আসসালামু আলাইকুম,
সম্মানিত সুধী, কেমন আছেন? আজ আমি
হাজির হলাম একটি ভিন্ন ধরনের টিউন নিয়ে।
টপিক “মোবাইল”
মোবাইল ছাড়া পুরো একটি দিন কবে
কাটিয়েছিলেন? মনে পরে?
হা হা, মনে হয় না মোবাইল ছাড়া থাকার
কথা কেও আদো ভাবতে পারেন কিনা,
মোবাইল টা সাথে না থাকলে কতইনা কষ্ট
তাই না। এই মোবাইল সম্পর্কে ৫টি তথ্য যা
আপনাকে চমকে দিবে।
১/ আপনি কি নোকিয়া ১১০০ মডেলের ফোন
কখনো ব্যবহার করেছেন? তবে মনে রাখুন এটাই
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত
ইলেক্ট্রনিক গ্যাজেট। এই ফোন বিক্রি হয়েছে
২৫০মিলিয়নের ও বেশি বার, হ্যা ২৫০
মিলিয়নের ও বেশি।
২/ মোবাইল ফোন ব্যবহার করার সময় মাথায়
রাখবেন, আপনি টয়লেটে গেলে যে পড়িমান
ব্যাক্টেরিয়ার মাঝে গিয়ে পরেন, মোবাইল
ব্যবহারের সময় আপনি তার চেয়েও ১৮গুন বেশি
ব্যাক্টেরিয়াকে সঙ্গ দেন।
৩/ শুধুমাত্র ব্রিটেনে প্রতিবছর ১ লক্ষ ফোন
মানুষের হাত থেকে টয়লেটে পরে যায়।
৪/ ১৯৮৩ সালে আমেরিকায় ১ম যে মোবাইল
ফোনটি ব্যবহার করা হয় তার দাম ছিলো মাত্র
সারে ৪হাজার ডলার।
৫/ একমাসে সর্বোচ্চ কত টাকার মোবাইল বিল
দিয়েছেন? যতই দেন না কেন ‘সেলিনা
এরোনেসের জায়গা কিন্তু দখল করতে পারবেন
না,তিনি এটাতে বিশ্ব রেকর্ড করেছেন।
তিনি একমাসে ১ লক্ষ ৪২ হাজার পাউন্ড
মোবাইল বিল দিয়েছিলেন।
আজ এতোটুকুই, আল্লাহ হাফেজ।
[বিঃদ্র: এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন।]
Thanks to Techtunes.com.bd 🙂
আমি এম ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am a simple boy. My site is http://SimOffer.ga
টেকটিউন্সের টিউন টেকটিউন্সেই কপি?