মোবাইলে বাংলা লেখার এবং পড়ার ব্যবস্থা (nokia s60 3rd and 5th) , মোবাইল ব্রাউজার এ বাংলা পরুন

মোবাইলে এখন আমরা বাংলা পড়তে পারি অপেরা মিনির কল্যানে আর নতুন কিছু নকিয়ার জাভা(s40) মোবাইলে আগে থেকেই বাংলা ইউনিকোড থাকার কল্যানে।

আর মোবাইলে বাংলা লেখাটা এখন ও কিছু নকিয়া মোবাইলেই সীমাবদ্ধ, তার সবই আবার জাভা মোবাইল, জনপ্রিয় এন সিরিজ , ই সিরিজ সিমবিয়ান সিরিজে নেই বাংলা দেখার ইউনিকোড আর লেখার ব্যবস্থা তো নেই-ই!

কিন্তু, একটু চেষ্টা করলেই আমরা মোবাইলে বাংলা দেখতে এবং লিখতে পারি (আমি নকিয়ার জনপ্রিয় সিমবিয়ান সিরিজ এর কথা বলছি)।

আগে বাংলা পড়ার সিস্টেমের কথা বলি!!
২ ভাবে এটা করা যেতে পারে,
একটা অপেরা মিনির মাধ্যমে, আরেকটা মোবাইলে বাংলা ইউনিকোড সেট করার মাধ্যমে।

অপেরা মিনিঃ

আপেরা মিনির ব্যবস্থা অনুযায়ী করলে শুধু অপেরা মিনিতেই ব্রাউজ করার সময় বাংলা দেখা যাবে, মোবাইলে কোথাও (বাংলা মেসেজ, কিংবা বাংলা লেখা কোন ওয়ার্ড ফাইল-এ) বাংলা দেখা যাবে না।
তবে সুবিধা এই যে, এর মাধ্যমে যে কোন কম্পানির জাভা মোবাইলে বাংলা দেখা সম্ভব, আর এই ব্যবস্থায় বাংলা দেখলে বাংলা অক্ষর গুলো ভেঙ্গে যায় না, ঠিক মতো দেখা যায়!!

কিভাবে করবেনঃ

  • ১ - প্রথমে অপেরা মিনি download করে নিন। (যদি আপনার মোবাইলে থেকে না থাকে!)
  • ডাউনলোড লিঙ্ক- মোবাইলের ব্রাউসার থেকে - m.opera.com
  • ২ - opera mini চালু করে "Enter Address" এ(সবচেয়ে উপরে যেখানে www. লেখা রয়েছে), সেখানে টাইপ করুন opera:config
  • ৩ - এখন যে পেজটি আসবে, এর শেষ optionটি তথা
    "use bitmap font for complex script" optionটি Yes করুন।
    (শুরুর সময় এটি No করা থাকে)
  • ৪ - পেজের নিচে দিয়ে Save করুন।

বাংলা ইউনিকোড সেট করার মাধ্যমেঃ

যদি বাংলা কোন ওয়েব সাইট আপনার মোবাইলের ইন বিল্ড ব্রাউজারে দেখতে যান, তবে কিন্তু সেটা সম্ভব হয় না উপরের পদ্ধতিতে, অথবা আপনাকে কেউ বাংলায় মেসেজ পাঠালে কিংবা কোন নোট(.txt)-এ অথবা ডকুমেন্ট ফাইলে বাংলা থাকলে সেটা আপনার মোবাইলে কিছু চারকোনা বক্স ছাড়া আর কিছুই নয়!!!

কিন্তু আপনি যদি আপনার মোবাইলে একটি বাংলা ইউনিকোড ইন্সটল করে নেন তবে এই সবই মোবাইলে পড়া সম্ভব (যদিও আ-কার , ইকার, এ-কার ইত্যাদি নিয়ে আর যুক্তাক্ষর নিয়ে ঝামেলা হয় (ব্যস্ত আসবে ব ্যস ্ত) ঝামেলা হয়, এগুলো অক্ষরের মধ্যে অনেকটা ওভারল্যাপ হয়ে যায় – প্রথম কিছু দিন সমস্যা হলেও পরবর্তিতে সমস্যাটা কিছুটা কমে আসবে।
আর একটা ব্যপারও এর সাথে জড়িত, সেটা হচ্ছে - অপেরাতে opera:config করে বাংলা দেখার ব্যবস্থা করলে তাতে খরচ অনেক বেড়ে যায় (কেননা বেশি ডাটা ট্রান্সফার হয়), কিন্তু যদি নকিয়ার নিজের ফন্ট টি বদলে কোন বাংলা সাপোর্টেড ইউনিকোড সেট করে দেয়া হয়, সেক্ষেত্রে খবচটা সাধারন ব্যবহারের মতই থাকে।

কোন মোবাইলে করতে পারবেন??

নকিয়ার তৃতীয় প্রজন্মের সিম্বিয়ান এবং তার পরের সেট গুলোতে ব্যবহার করতে পারবেন। (আমি nokia e-series এবং n-series তে ব্যবহার করেছি)

কি ভাবে করবেন??

প্রথমে আপনার কাছে থাকতে হবে একটি বাংলা ইউনিকোড, আমি সোলেমানলিপি ব্যবহার করেছি।
সোলেমানলিপি ডাউনলোড করে নিন http://download4mobi.com/solaiman-lipi

এখন আপনাকে আপনার মোবাইলের ফন্ট ব্যবহারের কিছু কোড জানতে হবে, এটা জানার জন্য আপনার মোবাইলে কোন ফাইল ব্রাউজার দিয়ে সেগুলো বের করতে হবে, নকিয়ার ইনবিল্ড ব্রাউজার দিয়ে এটা করা যায় না।

আপনি Y!browser নামিয়ে নিতে পারেন http://download4mobi.com/x-plore-file-manager

xplore এ ঢুকুন। এখানে (C, D, E, Y, Z) ড্রাইভ দেখতে পাবেন,
Z ড্রাইভে ঢুকুন → resource → Fonts → এখানে আপনি .ttf ৪টি ফন্ট দেখতে পাবেন, তাদের নামগুলো লিখে ফেলুন (কেননা এই নাম দিয়েই আপনার ফন্টটিকে মোবাইলে সেভ করতে হবে)।

এবার আপনি পিসিতে সোলেমানলিপি ফন্টের চারটি কপি করে ঐ চার নামে আলাদা চারটি ফন্ট হিসেবে রিনেম করে নিন।

আপনার মোবাইলটিকে ডাটা কেবল দিয়ে পিসির সাথে যুক্ত করুন অথবা মেমরি কার্ড রেডারের মাধ্যমে মেমোরি কার্ডটি পিসিতে সংযুক্ত করুন।

মেমরি কার্ডে আপনি resource নামের একটি ফোল্ডার পাবেন (না পেলে হিডেন অন করে নিন), সেখানে Fonts নামের একটি নতুন ফোল্ডার তৈরি করুন।
এই ফোল্ডারে আপনার পিসিতে আগে থেকেই তৈরি করা চারটি ফন্ট কপি করে পেস্ট করুন।

ব্যাস – হয়ে গেলো।
এবার মেমোরি কার্ডটি মোবাইলে লাগিয়ে অথবা ডাটা কেবল সরিয়ে অফ করে অন করুন।

এখন আপনার ফন্টটি পরিবর্তন হয়ে গেছে, আপনি এখন আপনার মোবাইলে যে কোন বাংলা টেক্সট এবং বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েবসাইট দেখতে পাবেন।

কিছু টিপস –

  • * অপেরা মিনিতে ব্যবহারের সময়ে অপেরার ফন্টটি (Large বা Extra large) করে নিতে হবে।
  • * মোবাইলে ব্যবহারের সময়ে মোবাইলের ফন্টটি লার্জ করে নিলে দেখতে সমস্যা কম হয় (বড় স্ক্রীণের মোবাইলে সোলেমান লিপি ফন্টটি ব্যবহারে সমস্যা কম হয়, কিন্তু যদি ছোট স্ক্রীনের হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে)। {menu → Tools → settings → General → Personalisation → Display → Font Size → Large}

এতো গেলো পড়ার কথা!!!!!!!
এবার আসছি লেখার কথায়!!!!!!!!

একটা সফটওয়ারের মাধ্যমে আপনি মোবাইলে বাংলা টাইপ করতে পারবেন।
এবং সেই লেখা নোট আকারে মোবাইলে সেভ করতে পারবেন,
ডকুমেন্ট আকারে সেভ করতে পারবেন(ই সিরিজে),
বাংলায় যেকোন মোবাইলে ইউনিকোডে মেসেজ পাঠাতে পারবেন,
যে কোন মোবাইল থেকে বাংলায় আসা মেসেজ সহজে দেখতে পারবেন,
এই সফটওয়ারের মাধ্যমে লিখে সেই লেখা ব্লগে পোস্ট আকারে দিতে পারবেন, মন্তব্য করতে পারবেন,
ফেসবুক সহ যেকোন স্থানে দিতে পারবেন, শুধু তাইনা, মিগ৩৩ দিয়ে এই সফটওয়ারের মাধ্যমে ইয়াহু, লাইভ মেসেনজার কিংবা গুগল অথবা মিগ এই বাংলায় চ্যাট করতে পারবেন।
বাংলা ইউনিকোডের মাধ্যমে মেইল পাঠাতে পারবেন!!!!!!!!

তবে এই সুবিধা সহজে ব্যবহার করতে হলে আমি বলবো বাংলা ইউনিকোড সিস্টেমে বাংলা পড়ার ব্যবস্থা আগে ঠিক করে নিতে, তাছাড়া এই ব্যবস্থায় বাংলা লেখাতে খুব সমস্যা হবে ঠিক না, প্রায় অসম্ভব!!!! (আপনি চাইলে উপরে বাংলা দেখার দুই পদ্ধতিই অন করে নিতে পারেন, মোবাইলে আন লিমিটেড অথবা ১,৩ GB লিমিটের নেট ব্যবস্থা অন থাকলে)

এবার আসছি সফটওয়ারের কথায়, হয়তো বা আপনারা অনেকেই এই সফটওয়ার সম্বন্ধে জানেন কিংবা ব্যবহারও করেছেন, আমি নিজেই এর কথা ৩ বছর ধরে জানি, কিন্তু এটা দিয়ে যে সহজ ফোনেটিকের মাধ্যমে বাংলা লেখা যায় সেটা জানতাম না!!!!

যেই ছোট সফটওয়ারটি নামাতে হবে তা হচ্ছে IndiSMS পিসিতে নামিয়ে নিন http://download4mobi.com/bangla-sms-on-nokia-s60-indi-sms
আর সরাসরি মোবাইলে নামাতে চাইলে মোবাইলের ইন বিল্ড ব্রাউজার থেকে http://www.indisms.in লিংকে যান।

সফটওয়ার ইন্সটলের সময় ভাষা হিসেবে বাংলা নির্বাচন করুন।
সফটওয়ার চালু করার পর রেজিস্টার করুন (রেজিস্টার করতে সফটওয়ারটি নিজেই একটা মেসেজ পাঠাবে,যেটা ডেলিভারও হবে না, কেননা এটি ভারতের জন্য তৈরি কিন্তু আপনার সফটওয়ারটি চালু হয়ে যাবে)

ব্যস, সব ঝামেলা শেষ, এবার বাংলায় ফোনেটিকে লিখুন আর ব্লগে পোস্ট দিন!!!!!

যেভাবে করবেনঃ

  • indisms চালু করে new message(বার্তা নির্মান)-এ যান,
    কারসার To:এর বক্স থেকে নামিয়ে নিচের লাইনে আনুন,
  • এবার যা লিখতে চান টাইপ করুন, ফোনেটিকের মাধ্যমে সহজেই টাইপ করতে পারবেন, আর যদি সম্পূর্ন কী প্যাড থাকে মোবাইলে কিংবা কোন ব্লু টুথ কী বোর্ড থাকে তবে তো কথাই নেই। (নিচে আমি এটার কী ম্যাপ দিয়েছি)
  • লেখা শেষে Back সিলেক্ট করুন → তারপর saved to drafts দিন। (এখন সফটওয়ারটি আপনাকে দেখাবে message Saved to drafts)
  • আপনি সফটওয়ার থেকে বেরিয়ে যান Exit দিয়ে এবং আপনার মোবাইলের মেসেজ এর ড্রাফটস এ যান, আগে বাংলা ইউনিকোড সেট করে থাকলে ওখানে তখন বাংলায় ঐ লেখাটি ড্রাফটস আকারে পাবেন, এখান থেকে কপি করে (মোবাইলে পেন বাটন , সেটা না থাকলে # চেপে কারসর নাড়িয়ে সিলেক্ট করে কপি করুন) আপনি অপেরা মিনির মাধ্যমে বা মোবাইলের ইন বিল্ড ব্রাউসার ব্যবহার করে ব্লগে পোস্ট হিসেবে দিতে পারবেন, কিংবা মন্তব্য করতে পারবেন, কিংবা যে কোন কাজে ব্যবহার করতে পারবেন, আবার সেটা সেভ করে রাখতে চাইলে মোবাইলের নোট এ গিয়ে পেস্ট করে সেভ করুন!!!

টিপস – IndiSMS এ কিছুক্ষন লেখার পর আপনাকে বলতে পারে আপনার মেসেজের অক্ষরের সংখ্যা শেষ, সেক্ষেত্রে আপনি সেই মেসেজটি ড্রাফটস আকারে সেভ করে আবার নতুন বার্তার মাধ্যমে পরের অংশ লিখে ড্রাফটস করুন পরে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে ড্রাফটস থেকে সব ক্রমিকানুসারে নিয়ে নোট এ সেভ করুন, তারপর অপেরা মিনির মাধ্যমে ব্লগে প্রকাশ করতে পারেন।

কিভাবে একসাথে অপেরা মিনি মিনিমাইজ করে মোবাইলের ড্রাফটস থেকে নিয়ে আবার সরাসরি অপেরাতে গিয়ে পেস্ট করবেন?
(মিনিমাইজের সিসেমটা প্রায় সবারই জানা, তাও বলে রাখছি, কেউ এটা না জানলে যে এই সুবিধা ব্যবহার করতে ঝামেলায় পরবেন)

ধরুন আপনি ব্লগে মন্তব্য করবেন, আপনি সেখানে ঢুকে অপেরা (মিনিমাইজ করুন) মেনু চেপে ধরুন ২ সেকেন্ডের জন্য তারপর standby এ চলে যান, সফটওয়ার এর মাধ্যমে বাংলা লিখুন,সেভ করে অবশ্যই exit করবেন, তারপর মেসেজের ড্রাফটস এ গিয়ে সিলেক্ট করে কপি করুন, আবার মেনু চেপে ধরুন ২ সেকেন্ডের জন্য, তারপর অপেরা মিনিতে ঢুকে ওখানে পেস্ট করে মন্তব্য করুন।

আমি আমার নকিয়া এন৮২ দিয়ে এই ভাবে ব্লগে পোস্ট দিয়ে দেখেছি, মন্তব্য ও করে দেখেছি!!

অ a
আ aa
ই i
ঈ ee
উ u
ঊ oo
ঋ R
এ e
ঐ ai
ও o
ঔ au

ক k
খ kh
গ g
ঘ gh
ঙ Ng

চ ch
ছ chh
জ j
ঝ jh
ঞ Nj

ট T
ঠ Th
ড D
ড় D~
ঢ Dh
ঢ় Dh~
ণ N

ত t
থ th
দ d
ধ dh
ন n

প p
ফ ph
ব b
ভ bh
ম m

য y
য় Y
র r
ল l
শ sh
ষ Sh
স s
হ h
ং M

আ-কার
ই-কার অক্ষরi
ঈ-কার অক্ষরee
উ-কার অক্ষরu
ঊ-কার অক্ষরoo
ঋ-কার অক্ষরR
এ-কার অক্ষরe
ঐ-কার অক্ষরai
ও-কার অক্ষরo
ঔ-কার অক্ষরau

র ফলা অক্ষরr
রেফ rঅক্ষর
য ফলা অক্ষরz

পর পর ২টি অক্ষর লিখলেই যুক্তবর্ণ হয়ে যাবে ( যুক্তবর্ণ = zuktabarN )
আর বর্ণ যুক্তবর্ন না করতে চাইলে দুই অক্ষরের মাঝে a দিতে হবে।

বিঃ দ্রঃ collected from net ....
এর আগে এ রকম post হয়ে থাকলে ক্ষমা করবেন ।

Level 0

আমি নকিয়া প্রমটর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন ।
আমার ই৬৩ এ কাজ করছে ।
ধন্যবাদ ।

vai apni amar koto boro upokar korlen,ami lekhe bolte parbo na.ei tune ta korar jonno apnar nam amar sobsomoy mone thakbe.thank you.

অনেক অনেক ধন্যবাদ।

খুব কাজের টিউন!

শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক এই পোষ্টটিই স্যামুতে করেছিল সার্জা ভাই। ২০০৯ সালে…….।
আপনার লিংকটি দেত্তয়া উচিত ছিল।এই যে লিংকটি
http://www.somewhereinblog.net/blog/n_h_sarja/29015631
আপনার উচিত হবে লিংকটি সংযোগ করে দেত্তয়া। তা না হলে একজনের টিউনের প্রতি অশ্রদ্ধা করা হবে।

    ধন্যবাদ তুসিন ,
    লিঙ্ক টী শেয়ার করার জন্য ।
    টিউন টি আমার কাছে সেভ করা ছিল (MS Word ) আকারে।
    যে কারনে লিঙ্ক টি আপনাদের সাথে সেয়ার করতে পারি নাই ।
    তবে এটা আমি পেয়েছিলাম কোন ফোরাম এ ।
    হতে পারে সেটার টিউনারো সার্জা ভাই ছিলেন ।
    যে কারনে আমি আমার post এ বাপার টি উল্লেখ করেছি যে ……।।

    বিঃ দ্রঃ collected from net ….
    এর আগে এ রকম post হয়ে থাকলে ক্ষমা করবেন ।

কাজের টিউন স্ক্রিন শট হইলে আরো ভাল হইত।
এবং উচিত ছিল তথ্য সুত্রে লিংক্টি প্রকাশ করা যেহেতু টিউন্টির আসল মালিক আপনি না।
এখন আমি জানতে চাই নকিয়া x6 এ কিভাবে বাংলা দেখা যাবে opera:config কাজ হয় না এবং আপনার দেয়া পদ্ধতিটাও সাপর্ট করেনা।
সমাধান চাই যে কেউ দিতে পারেন জানা থাকলে।

    আতাউর রহমান ভাই আপনি open mini কোন ভারশন ব্যাবহার করেন।
    যদি opera mini 10 ব্যাবহার করেন তবে তাতে এই পদ্ধতিটা কাজে আসবে না।
    opera mini 5.1, 4.2 এর আগের ভারশন গুলোতে এই পদ্ধতি কাজ করে।

    আতাউর ভাই আপনি কি অপেরা মোবাইল ব্যবহার করছেন? অপেরা মিনি আর অপেরা মোবাইল আলাদা জিনিস। অপেরা মোবাইল কিন্তু এই ফিচার সাপোর্ট করেনা। আর “উচিত ছিল তথ্য সুত্রে লিংক্টি প্রকাশ করা যেহেতু টিউন্টির আসল মালিক আপনি না।” কথাটির মানে বুঝলাম না। আপনি যদি তথ্যসুত্রে দেয়া সাইট টির কথা বলে থাকেন তাহলে বলে রাখি উনি Downloads4mobi.com এর এডমিন গোত্রের একজন। অত এব এই বিষয়ে তথ্যসুত্রের প্রয়োজন কোথায়?

    x6 সিম্বিয়ান সেট , তাই টিউনে উল্লেখিত সব কয়টি ব্যবস্থা কাজ করবে।

    এনাম আহমেদ @ ভাই একই বিষয় নিয়ে একাধিক মানুষ টিউন করতে পারে তাতে সমস্যা নাই। কিন্তু এই লিখার প্রতিটি অক্ষর সার্জা ভাইয়ের সাথে মিল । তাই আমি ব্যাপারটি বললাম। আমি যে লিংকটি দিয়েছি আপনি তাতে গিয়ে চেক করে দেখতে পারেন।

    Sorry for the idiot comment.I didnot notice that the post had previously been published in Somewhere in blog and its just a copy paste…..Again Sorry.Dont take me wrong i didnot see the previous comment before making a comment upon this comment.

    আতাউর ভাই ,
    opera:config এর ব্যাপার টা opera mini4.2 এ ব্যাবহার করে দেখেন , কাজ হবে ।

মামুন ভাই তো পুরা ফাটায়া ফালাইসেন…প্রিয় টিউনে যোগ করলাম। একটা ভোট ও দিলাম।

ভাইজান আমার এন ৭৯ মোবাইলে চারটা ফন্টস ছিল সোলাইমান লিপি দিয়া করলাম কিন্তু কোন কাজ হয়না তবে ইংলিশ ফন্টস কিছুটা পরিবর্তন আসছে।এখন আমি কি করতে পারি।

ধন্যবাদ এটাই চাইছিলাম। আজ পেয়েও গেলাম।

Level 0

ami amer nokia N8 a bangla porta pari na, ai system-a ki ami bangla porta parbo. r font change korla ki english font a ki kuno problem hoba. janaben PLS…

dhonnobad tune er jonno. opera mini method ta kaje diechhe. tobe unicode add korle ekta shomoshsha hoe, sheta holo ete mobile er english default font-o change hoe jae, notun english font e mobile er menu ar interface er chehara kharap hoe jae 🙁 . tai oi method bad dite holo.

Level 0

vai, solemanlipi 1ta font pailam, ei 1ta kei name change(rename) kore 4ta font banbo naki?
Plz reply soon or amr sathe 1tu contact koren.
m.facebook.com/sumon.dhar
Or
8801721930214

Level 0

সুন্দর টিউন…। 😀

ভাই টিউনটা অনেক কাজের।
আমি আপনার দেওয়া নিয়ম অনুযায়ি মোবাইলে SolaimanLipi দিয়েছি .. কিন্তু সমস্যা হলো আমি শুধু bdnews24.com/bangla থেকে বাংলা পড়তে পরছি। বাকি সাইট সাইট যেমন: facebook-র বাংলা লেখা, প্রথম আলো সহ অন্যান্ বাংলা সাইট থেকে বাংলা পড়তে পরছি না। এর পর আমি Vrinda দিয়ে দেখেছি কিন্তু সমাধানে আসতে পারি নাই । আপনার কাছে যদি কোন সমাধান থাকে (opera mini ছাড়া) অনুগ্রহ করে দিয়ে উপকৃত করবেন।

Level New

thnks bossssssssssssssssssss.

Level 2

vi amar mobile m. nokia 5800. ar jonno bangla keyboard software ache?