzzzzzzzzz.amar email address holo [email protected].

Level 2

লাভ নাই

Level 0

প্রিয় বন্ধু, আপনার এই টিউন থেকে ইন্টারনেটের স্পীড (মোবাইলে) বৃদ্ধি পাবে……….এ নিয়ে শিখলাম………..শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………

Level 0

খুব একটা ভাল হয় নই টুইনটা।

ফালতু

বিচলিত না হয়ে চালিয়ে যান।

Level 0

Faltu jinish..post korar agay nijay akbar try kore dekben…

Level 0

আপনার চেষ্টা ভাল ছিল , কিন্তু সঠিক না । কারন সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মনে করুন ইন্টারনেট হল পানির ট্যাঙ্ক যেখান থেকে অনেকে পানি নেয় অর্থাত্‍ ইন্টারনেট ব্যবহার করেন । ট্যাঙ্কের মেইন সংযোগর পাইপ (তার/মাধ্যম) খুব মোটা কিন্তু আপনার সংযোগর পাইপ খুব সরু । এখন ঐ সরু পাইপের সাথে/পরে যতই মোটা পাইপ লাগান , পানি (ইন্টারনেট স্পিড) বেশি পাবেন না । আবার মনে করেন না যে , প্রেসারের কারনে বেশি পানি অর্থাত্‍ ইন্টারনেট স্পিড পাবেন । কারন, আপনার ইন্টারনেট সংযোগ/ তার/ মাধ্যমে-এর (মডেম/মোবাইল ফোন) ক্ষমতার লিমিট আছে যার থেকে বেশি কিছু আপনি পাবেন না ।