মোবাইলে আমরা Built In WEB BROWSER টা সাধারনত ব্যবহার করিনা। কারন এতে সময় বেশি লাগে , ডাটা বেশি খরচ হয়। তাই opera mini সেরা এতে কোন সন্দেহ নেই, এইটা পুরান খবর।
কিন্তু opera mini mod এমন একটি Java soft..যার মাধ্যমে pc ওয়েব browser এর অভাব পুরন করা সম্ভব,
দেখা যাক ।।
এতে রয়েছে শক্তিশালী File Explorer. আপনার মোবাইলের GIF, JPG, MP3, HTML, TxT File Read করবে\
একাধিক window খুলতে পারবেন/ session save এবং restore করতে পারবেন
ছবি save করতে পারবেন , webpage থেকে লেখা কপি পেস্ট করতে পারবেন
ওয়েব পেইজ সেইভ করা যাবে/
সব চেয়ে বড় কথা, এতে রয়েছে শক্তিশালী Download Manager, Resume option সহ
এছাড়া আর ও অনেক Function রয়েছে
..........................................................................................।
যা যা দরকার
Java Phone (mid 2 অথবা এর পরের সংস্করন)
JSR-75 ক্ষমতা সম্পন্ন (যা দিয়ে phone এর Gallery/Multimedia file গুলো Application read করবে
যেমন Nokia 2610, 2680, 3500, 3600, 5220e.m , ইত্যাদি সহ Latest phone এ কাজ করবে
হোমপেইজ http://opera-mini.ru (গুগলের সাহায্যে Translate করে নিন)
কেমন লেগেছে জানাবেন।
আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।
রুবােয়ত ভাই Bolt browser ব্যবহার করেছেন না েদখেন েতা নতুন িকছু পান িকনা link:- http://www.getjar.com
অপেরা মিনি ব্যবহার করে আসছি বহুদিন ধরে। বিশেষ করে নোকিয়া ৬০৬০, সনি এরিকসন টি৬১০ এজাতীয় কম মানের বা লো-কোয়ালিটির হ্যান্ডসেটে ব্যবহার করেছি। তাই উপরে বর্ণিত ফিচারগুলো পাইনি। নিশ্চয়ই অপেরা ভার্সন ৪ এ এই সুবিধাগুলো যুক্ত করা হয়েছে। আচ্ছা নোকিয়ার ৫১৩০এক্সপ্রেস মিউজিকের সেটটা সম্বন্ধে কোন ধারণা আছে? ওটার ইন্টারনেট সার্ভিস কীরকম? আমি কিনতে চাচ্ছি আর আমার সেটে খুব ভালো মানের ইন্টারনেট এবং অ্যাপ্লিকেশন সাপোর্ট চাই।